পিএসএলে ৩ উইকেটের সঙ্গে ৩ রেকর্ডে নাম লেখালেন রিশাদ

ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেয়েও এনওসি জটিলতায় তা হাতছাড়া হয়েছিল রিশাদ হোসেনের। তবে বছর ঘুরতে না ঘুরতেই বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকের স্বাদ পেয়ে গেলেন তিনি। পাকিস্তানের জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে নিজের প্রথম ম্যাচেই নজর কাড়লেন বাংলাদেশি এই লেগ স্পিনার।
প্রথম ম্যাচেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রানে ৩ উইকেট নিয়ে দলের ৭৯ রানের জয়ে বড় অবদান রাখেন রিশাদ। তুলে নিয়েছেন কোয়েটার সর্বোচ্চ স্কোরার রাইলি রুশো, অভিজ্ঞ মোহাম্মদ আমির এবং আবরার আহমেদের উইকেট।
এই তিন উইকেটের সঙ্গে সঙ্গে রিশাদ গড়েছেন তিনটি উল্লেখযোগ্য রেকর্ড, যার দুটি পিএসএল সংশ্লিষ্ট এবং একটি বাংলাদেশের খেলোয়াড়দের প্রেক্ষাপটে।
প্রথমত, পিএসএলে বাংলাদেশের বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা বোলিং ফিগারের মালিক হয়েছেন রিশাদ হোসেন। তার ৩/৩১ বোলিং ফিগার ছাড়িয়ে গেছে সাকিব আল হাসানের ২/১৪ রেকর্ডকে। এই তালিকায় শীর্ষে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, যিনি ২০১৭ সালে করাচি কিংসের বিপক্ষে ৩/২১ ফিগার নিয়েছিলেন।
পিএসএলে বাংলাদেশের সেরা বোলিং ফিগার:
১. ৩/২১ - মাহমুদউল্লাহ রিয়াদ (২০১৭, করাচি কিংসের বিপক্ষে)
২. ৩/৩১ - রিশাদ হোসেন (২০২৫, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে)
৩. ২/১৪ - সাকিব আল হাসান (২০১৭, লাহোর কালান্দার্সের বিপক্ষে)
দ্বিতীয়ত, পিএসএলে অভিষেক ম্যাচে বিদেশি ক্রিকেটারদের মধ্যে বোলিং ফিগারে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রিশাদ। সম্প্রতি লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪ উইকেট নেয়া ইসলামাবাদ ইউনাইটেডের জেসন হোল্ডার আছেন শীর্ষে।
পিএসএলে বিদেশিদের অভিষেকে সেরা বোলিং ফিগার:
১. ৪/২৬ - জেসন হোল্ডার (ইসলামাবাদ ইউনাইটেড)
২. ৩/৩১ - রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স)
তৃতীয়ত, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক ম্যাচে বাংলাদেশের যেকোনো বোলারের মধ্যে রিশাদ এখন সেরা। এর আগে এই তালিকার শীর্ষে ছিলেন তানজিম হাসান সাকিব, যিনি গ্লোবাল সুপার লিগে ২/২০ ফিগার নিয়েছিলেন।
বিদেশি ফ্র্যাঞ্চাইজি অভিষেকে বাংলাদেশের সেরা বোলিং ফিগার:
১. ৩/৩১ - রিশাদ হোসেন (পিএসএল, লাহোর কালান্দার্স)
২. ২/২০ - তানজিম হাসান সাকিব (গ্লোবাল সুপার লিগ, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স)
৩. ২/২৬ - মুস্তাফিজুর রহমান (আইপিএল, সানরাইজার্স হায়দরাবাদ)
মাত্র এক ম্যাচেই এমন পারফরম্যান্সে রিশাদ যেন জানান দিলেন—বিশ্বমঞ্চে নিজের জায়গা করে নিতে প্রস্তুত তিনি।
