সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত
সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লার চৌদ্দগ্রাম আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের পৈত্রিক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৫ এপ্রিল) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ মুজিবুল হকের বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির নিচতলার কাঁচের জানালা, আসবাবপত্র, লেপ-তোশক ভাঙচুর করে এবং পরে অগ্নিসংযোগ করে। এছাড়া বাড়ির বাইরে রাখা একটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা পুলিশের একটি দল ও যৌথবাহিনী নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।”
এ বিষয়ে সাবেক মন্ত্রীর ভাতিজা তোফায়েল আহমেদ অভিযোগ করে বলেন, “স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরাই পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।”
তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, “আছরের নামাজের পরপরই ১৫-২০ জন যুবক মুজিবুল হকের বাড়িতে প্রবেশ করে। তারা হঠাৎ করেই ভাঙচুর শুরু করে এবং কিছুক্ষণ পর চিৎকার করতে করতে বেরিয়ে যায়।”
উল্লেখ্য, মুজিবুল হক দীর্ঘদিন রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং চৌদ্দগ্রাম এলাকায় একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত।
