রবিবার, ৬ এপ্রিল ২০২৫ | ২৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

পদ্মা সেতু-১৬

এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু ১ জুলাই

আপাতত প্রতি কিলোমিটার ১০ টাকা হারে টোল গুণতে হবে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকেই টোল গুণতে হবে এই এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনগুলোকে। টোল আদায় হবে মোট ছয়টি পয়েন্টে।

সড়কে টোল পরিশোধ করে মাত্র ৭০ মিনিটে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পৌঁছা যাবে কোনো রকম ট্রাফিক ছাড়া। তবে সেতু অতিক্রম করার সময় সেতুর টোল গুণতে হবে পৃথকভাবে। আর ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনকে পদ্মা সেতু ছাড়া অন্য কোনো সেতুতে অর্থাৎ বুড়িগঙ্গার উপর পোস্তগোলা সেতু, ধলেশ্বরী সেতু এবং আড়িয়াল খাঁ সেতুর উপর কোনো টোল দিতে হবে না। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

পদ্মা সেতুকে কেন্দ্র করে সরকার ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার এক্সপ্রেসওয়েটি নির্মাণ করে। চার লেনের এই এক্সপ্রেসওয়েতে কোনো রকমের সিগ্যানাল নেই। নেই কোনো স্পিড-ব্রেকার। ৮০ কিলোমিটার গতিতে এই সড়কে চলবে যানবাহন। মূল এক্সপ্রেসওয়ের দুই পাশে রয়েছে কম গতির যানবাহনের জন্য আলাদা লেন। যারা টোল চাড়া চলাচল করতে চান তারা দুই পাশের লেন দিয়ে যানবাহন চালাবেন।

আগামী ২৫ জুন উদ্বোধন হবে দেশের সবচেয়ে বড় স্থাপনা ‘পদ্মা সেতু’। এই সেতুর উদ্বোধনকে ঘিরে এখন চলচে নানারকম ব্যবস্থতা। সেতু উদ্বোধনের সঙ্গে সঙ্গেই টোল আদায় শুরু হবে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। সেই প্রস্তুতি নিচ্ছে সড়ক ও মহাসড়ক বিভাগ। ইতিমধ্যে এই এক্সপ্রেসওয়ের জন্য অর্ন্তবর্তিকালীন একটি টোল ধার্য করেছে সরকার। এক্সপ্রেসওয়ে শতভাগ নির্মাণ শেষ হওয়ার পর পরই সড়ক ও মহাসড়ক বিভাগ এই সড়কের অর্ন্তবর্তিকালীন টোল নির্ধারণ করে প্রতি কিলোমিটারে ১০ টাকা।

কিন্তু সরকারের বিদ্যমান টোল নীতিমালা অনুযায়ী, প্রতি কিলোমিটারে ১৮ টাকা ৪০ পয়সা করে টোল আদায়ের কথা। আবার টোল নীতিমালা সাত বছর পুরনো হওয়ার কারণে প্রতি বছর পাঁচ শতাংশ ধরে গুণিতক আসে এক টাকা ৪১ পয়সা। আর লেভেল অব সার্ভিস গুণিতক ধরা হয়েছে এক টাকা ৫ পাঁচ পয়সা। এই দুই গুণিতক হিসাবের গুণফল অনুযায়ী প্রতি কিলোমিটারে ৩৩ টাকা ৭১ পয়সা করার একটি প্রস্তাব দিয়েছিল সড়ক ও জনপথ অধিদপ্তর।

এসব প্রস্তাব নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে গত ৭ জুন সড়ক ও মহাসড়ক বিভাগে একটি সভা হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সেই সভা হয়নি। এই অবস্থায় সড়ক ও মহাসড়ক বিভাগ সিদ্ধান্ত নিয়েছে আপাতত এক্সপ্রেসওয়ের জন্য অর্ন্তবর্তি যে টোল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেটি বহাল রেখে এক্সপ্রেসওয়ের থেকে টোল আদায় করা হবে।

সড়ক ও মহাসড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা-মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল আদায় এবং এক্সেপ্রেসওয়ের রক্ষণাবেক্ষণের জন্য সরকার ‘কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশন (কেইসি)’কে নিয়োগ দেওয়ার একটি প্রস্তাব সম্প্রতি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছিল সড়ক বিভাগ। কিন্তু গত সপ্তাহে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক না হওয়ায় প্রস্তাবটি অনুমোদন হয়নি।

জানা গেছে, ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল আদায় ও রক্ষণাবেক্ষনের জন্য কোরিয়ান প্রতিষ্ঠান ‘কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশন’এর নিয়োগ চূড়ান্ত হলে ভ্যাট-ট্যাক্সসহ সরকারকে পাঁচ বছরের জন্য পরিশোধ করতে হবে ৭১৭ কোটি চার লাখ ৯৯৯ টাকা।

মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, এই প্রস্তাবটি আগামী বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন হবে। প্রস্তাবটি অনুমোদন পেলে সরকারের সড়ক ও মহাসড়ক বিভাগ কেইসি’র সঙ্গে চূড়ান্ত চুক্তি করবে।

সড়ক বিভাগের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা ঢাকাপ্রকাশ-কে বলেন,টোল আদায়কারী প্রতিষ্ঠানের বিষয়টি অনুমোদন পেলে আগামী ১ জুলাই থেকেই ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টোল আদায় করা হবে।

সূত্র জানায়, ঢাকা থেকে বের হওয়ার পথে এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুর, ধলেশ্বরী, শ্রীনগর, মালিগ্রাম, কুলিয়ারবাজার এবং ভাঙ্গা টোল প্লাজায় টোল আদায় করা হবে। এরমধ্যে আব্দুল্লাহপুর, শ্রীনগর, মালিগ্রাম ও কুলিয়ারবাজারে থাকবে এন্ট্রি ও এক্সিজ পয়েন্ট। টোল আদায়ের জন্য এই চার পয়েন্টের প্রত্যেকটিতে দুটি করে মোট আটটি বুথ বা কাউন্টার থাকবে। এর বাইরে ধলেশ্বরী ও ভাঙ্গা প্রান্তে টোল প্লাজায় বুথ বা কাউন্টার থাকবে ১২টি করে মোট ২৪টি। সব মিলিয়ে এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের জন্য বুথ থাকবে ৩২টি।

আধুনিক পদ্ধতিতে সফটওয়্যারের মাধ্যমে এবং ম্যানুয়েল পদ্ধতি ব্যবহার করে টোল আদায় করা হবে। যে পয়েন্ট থেকে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করবেন সেই পয়েন্টেই টোল পরিশোধ করতে হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, চারটি এন্ট্রি পয়েন্টে বুথ স্থাপনের কাজ চলছে। টোল আদায়কারী প্রতিষ্ঠানের প্রস্তাব অনুমোদন পেলেই দ্রুত কাজ শেষ হয়ে যাবে এবং নির্ধারিত সময় থেকেই টোল আদায় করা হবে।

এসব বিষয় জানতে চাইলে সড়ক ‍ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী সোমবার (১৩ জুন) রাতে ঢাকাপ্রকাশ-কে বলেন, আমরা এখন পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে ব্যস্ত। যার ফলে গত ৭ জুন যে সভা হওয়ার কথা ছিল সেটি হয়নি। সেতু উদ্বোধনের পর আমরা এ বিষয়ে সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। তবে এর আগে পর্যন্ত এক্সপ্রেসওয়ের জন্য যে টোল নির্ধারণ করা হয়েছিল আপাতত সেটিই আদায় করা হবে।

এনএইচবি/এমএমএ/

Header Ad
Header Ad

স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

চিকিৎসা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি তার স্ত্রীসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, “স্যার এবং ভাবী হেলথ চেকআপ করাতে সিঙ্গাপুর গেছেন। সেখানে একটি ক্লিনিকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দেখা করবেন। ইতোমধ্যে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা হয়েছে।”

তিনি আরও জানান, বিএনপি মহাসচিবের এক সপ্তাহ পর দেশে ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০২৪ সালের ১ সেপ্টেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন মির্জা ফখরুল ও তার স্ত্রী।

Header Ad
Header Ad

বিশ্বজুড়ে ট্রাম্প-মাস্কবিরোধী বিক্ষোভ, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের রাজপথে উত্তাল জনতা

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে সাধারণ মানুষ। শনিবার (৫ মার্চ) যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।

আয়োজকদের দাবি, ট্রাম্পের নতুন শুল্কনীতি এবং মাস্কের অতিরিক্ত রাজনৈতিক সম্পৃক্ততা বৈশ্বিক অর্থনীতি ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

ওয়াশিংটনের কানেটিকাট অ্যাভিনিউ ও ন্যাশনাল মল এলাকায় বৃষ্টির মধ্যেও হাজারো বিক্ষোভকারী প্ল্যাকার্ড হাতে জড়ো হন। ‘যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই’, ‘মাস্ককে বিতাড়িত করুন’ ইত্যাদি স্লোগানে মুখর ছিল রাজপথ। আয়োজকদের ধারণা, শুধু ওয়াশিংটনেই অংশগ্রহণকারীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

ইউরোপের শহরগুলোতেও ছিল একই দৃশ্য। জার্মানির বার্লিনে টেসলার শোরুমের সামনে এবং ফ্রাঙ্কফুর্টে ‘হ্যান্ডস অফ’ ব্যানারে বিক্ষোভকারীরা ট্রাম্পের পদত্যাগ দাবি করেন। তাদের হাতে ছিল ব্যানার: ‘গণতন্ত্র রক্ষা করুন’, ‘ট্রাম্প চলে যাও’। প্যারিসের প্যালেস দে লা রিপাবলিক এলাকায় মার্কিন অভিবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয়, যেখানে ‘আইনের শাসন চাই’, ‘অত্যাচারীকে প্রতিহত করুন’—এমন বার্তাবাহী প্ল্যাকার্ড বহন করা হয়।

লন্ডন, লিসবনসহ আরও বেশ কিছু শহরেও মাস্ক ও ট্রাম্প বিরোধী আন্দোলনের ঝড় উঠে। বার্লিনে “ইলন, তোমাকে কেউ ভোট দেয়নি”—এই স্লোগানটি মাস্কের অগণতান্ত্রিক প্রভাবের বিরুদ্ধে বিক্ষোভকারীদের মনোভাব স্পষ্ট করে তোলে।

বিশ্বব্যাপী এই বিক্ষোভ শুধু রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং গণতন্ত্র, জবাবদিহিতা ও সুশাসনের পক্ষে একটি শক্তিশালী বার্তা হিসেবে প্রতিভাত হচ্ছে। আয়োজকরা বলেন, এখনকার বিশ্ব আগের চেয়ে অনেক বেশি আন্তঃসংযুক্ত—একটি দেশের নেতিবাচক সিদ্ধান্তের প্রভাব পড়ে অন্য দেশেও। এই বিক্ষোভ তাই স্বৈরাচার ও অগণতান্ত্রিক নেতৃত্বের বিরুদ্ধে বিশ্বজাগরণের প্রতিচ্ছবি। তথ্যসূত্র: রয়টার্স

Header Ad
Header Ad

চীনের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে যা বললেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর এবং কৌশলগত পর্যায়ে উন্নীত করতে চান তিনি। শনিবার (৫ এপ্রিল) চার মিনিটের সেই ভিডিও সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

সাক্ষাৎকারে তিনি বলেন, “বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। এই সম্পর্ক শুধু বাংলাদেশ নয়, বরং পুরো অঞ্চলের ভূমি পরিবেষ্টিত দেশগুলোর জন্যও উপকার বয়ে আনবে।” তিনি চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্প-কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের পথে রয়েছে, আর এ যাত্রায় চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেশের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে চীনের ভূমিকা হতে পারে উল্লেখযোগ্য। “আমাদের অর্ধেক জনগণের বয়স ২৭ বছরের নিচে। এরা বাংলাদেশের ভবিষ্যৎ, এবং তাদের অর্থনৈতিক দক্ষতায় পরিণত করতে হবে,” বলেন তিনি।

তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে চীনের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, “বাংলাদেশ ও চীনের ৫০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সাফল্য আরও এগিয়ে নিতে সংস্কৃতি ও ভাষা চর্চার উপর গুরুত্ব দিতে হবে।” তিনি বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেন, যাতে বাংলাদেশের মানুষ চীনা ভাষা ও সংস্কৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত হতে পারে।

সাক্ষাৎকারে ড. ইউনূস স্বাস্থ্যসেবা খাতেও চীনের সহায়তার প্রশংসা করেন। তিনি বলেন, “চীনের স্বাস্থ্য প্রযুক্তি ও পরিষেবা থেকে বাংলাদেশ অনেক কিছু শিখতে পারে। দেশের সাধারণ মানুষ চীনের মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পেতে আগ্রহী।”

সাক্ষাৎকারের শেষভাগে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “শান্তিই একমাত্র সমাধান, যুদ্ধ কোনো পথ নয়। একটি টেকসই, শান্তিপূর্ণ বিশ্ব গড়তে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার বিকল্প নেই।”

উল্লেখ্য, গত ২৬ থেকে ২৯ মার্চ ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ চীনের হাইনান দ্বীপে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন এবং পরে বেইজিং সফর করেন। এটি প্রধান উপদেষ্টা হিসেবে তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর ছিল।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
বিশ্বজুড়ে ট্রাম্প-মাস্কবিরোধী বিক্ষোভ, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের রাজপথে উত্তাল জনতা
চীনের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে যা বললেন প্রধান উপদেষ্টা
ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের প্রভাব বড় নয়, সামাল দেয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
রাশিয়ার দাবি ইউক্রেনে একদিনে ৪৩০ সেনা হতাহত
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় হেফাজত, বিএনপির সঙ্গে একমত
চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস, বিশ্ববাজারে বাড়ছে উত্তেজনা
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ
পরকীয়া করলে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ডের আইন করতেন অপু বিশ্বাস
বিএনপির দল পুনর্গঠনে তরুণ ও শিক্ষিত নেতৃত্বের অগ্রাধিকার
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে: প্রেসসচিব
টাঙ্গাইলে ধান ক্ষেতে মিলল ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ
বগুড়ার সাতটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণহানি, আহত অন্তত ২০
গত ২৫ বছর ‘জয় বাংলা’ বলিনি, এখন থেকে বলব: কাদের সিদ্দিকী
বিরামপুরে ভয়াবহ আগুনে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
রাতেই ঢাকাসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে
মোদির প্রতিক্রিয়া শেখ হাসিনার ফেরত নিয়ে নেতিবাচক ছিল না: প্রেস সচিব
নওগাঁ হাসপাতালের পরিচ্ছন্নতা ও সমন্বয়ের বিষয়ে অসোন্তোষ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক