ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ (ভিডিও)

ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ
দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপরাষ্ট্র মালদ্বীপ ইসরায়েলি নাগরিকদের জন্য নিজ দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে। ফিলিস্তিনিদের প্রতি ‘দৃঢ় সংহতি’ প্রকাশ করে মালদ্বীপ সরকার মঙ্গলবার (১৫ এপ্রিল) এই সিদ্ধান্ত ঘোষণা করে এবং এর সঙ্গে সঙ্গে এক আইনে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু স্বাক্ষর করেন।
সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, “ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংসতা ও গণহত্যা বন্ধের দাবিতে সরকারের এই কঠোর অবস্থান।” এতে আরও বলা হয়, মালদ্বীপ ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে।
মালদ্বীপ ১ হাজার ১৯২টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত একটি পর্যটননির্ভর দেশ, যেখানে বিলাসবহুল হোটেল-রিসোর্ট, সাদা বালির সৈকত এবং ফিরোজা লেগুনে ঘেরা মনোরম প্রকৃতি বিশ্বজুড়ে পরিচিত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে ভ্রমণ করেছেন ২ লাখ ১৪ হাজার বিদেশি পর্যটক। এর মধ্যে মাত্র ৫৯ জন ছিলেন ইসরায়েলি নাগরিক।
১৯৯০-এর দশকে মালদ্বীপ ইসরায়েলি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। ২০১০ সালে দেশটি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগও নেয়। তবে সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও জনমত গড়ে ওঠে মালদ্বীপে। এরই প্রেক্ষিতে বিরোধী রাজনৈতিক দলগুলো এবং সরকারের জোটসঙ্গীরাও ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধের দাবিতে চাপ সৃষ্টি করে আসছিল।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় শুরু হয় ইসরায়েলি অভিযান। ইসরায়েলি তথ্য অনুযায়ী ওই হামলায় ১ হাজার ২১৮ জন নিহত হন। আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রায় দেড় বছরে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৫০ হাজার ৯৮৩ জন ফিলিস্তিনি।
