রবিবার, ৬ এপ্রিল ২০২৫ | ২৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

উন্নয়ন প্রকল্পে গলদ-২

প্রধানমন্ত্রীর নির্দেশও যেখানে উপেক্ষিত

চিকিৎসক ও নার্সদের বসবাসের জন্য নির্মিত ২১টি ভবনে বসত গেড়েছে ঝোপঝাড় আর বটগাছ। এসব ভবন নির্মাণে সরকারের অর্থ খরচ হয়েছে ১৩৯ কোটি টাকা। কিন্তু সাত বছরেও চিকিৎসক-নার্সের দেখা পায়নি ভবনগুলো। ভবনগুলো হস্তান্তরও করা হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে নির্ধারিত সময়ের আগেই ২৬ কোটি টাকার বিভিন্ন যন্ত্রপাতি কেনা হয়েছে। সেগুলো এখন অকেজো। আড়াই কোটি টাকার আসবাবপত্রও পরিণত হয়েছে ময়লা আবর্জনার স্তুপে।

উপরের এই চিত্র উঠে এসেছে গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন প্রকল্পের প্রভাব মূল্যায়ন প্রতিবেদনে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হাসপাতালের উদ্বোধন করেন। এরপর এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ রোগী চোখের চিকিৎসা নিয়েছেন।

প্রান্তিক পর্যায়ে চক্ষু সেবা নিশ্চিত করতে ১৭৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে সমাপ্ত এই প্রকল্পের কাজ কতোটা কার্যকর হয়েছে- তা জানতে পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রভাব মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করে। উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী প্রকল্প কার্যক্রম হয়েছে কি না সেই চিত্র এই প্রভাব মূল্যায়ন প্রতিবেদনে।

এই প্রতিবেদনের বিষয়ে জানতে জানতে চাইলে পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রম বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী ঢাকাপ্রকাশ’কে বলেন, ‘প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী ভালোভাবে সব কিছু দেখে থাকেন। এসময় কোনো ত্রুটি ধরা পড়লে অনুশাসন দিয়ে থাকেন। কাজেই সব মন্ত্রণালয় ও সংস্থাকে তা বাস্তবায়ন করতে হবে।

কিন্তু শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন প্রকল্পে সেটা মানা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘শুনেছি এই প্রকল্পে নিয়মের ব্যত্যয় ঘটেছে। চূড়ান্ত রিপোর্ট পেলে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘সব মন্ত্রণালয়কেই প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে কাজ করা উচিত।’

প্রতিবেদনে যত অনিয়ম উঠে এসেছে

শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষ হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন প্রকল্পে অসংখ্য অনিয়ম পেয়েছে আইএমইডি। এরমধ্যে একটি হচ্ছে বিশেষায়িত এই হাসপাতালটিতে এখনো সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ করা হয়নি। ফলে জেনারেল অ্যানেস্থেসিয়া কার্যক্রম চালু করা যায়নি। ফলে মুমূর্ষু রোগী ও শিশুদের চক্ষু রোগের অপারেশন জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এই হাসপাতালে আজও সমাজসেবা অধিদপ্তরের কোনো কার্যক্রম শুরু করা যায়নি। ফলে হতদরিদ্র ও প্রতিবন্ধী রোগীরা বিনা পয়সার চিকিৎসা সেবা পাচ্ছে না। প্রকল্প প্রণয়নের সময় কোনো এক্সিট প্লান প্রস্তুত করা হয়নি।

প্রতিবেদনে একটি বড় সমস্যার কথা তুলে ধরা হয়েছে। হাসপাতালের মূল ভবনের ছাদে পানি জমে স্থাপত্য নষ্ট হয়ে যাচ্ছে। সোলার প্যানেলগুলো অকেজো হয়ে গেছে। অপারেশন থিয়েটারের (ওটি) নার্সদের টয়লেট ও চেঞ্জ রুমের পর্যাপ্ত ব্যবস্থা নেই। বহি:বিভাগের টয়লেটের কমোড ও বেসিন ভেঙে পড়ায় ব্যবহার করা যাচ্ছে না। ফলে এগুলো এখন তালাবদ্ধ। হাসপাতাল ভবনের লাইব্রেরিটিও পূর্ণাঙ্গভাবে চালু করা যায়নি।

দেশের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মানুষকে সেবা দেওয়া তো বটে, রাজধানী ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের উপরও চাপ কমাতে সরকার বিশেষায়িত এই হাসপাতালটি নির্মাণ করে। কিন্তু এখানেও চিকিৎসক সংকট। ৯১টি পদের বিপরীতে কর্মরত চিকিৎসকের সংখ্যা মাত্র ২৮ জন। পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকায় রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

অপরদিকে, চিকিৎসক ও নার্সদের জন্য ১৩৯ কোটি টাকা ব্যয়ে ২১টি ভবন নির্মাণ করা হয়েছে। দুই বছর পরপর ওই ভবনগুলো রক্ষণাবেক্ষণের কথা। অথচ ২০টি ভবন-ই এখনো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি।

এসব ভবনের মধ্যে সিনিয়র চিকিৎসকদের জন্য ১৫০০ বর্গফুট, ১২৫০ বর্গফুট ও ১০০০ বর্গফুটের আবাসিক ভবন করার পর সাত বছর পার হয়ে গেছে। কিন্তু ভবনগুলো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি। ভবনের ছাদে পানি জমে জলছাদ নষ্ট হয়ে গেছে। ১২৫০ বর্ঘফুটের অফিসার্স কোয়াটারটির আশপাশ এখন পরিণত হয়েছে বন-জঙ্গলে। ভবনের ছাদে গজিয়েছে বট গাছ। সব মিলিয়ে ভবনগুলো ব্যবহারের আগেই ব্যবহার অনুপোযোগি হয়ে গেছে।

একই অবস্থা সিনিয়র নার্সদের জন্য কোয়ার্টার ভবনটির। দীর্ঘ দিন অব্যবহৃত থাকায় বিভিন্ন স্থানে রং নষ্ট হয়ে গেছে। আশপাশ জঙ্গলে ছেয়ে গেছে। দেখা দিয়েছে সাপের উপদ্রব। আর ভবনের নিচে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের।

এ ছাড়া পুরুষ ও মহিলা স্টুডেন্ট হোস্টেল দুটিও হস্তান্তর না হওয়ায় উইপোকা বাসা বেধেছে। কয়েকটি অংশে পরেস্তরা খসে পড়েছে ও রং নষ্ট গয়ে গেছে। এ কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ভবন দুটি।

শুধু বিভিন্ন ভবনই নয়, বিদ্যুৎ সবররাহের জন্য নির্মাণ করা সাব-স্টেশন ভবনটিও হস্তান্তর করা হয়নি।

যন্ত্রপাতি কেনা হয় দুই বছর আগে

বিশেষায়িত এই হাসপাতালে রোগীদের সেবা দেওয়ার জন্য নিয়মের ব্যত্যয় ঘটিয়ে প্রকল্পের আওতায় কেনা হয়েছে বিভিন্ন যন্ত্রপাতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুশাসন দিয়েছিলেন নির্মাণ কাজ শেষ হওয়ার পর যন্ত্রপাতি ও আবসাবপত্র যেন কেনা হয়। কিন্তু কে শুনে কার কথা। ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মত অবস্থা হয়েছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের ক্ষেত্রে।

প্রকল্পের কাজ শেষ হয় ২০১৫ সালের জুনে। অথচ কাজ শেষ হওয়ার তিন বছর তিন মাস আগে ২০১২ সালে ফেব্রুয়ারি থেকে ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে হাসপাতালের জন্য ১২৬টি যন্ত্রপাতি কেনা হয়েছে। কিন্তু এগুলো ব্যবহার করা যায়নি। কারণ এগুলোর ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেছে। আর ৫৯টি অচল হয়ে গেছে। এতে সরকারি অর্থের অপচয় হয়েছে। রোগীরাও বঞ্চিত হচ্ছেন সেবা থেকে। তাদের পরীক্ষা-নিরীক্ষার জন্য গোপালগঞ্জ জেলার বিভিন্ন ক্লিনিকে যেতে হচ্ছে।

প্রকল্প শেষ হয়নি যথাসময়ে

প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকার গোপালগঞ্জে একটি ১০০ শয্যার বিশেষায়িত চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। ২০১০ সালের ১১ মে ১৮৬ কোটি টাকা ব্যয়ে ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ডিপিপি অনুযায়ি ২০১৩ সালের জুনে প্রকল্পের কাজ শেষ করার কথা। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ডিপিপি সংশোধন করে সময় বাড়ানো হয় ২০১৫ সালের জুন পর্যন্ত। ১৩৯ কোটি টাকা ব্যয়ে ৬২ হাজার ৩৬৫ বর্গমিটারের ২১টি ভবন এর অবকাঠামো নির্মাণ করা হয়েছে।

গাড়ি গেল কোথায়?

এই হাসপাতাল প্রকল্প বাস্তবায়ন কাজের সুবিধার্থে তিনটি গাড়ি কেনা হয়েছিল। প্রকল্প পরিচালক ডা. মো. সিরাজুল ইসলাম মোল্লা প্রকল্প পরিচালক হিসেবে ২০১১ সালে দায়িত্ব নেওয়ার পর প্রকল্পের আওতায় গাড়িগুলো কেনা হয় এক কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে। এসব গাড়ির জন্য গ্যাস ও জ্বালানিতে ব্যয় করা হয়েছে ২১ লাখ টাকা। কিন্তু প্রকল্পের কাজ শেষ হয়ে গেলেও গাড়িগুলো এখন পর্যন্ত সরকারি পরিবহনপুলে জমা হয়নি।

প্রকল্পের প্রভাব মূল্যায়ন প্রতিবেদেন আরও উঠে এসেছে, নার্স প্যারামেডিক্যাল ও ডাক্তারদের স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নের কথা বলা হলেও ২০১৫ সাল থেকে এ পর্যন্ত কোনো প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়নি। নেই চক্ষু সংক্রান্ত রোগের বিষয়ে গবেষণা কার্যক্রমও।

গোপালগঞ্জ জেলা সদরে প্রায় ৪৫ বিঘা জমিতে গড়ে উঠা এই হাসপাতালটির আরও অনেক সমস্যার কথা উঠে এসেছে আইএমইডি’র প্রতিবেদনে।

জেএ/এনএইচবি/আরএ/

Header Ad
Header Ad

স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

চিকিৎসা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি তার স্ত্রীসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, “স্যার এবং ভাবী হেলথ চেকআপ করাতে সিঙ্গাপুর গেছেন। সেখানে একটি ক্লিনিকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দেখা করবেন। ইতোমধ্যে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা হয়েছে।”

তিনি আরও জানান, বিএনপি মহাসচিবের এক সপ্তাহ পর দেশে ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০২৪ সালের ১ সেপ্টেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন মির্জা ফখরুল ও তার স্ত্রী।

Header Ad
Header Ad

বিশ্বজুড়ে ট্রাম্প-মাস্কবিরোধী বিক্ষোভ, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের রাজপথে উত্তাল জনতা

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে সাধারণ মানুষ। শনিবার (৫ মার্চ) যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।

আয়োজকদের দাবি, ট্রাম্পের নতুন শুল্কনীতি এবং মাস্কের অতিরিক্ত রাজনৈতিক সম্পৃক্ততা বৈশ্বিক অর্থনীতি ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

ওয়াশিংটনের কানেটিকাট অ্যাভিনিউ ও ন্যাশনাল মল এলাকায় বৃষ্টির মধ্যেও হাজারো বিক্ষোভকারী প্ল্যাকার্ড হাতে জড়ো হন। ‘যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই’, ‘মাস্ককে বিতাড়িত করুন’ ইত্যাদি স্লোগানে মুখর ছিল রাজপথ। আয়োজকদের ধারণা, শুধু ওয়াশিংটনেই অংশগ্রহণকারীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

ইউরোপের শহরগুলোতেও ছিল একই দৃশ্য। জার্মানির বার্লিনে টেসলার শোরুমের সামনে এবং ফ্রাঙ্কফুর্টে ‘হ্যান্ডস অফ’ ব্যানারে বিক্ষোভকারীরা ট্রাম্পের পদত্যাগ দাবি করেন। তাদের হাতে ছিল ব্যানার: ‘গণতন্ত্র রক্ষা করুন’, ‘ট্রাম্প চলে যাও’। প্যারিসের প্যালেস দে লা রিপাবলিক এলাকায় মার্কিন অভিবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয়, যেখানে ‘আইনের শাসন চাই’, ‘অত্যাচারীকে প্রতিহত করুন’—এমন বার্তাবাহী প্ল্যাকার্ড বহন করা হয়।

লন্ডন, লিসবনসহ আরও বেশ কিছু শহরেও মাস্ক ও ট্রাম্প বিরোধী আন্দোলনের ঝড় উঠে। বার্লিনে “ইলন, তোমাকে কেউ ভোট দেয়নি”—এই স্লোগানটি মাস্কের অগণতান্ত্রিক প্রভাবের বিরুদ্ধে বিক্ষোভকারীদের মনোভাব স্পষ্ট করে তোলে।

বিশ্বব্যাপী এই বিক্ষোভ শুধু রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং গণতন্ত্র, জবাবদিহিতা ও সুশাসনের পক্ষে একটি শক্তিশালী বার্তা হিসেবে প্রতিভাত হচ্ছে। আয়োজকরা বলেন, এখনকার বিশ্ব আগের চেয়ে অনেক বেশি আন্তঃসংযুক্ত—একটি দেশের নেতিবাচক সিদ্ধান্তের প্রভাব পড়ে অন্য দেশেও। এই বিক্ষোভ তাই স্বৈরাচার ও অগণতান্ত্রিক নেতৃত্বের বিরুদ্ধে বিশ্বজাগরণের প্রতিচ্ছবি। তথ্যসূত্র: রয়টার্স

Header Ad
Header Ad

চীনের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে যা বললেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর এবং কৌশলগত পর্যায়ে উন্নীত করতে চান তিনি। শনিবার (৫ এপ্রিল) চার মিনিটের সেই ভিডিও সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

সাক্ষাৎকারে তিনি বলেন, “বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। এই সম্পর্ক শুধু বাংলাদেশ নয়, বরং পুরো অঞ্চলের ভূমি পরিবেষ্টিত দেশগুলোর জন্যও উপকার বয়ে আনবে।” তিনি চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্প-কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের পথে রয়েছে, আর এ যাত্রায় চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেশের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে চীনের ভূমিকা হতে পারে উল্লেখযোগ্য। “আমাদের অর্ধেক জনগণের বয়স ২৭ বছরের নিচে। এরা বাংলাদেশের ভবিষ্যৎ, এবং তাদের অর্থনৈতিক দক্ষতায় পরিণত করতে হবে,” বলেন তিনি।

তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে চীনের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, “বাংলাদেশ ও চীনের ৫০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সাফল্য আরও এগিয়ে নিতে সংস্কৃতি ও ভাষা চর্চার উপর গুরুত্ব দিতে হবে।” তিনি বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেন, যাতে বাংলাদেশের মানুষ চীনা ভাষা ও সংস্কৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত হতে পারে।

সাক্ষাৎকারে ড. ইউনূস স্বাস্থ্যসেবা খাতেও চীনের সহায়তার প্রশংসা করেন। তিনি বলেন, “চীনের স্বাস্থ্য প্রযুক্তি ও পরিষেবা থেকে বাংলাদেশ অনেক কিছু শিখতে পারে। দেশের সাধারণ মানুষ চীনের মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পেতে আগ্রহী।”

সাক্ষাৎকারের শেষভাগে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “শান্তিই একমাত্র সমাধান, যুদ্ধ কোনো পথ নয়। একটি টেকসই, শান্তিপূর্ণ বিশ্ব গড়তে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার বিকল্প নেই।”

উল্লেখ্য, গত ২৬ থেকে ২৯ মার্চ ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ চীনের হাইনান দ্বীপে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন এবং পরে বেইজিং সফর করেন। এটি প্রধান উপদেষ্টা হিসেবে তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর ছিল।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
বিশ্বজুড়ে ট্রাম্প-মাস্কবিরোধী বিক্ষোভ, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের রাজপথে উত্তাল জনতা
চীনের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে যা বললেন প্রধান উপদেষ্টা
ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের প্রভাব বড় নয়, সামাল দেয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
রাশিয়ার দাবি ইউক্রেনে একদিনে ৪৩০ সেনা হতাহত
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় হেফাজত, বিএনপির সঙ্গে একমত
চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস, বিশ্ববাজারে বাড়ছে উত্তেজনা
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ
পরকীয়া করলে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ডের আইন করতেন অপু বিশ্বাস
বিএনপির দল পুনর্গঠনে তরুণ ও শিক্ষিত নেতৃত্বের অগ্রাধিকার
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে: প্রেসসচিব
টাঙ্গাইলে ধান ক্ষেতে মিলল ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ
বগুড়ার সাতটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণহানি, আহত অন্তত ২০
গত ২৫ বছর ‘জয় বাংলা’ বলিনি, এখন থেকে বলব: কাদের সিদ্দিকী
বিরামপুরে ভয়াবহ আগুনে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
রাতেই ঢাকাসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে
মোদির প্রতিক্রিয়া শেখ হাসিনার ফেরত নিয়ে নেতিবাচক ছিল না: প্রেস সচিব
নওগাঁ হাসপাতালের পরিচ্ছন্নতা ও সমন্বয়ের বিষয়ে অসোন্তোষ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক