বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

প্লট দুর্নীতি: হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ মোট ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব, দুদকের দাখিল করা চার্জশিট গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম।

দুদকের করা পৃথক দুটি মামলায় প্রথমটিতে ১২ জন এবং দ্বিতীয়টিতে ১৭ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তারা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে ছয়টি প্লট নিজেরা কিংবা আত্মীয়স্বজনদের নামে অবৈধভাবে বরাদ্দ নিয়েছেন।

আসামিদের তালিকায় রয়েছেন—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমসহ একাধিক সরকারি কর্মকর্তা ও প্রকৌশলী।

তদন্তে উঠে এসেছে, আসামিরা নিজেদের প্রভাব খাটিয়ে নিয়ম না মেনে জমি বরাদ্দে জড়িত ছিলেন, যা সরকারি সম্পদের অপব্যবহার হিসেবে বিবেচিত।

উল্লেখ্য যে, গত ৫ আগস্ট ছাত্র ও জনতার ব্যাপক আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং পরবর্তীতে ভারতে আশ্রয় নেন। সেই থেকেই তিনি সেখানে অবস্থান করছেন।

Header Ad
Header Ad

“আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে” : এলডিসি উত্তরণে প্রধান উপদেষ্টার নির্দেশ

ছবি: সংগৃহীত

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “উই হ্যাভ টু মুভ ইন ফুল স্পিড”—আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে। তিনি বলেন, “এই উত্তরণ যেন কোনো খাতকে ক্ষতিগ্রস্ত না করে, বরং মধ্যম আয়ের দেশ হিসেবে আমরা যেন সুযোগ তৈরি করতে পারি, সে লক্ষ্যে কার্যকর প্রস্তুতি ও মনিটরিং অব্যাহত রাখতে হবে।”

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন।

সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং এলডিসি উত্তরণের প্রক্রিয়ায় যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সেজন্য সকল প্রস্তুতি ও কৌশল দ্রুত বাস্তবায়ন করার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা।

পর্যালোচনা সভায় এলডিসি গ্র্যাজুয়েশন বিশেষজ্ঞ কমিটির প্রধান ও অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সরকারি ড. আনিসুজ্জামান চৌধুরী একটি বিশ্লেষণধর্মী পেপার উপস্থাপন করেন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন, বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন, পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, পরিবেশ ও বন উপদেষ্টা রিজওয়ান হাসান চৌধুরী, মানবাধিকার বিশেষজ্ঞ আদিলুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মনসুর, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিববৃন্দ।

দুই ঘণ্টাব্যাপী এ সভায় এলডিসি থেকে উত্তরণের ফলে কর্মসংস্থান, বেসরকারি খাত এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের ওপর সম্ভাব্য প্রভাব ও করণীয় নিয়ে বিশদ আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, উত্তরণের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা যাদের রয়েছে, তাদের ঝুঁকি নিরসনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে পরামর্শের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা হবে।

এছাড়া বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং ও ইকোনমিক হাবে পরিণত করার ব্যাপারে গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে বই দেখে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা, ফেসবুকে ভিডিও ভাইরাল!

টাঙ্গাইলে বই দেখে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে দায়িত্বরত শিক্ষকদের সহযোগিতায় বই দেখে এসএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। তা মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ায় নানা মহলে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

জানা যায়, গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারা দেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতেও এসএসসি ও সমমানের বাংলা প্রথমপত্র অনুষ্ঠিত হয়। এতে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুলের পরীক্ষার কেন্দ্র (ভোকেশনাল) বাংলা প্রথমপত্র শিক্ষকদের সহায়তায় শিক্ষার্থীরা বই দেখে পরীক্ষা দেয়।

এ ব্যাপারে তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল কেন্দ্র সচিব তোফাজ্জল হোসেন তুহিন দাবি করে জানান, শিক্ষার্থীরা তার কাছে জানায় ভিডিও অনেক আগের।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবীর জানান, আমি এখানে নতুন এসেছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানান, বিষয়টি জানতে পেরে কালিহাতীর ইউএনওকে ওই পরীক্ষার কেন্দ্রে পাঠিয়েছিলাম। গত পরীক্ষায় ওই কক্ষে যে শিক্ষকরা ডিউটিতে ছিলেন তারা চলমান পরীক্ষায় ডিউটি করতে পারবেন না।

তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি করা হবে। তদন্ত রিপোর্ট মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Header Ad
Header Ad

নওগাঁয় আগুন, শহরজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন

নওগাঁয় আগুন। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁ শহরে সোনার পট্টি এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শহরজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়ছে শহরবাসী। তবে আগুনের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সুত্রে জানা যায়, রাত সাড়ে ৮ টার দিকে শহরের সোনার পট্টির একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগে যায়। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের ঘটনায় শহর জুড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ।

নওগাঁ বাসুজের সাবেক সাধারণ সম্পাদক গোমাল মোস্তফা ঢাকাপ্রকাশকে বলেন, ‘ক্ষয়ক্ষতি শুধু বৈদ্যুতিক তার গুলো পুড়ে গেছে এছাড়া বড় কোন ক্ষতি হয় নাই। তবে মার্কেটে বিদ্যুৎ সংযোগ আসতে সময় লাগতে পারে।’

নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো: জাকির হোসেন ঢাকাপ্রকাশকে বলেন, ‘আগুনের খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের কারণে সেখানকার তার পুড়ে গেছে।’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

“আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে” : এলডিসি উত্তরণে প্রধান উপদেষ্টার নির্দেশ
টাঙ্গাইলে বই দেখে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা, ফেসবুকে ভিডিও ভাইরাল!
নওগাঁয় আগুন, শহরজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন
হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের দোরগোড়ায় টাইগ্রেসরা
গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য সারোয়ার কবির গ্রেপ্তার
সাবেক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রীর ৩০৪ একর জমি জব্দ
‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’ স্লোগানে মুখর ঢাকার আদালত পাড়া
এবার রাজনৈতিক দল আনছেন ডেসটিনির রফিকুল আমীন
‘ঘুষ হিসেবে’ গুলশানে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা
রংপুরের মিঠাপুকুরে প্রকাশ্যে বৃদ্ধার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন
নিখোঁজের ৩ দিন পর সেফটি ট্যাংকে মিললো কলেজছাত্রের মরদেহ
‘আ.লীগের মিছিল বড় হতে শুরু করেছে’, সাবধান করলেন হাসনাত আব্দুল্লাহ
কস্টিউমের ভেতরে আরো দুইটা জামা পরেছিলাম: সামিরা খান মাহি (ভিডিও)
বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
১ কিমি পিচ ঢালাই তুলে ফেলার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন
পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা আমি বলিনি, জনগণ বলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ (ভিডিও)
লিটারে ১৪ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
মুজিব শতবর্ষে বিসিবির খরচ ৭ কোটি, দেখানো হয়েছে ২৫ কোটি!