‘বিদেশি কিছু গণমাধ্যম অর্থ উপার্জনের উদ্দেশে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করছে’

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিদেশি কিছু গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করছে, যার মূল উদ্দেশ্য অর্থ উপার্জন। তিনি বলেন, “এই ধরনের অপপ্রচার রোধ করতে হলে দেশের গণমাধ্যমগুলোকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে আরও দায়িত্বশীল হতে হবে। তাহলেই বিদেশি গণমাধ্যমের বিভ্রান্তিকর প্রচারণার ওপর ‘চুনকালি পড়বে’।”
শনিবার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উৎসবের বিভিন্ন স্নানঘাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত আর কোথাও নেই। লাঙ্গলবন্দের পুণ্যস্নানকে ঘিরে ধর্মীয় পর্যটন নগরী গড়ে তোলার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং শিগগিরই তা বাস্তবায়নে কাজ শুরু হবে।”
তিনি ব্রহ্মপুত্র নদ সম্পর্কে বলেন, “এই নদীর পানি এখনও পরিষ্কার রয়েছে। তবে এই পানি দূষণমুক্ত রাখতে সকলকে সচেতন থাকতে হবে।” একইসঙ্গে তিনি স্থানীয়দের প্রতি ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
লাঙ্গলবন্দে প্রতিবছর হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী পুণ্যস্নানে অংশ নেন। এই উৎসব শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।
