পরকীয়া করলে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ডের আইন করতেন অপু বিশ্বাস

অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত
চলচ্চিত্র অঙ্গনের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস ফের আলোচনায়। সম্প্রতি একটি ঈদ-পরবর্তী টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে পরকীয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন এই ঢালিউড তারকা। অনুষ্ঠানের র্যাপিড ফায়ার পর্বে তিনি জানান, যদি তার হাতে সুপার পাওয়ার থাকতো, তাহলে পরকীয়া বন্ধে এমন আইন করতেন, যাতে দোষীদের দশজনের সামনে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া হতো।
অপু বিশ্বাস বলেন, "সমাজে এখন পরকীয়ার মাত্রা বেড়ে গেছে। অনেক মেয়ে জেনেও পরের স্বামীর সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন। এগুলো আগের চেয়ে এখন অনেক বেশি দেখা যাচ্ছে।"
তিনি আরও বলেন, "অনেক নারী প্রলোভনে পড়ে পরকীয়ায় জড়াচ্ছেন। ফেসবুক, মেসেঞ্জারসহ সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এর পেছনে অন্যতম কারণ।"

অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত এক অভ্যাসের কথা জানিয়ে অপু বিশ্বাস বলেন, “আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করি, মন খুলে সব কথা বলে ফেলি। এটা আমার একটি দুর্বলতা, যেটা পরিবর্তন করা দরকার।”
র্যাপিড ফায়ার পর্বে অন্যান্য তারকাদের সম্পর্কে মন্তব্য করতেও বলা হয় তাকে। শাকিব খানকে তিনি ‘সৃষ্টিশীল ও ব্যবসায়ী’, মৌসুমীকে ‘অ্যাডরেবল হট’ এবং আফরান নিশোকে ‘একটু দাম্ভিক’ বলে অভিহিত করেন।
উল্লেখ্য, অপু বিশ্বাস এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে পরকীয়ার বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন। সমাজে পারিবারিক অবক্ষয়ের অন্যতম কারণ হিসেবে তিনি বরাবরই পরকীয়াকে দোষারোপ করে আসছেন।
