প্লট দুর্নীতি: হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ছবি: সংগৃহীত
রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ মোট ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব, দুদকের দাখিল করা চার্জশিট গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম।
দুদকের করা পৃথক দুটি মামলায় প্রথমটিতে ১২ জন এবং দ্বিতীয়টিতে ১৭ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তারা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে ছয়টি প্লট নিজেরা কিংবা আত্মীয়স্বজনদের নামে অবৈধভাবে বরাদ্দ নিয়েছেন।
আসামিদের তালিকায় রয়েছেন—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমসহ একাধিক সরকারি কর্মকর্তা ও প্রকৌশলী।
তদন্তে উঠে এসেছে, আসামিরা নিজেদের প্রভাব খাটিয়ে নিয়ম না মেনে জমি বরাদ্দে জড়িত ছিলেন, যা সরকারি সম্পদের অপব্যবহার হিসেবে বিবেচিত।
উল্লেখ্য যে, গত ৫ আগস্ট ছাত্র ও জনতার ব্যাপক আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং পরবর্তীতে ভারতে আশ্রয় নেন। সেই থেকেই তিনি সেখানে অবস্থান করছেন।
