রবিবার, ৬ এপ্রিল ২০২৫ | ২৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে: প্রেসসচিব

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্কহার নিয়ে কী ধরনের প্রতিক্রিয়া জানানো হবে, মার্কিন প্রশাসনের কাছে কী বার্তা পাঠানো হবে, সেসব বিষয়েই বৈঠকে আলোচনা হবে।”

প্রেসসচিব আরও বলেন, “আমরা এমন কিছু পদক্ষেপ নিচ্ছি, যাতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বর্তমানের তুলনায় আরও বাড়ে। আমি নিশ্চিত করে বলতে পারি, রপ্তানি কমবে না বরং বাড়বে। এই উদ্দেশ্যেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আজকের বৈঠক থেকে খুবই ইতিবাচক কিছু সিদ্ধান্ত আসবে।”

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের অত্যন্ত ভালো বন্ধু। রপ্তানিবিষয়ক এই ইস্যুতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলেই আমরা আশা করছি।”

বিশ্লেষকদের মতে, রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বাজার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সঠিক কৌশল ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এ বাজারে আরও প্রবৃদ্ধির সুযোগ রয়েছে।

Header Ad
Header Ad

বাংলাদেশসহ ১৩ দেশের নাগরিকদের জন্য সৌদি আরবের ভিসা নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৩টি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসায় নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, নিরাপত্তা, অতিরিক্ত ভিড় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, এই নিষেধাজ্ঞা চলতি এপ্রিল মাসে কার্যকর হয়েছে এবং জুনের মাঝামাঝি পর্যন্ত বলবৎ থাকতে পারে। তবে যেসব বিদেশি নাগরিক ইতোমধ্যে ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবে অবস্থান করছেন, তাদের ১৩ এপ্রিলের মধ্যে দেশটি ত্যাগ করার অনুমতি রয়েছে। এরপর আর কেউ নতুন করে প্রবেশ করতে পারবেন না।

যেসব দেশ এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সেগুলো হলো: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।

সৌদি সরকারের পক্ষ থেকে পাকিস্তান সরকারকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট ওমরাহ ভিসাধারীদের আগামী ২৯ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগের আহ্বান জানানো হয়েছে।

সৌদি সরকার সতর্ক করে জানিয়েছে, কেউ যদি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে অবৈধভাবে সৌদি আরবে অবস্থান করে, তবে তার বিরুদ্ধে পরবর্তী পাঁচ বছরের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে।

এ সিদ্ধান্ত হজের সময় নিয়ন্ত্রণ বজায় রাখা এবং ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার অংশ হিসেবে নেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাধারণত হজের আগে ভিসা ও প্রবেশ নিয়ে সৌদি আরব কঠোর নীতিমালা গ্রহণ করে থাকে, যাতে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়।

Header Ad
Header Ad

ভারতের বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে মুসলমানদের আপত্তির মূল কারণ কী

ছবি: সংগৃহীত

ভারতে মুসলিম সম্প্রদায় ও বিরোধী রাজনীতিকদের তীব্র আপত্তির মুখে বিতর্কিত ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫ লোকসভা ও রাজ্যসভায় পাস হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যসভায় মাত্র ৩৩ ভোটের ব্যবধানে বিলটি পাস হয়। এখন শুধু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের অপেক্ষা। তারপরই এটি ৭০ বছরের পুরনো আইনের জায়গা করে নেবে।

নতুন এই আইনে মুসলিমদের জন্য পবিত্র ও দানকৃত সম্পত্তির দেখভালকারী ওয়াকফ বোর্ডের ক্ষমতা খর্ব করা হয়েছে বলে বিরোধীদের অভিযোগ। বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির সুযোগ রাখা, ওয়াকফ ঘোষণার আগে মহিলাদের উত্তরাধিকার সম্পত্তি দান করে দেওয়ার বাধ্যবাধকতা, এবং সরকারি কর্মকর্তাদের ওয়াকফ সম্পত্তি তদন্তের ক্ষমতা— এই বিষয়গুলো মুসলিমদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদে বলেন, ওয়াকফ সম্পত্তি থেকে আয় ঠিকমতো হচ্ছে না। ২০০৬ সালের সাচার কমিটির তথ্য অনুযায়ী, ৫ লাখ ওয়াকফ সম্পত্তি থেকে আয় হওয়ার কথা ছিল ১২ হাজার কোটি টাকা, কিন্তু হয়েছে মাত্র ১৬৩ কোটি টাকা। সরকার দাবি করছে, নতুন আইনে আয় বাড়বে এবং গরিব মুসলিম, নারী ও অনাথ শিশুদের উপকার হবে।

বিরোধী সাংসদরা বলছেন, এই বিলের মাধ্যমে সরকার ওয়াকফ বোর্ডকে নিয়ন্ত্রণ করতে চায়। ধর্মীয় সংস্থায় অমুসলিম সদস্য রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। তাদের মতে, এটি সংবিধানসম্মত ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।

তবে সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া বিলটির পক্ষে বক্তব্য দেন। তিনি বলেন, এটি গরিব মুসলিমদের ধনী শ্রেণির হাত থেকে রক্ষার চেষ্টা মাত্র, ধর্মীয় চর্চায় কোনো হস্তক্ষেপ নয়।

নতুন আইনের কিছু গুরুত্বপূর্ণ দিক:

- ওয়াকফ বোর্ডে সর্বোচ্চ ৪ জন অমুসলিম সদস্য থাকতে পারবেন
- ওয়াকফ ঘোষণার আগে উত্তরাধিকারীদের (বিশেষ করে নারীদের) অংশ বুঝিয়ে দিতে হবে
- ১ লাখ টাকার বেশি আয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক অডিট
- সরকারি জমিকে কেউ ওয়াকফ দাবি করলে, কালেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তা তদন্ত করবেন
- ধর্মাচরণকারী মুসলিমরাই কেবল ওয়াকফ করতে পারবেন

বিলটি নিয়ে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে রাজ্যসভায় আলোচনা হয়। সরকারের দাবি, এতে স্বচ্ছতা আসবে। আর বিরোধীদের আশঙ্কা, এটি সংখ্যালঘুদের উপর হস্তক্ষেপ ও তাদের স্বার্থহানির ইঙ্গিত।

মোটকথা, ভারতের ওয়াকফ বিল নিয়ে আপত্তির মূল কারণ—ধর্মীয় সংস্থায় সরকারি হস্তক্ষেপ, মুসলিমদের স্বতন্ত্র ধর্মীয় সম্পত্তি ব্যবস্থাপনায় পরিবর্তন, এবং অমুসলিমদের অন্তর্ভুক্তি। বিরোধীদের আশঙ্কা, এভাবে ধাপে ধাপে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার খর্ব করা হচ্ছে।

Header Ad
Header Ad

আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলেন আওয়ামীপন্থি ৯৩ আইনজীবী

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামীপন্থি ৯৩ জন আইনজীবী ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। রোববার (৬ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন চান। দুপুর ২টায় এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

জামিন আবেদনকারীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন—ঢাকা বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, গাজী শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুর রহমান রচি, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামিম ও মোরশেদ হোসেন শাহীন।

আসামি আইনজীবী মোরশেদ হোসেন শাহীন সাংবাদিকদের বলেন, “আমি আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর পক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেছি। এ কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এটি আইন ও ন্যায়বিচারের পরিপন্থি।”

জানা যায়,  ৪ আগস্ট আদালত চত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর এবং হত্যাচেষ্টার অভিযোগে ৬ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। মামলায় আওয়ামীপন্থি ১৪৪ জন আইনজীবীকে আসামি করা হয়। এদের মধ্যে ১১৫ জন হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন, যার মেয়াদ সোমবার শেষ হচ্ছে।

আসামিদের তালিকায় রয়েছেন—আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, সাবেক পিপি মো. আব্দুল্লাহ আবু, সমিতির সাবেক সভাপতি মোখলেছুর রহমান বাদল, মিজানুর রহমান মামুন, আব্দুর রহমান হাওলাদার, খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, মো. ফিরোজুর রহমান মন্টু, সাবেক সংসদ সদস্য সানজিদা খানমসহ অনেকে।

মামলার অভিযোগে বলা হয়, ওইদিন আসামিরা লাঠিসোটা, অস্ত্রসহ ভয়ভীতির পরিবেশ তৈরি করে আদালত এলাকায় বোমা বিস্ফোরণ ঘটান এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে আসামি আনোয়ার শাহাদাৎ শাওন হেলমেট পরে একজন আইনজীবীর দিকে পিস্তল তাক করে হত্যার চেষ্টা করেন।

এ ঘটনায় আদালতের সামনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনজীবী সমাজে উত্তেজনা তৈরি হয়। মামলার শুনানিতে উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলাদেশসহ ১৩ দেশের নাগরিকদের জন্য সৌদি আরবের ভিসা নিষেধাজ্ঞা
ভারতের বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে মুসলমানদের আপত্তির মূল কারণ কী
আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলেন আওয়ামীপন্থি ৯৩ আইনজীবী
আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা আর নেই
ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড
স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
বিশ্বজুড়ে ট্রাম্প-মাস্কবিরোধী বিক্ষোভ, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের রাজপথে উত্তাল জনতা
চীনের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে যা বললেন প্রধান উপদেষ্টা
ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের প্রভাব বড় নয়, সামাল দেয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
রাশিয়ার দাবি ইউক্রেনে একদিনে ৪৩০ সেনা হতাহত
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় হেফাজত, বিএনপির সঙ্গে একমত
চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস, বিশ্ববাজারে বাড়ছে উত্তেজনা
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ
পরকীয়া করলে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ডের আইন করতেন অপু বিশ্বাস
বিএনপির দল পুনর্গঠনে তরুণ ও শিক্ষিত নেতৃত্বের অগ্রাধিকার
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে: প্রেসসচিব
টাঙ্গাইলে ধান ক্ষেতে মিলল ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ
বগুড়ার সাতটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণহানি, আহত অন্তত ২০