ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় হেফাজত, বিএনপির সঙ্গে একমত

ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আয়োজনের দাবি জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ বিএনপির সঙ্গে একমত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে এই ঐক্যমত গঠিত হয়।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর আগেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু মাঝে মধ্যেই সময়সীমা পরিবর্তনের প্রসঙ্গ আসায় উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি বলেন, “আমরা গণতান্ত্রিক উত্তরণ চাই, বিচার চাই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিত করা।”
বৈঠকে আলোচনার মূল বিষয়গুলো:
ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে একমত হেফাজত ও বিএনপি
হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি
আওয়ামী লীগকে "রাজনৈতিক দল হিসেবে বিচার" করার দাবিতে ঐক্য
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা ও সক্ষমতা বৃদ্ধির প্রস্তাব
হেফাজতের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন, মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি মনির হোসাইন কাসেমী প্রমুখ।
বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে আলেম-উলামাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে যেসব রাজনৈতিক অপরাধে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোতে দৃশ্যমান অগ্রগতি নেই। সেজন্য আমরা বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল গঠনসহ জনবল ও লজিস্টিক সাপোর্ট বাড়ানোর প্রস্তাব করছি।”
