রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ | ৩০ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ছিনতাইকারী ধরতে অভিযান, পুলিশ সাংবাদিকসহ আহত শতাধিক

রাজধানীজুড়ে বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র। সেই সাথে ছিনতাইকারীদের হাতে গুরুতর আহত হওয়ার পাশপাশি ঘটছে প্রাণহানিও। গত ফেব্রুয়ারি মাসে রাজাধানীতে প্রাণ হারিয়েছেন ৩ জন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, ও চলতি মাসসহ এ তিন মাসে পুলিশ সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হয়েছেন।

ভুক্তভোগীদের অনেকের অভিযোগ ছিনতাইয়ের ঘটনায় প্রতিকারও মেলে কম। কারণ ঘটনার পর ভুক্তভোগীদের অভিযোগ বা মামলা না করা অথবা আমলে না নেওয়ার কারণে সারা ঢাকায় ছিনতাইকারীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানায়, আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) সারা ঢাকাতে চুরি-ছিনতাই রোধে বিশেষ অভিযান পরিচালনা করবে পুলিশ।

সম্প্রতি এক বৈঠকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ছিনতাই ঠেকাতে থানা পুলিশসহ সকল সেক্টরকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। হঠাৎ ঢাকাতে বেড়েছে চুরি-ছিনতাই। আর এই চুরি-ছিনতাই রোধে বিশেষ টহল-তল্লাশি বাড়ানো হবে। এ জন্য কাজ করবে পুলিশ।

ঢাকা মেডিক্যাল কলেজের পুলিশের একটি সূত্র বলছে, রাজধানীতে চুরি-ছিনতাইয়ের কবলে পড়ে গুরুতর আহত হওয়ার পাশপাশি ঘটছে প্রাণহানির ঘটনা। ছিনতাইকারীদের কবলে পড়ে ফেব্রুয়ারি মাসে তিনজন প্রাণ হারিয়েছেন। তাছাড়া এসব চুরি ছিনতাইয়ের কবলে পড়ে তিন মাসে আহত হয়েছেন শতাধিক মানুষ। তারা সবাই ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, ভুক্তভোগীদের অনেকের অভিযোগ- ছিনতাইয়ের ঘটনায় প্রতিকারও মেলে কম। কারণ ঘটনার পর ভুক্তভোগীদের অভিযোগ বা মামলা না করার অনিহা এবং পুলিশের সদিচ্ছার অভাব রয়েছে।

গত ১৭ মার্চ রাজধানীর গুলিস্থানে ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোরডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক কামাল হোসেন তালুকদার। সন্ধ্যা ৭টার দিকে ছিনতাইকারীর ধাক্কায় চলন্ত একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি ।

গত ২২ মার্চ রাত ৯টার দিকে গুলিস্তানের টিঅ্যান্ডটি অফিসের সামনে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গির হোসেনকে ছুরিকাঘাত করে চলে যায় ছিনতাইকারীরা। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

জাহাঙ্গির হোসেন জানান, মামলার কাজে পুরান ঢাকায় জজকোর্টে গিয়েছিলেন । রাতে সেখান থেকে বাসে করে ফেরার সময় গুলিস্তান নামেন। টিঅ্যান্ডটি অফিসের সামনে দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের দিকে আসছিলেন। তখন পেছন থেকে কেউ একজন তাকে ছুরি মেরে দ্রুত পালিয়ে যায়। পথচারী আবু সাইদ নামে এক ব্যক্তি তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনেন।

একই দিন অর্থাৎ ২২ মার্চ রাত ৯টার দিকে বাসে হালুয়া খাইয়ে মো. বিপ্লব হোসেন (২৮) নামে এক যুবকের কাছ থেকে একটি স্মার্টফোন, নগদ পাঁচ হাজার ও বিকাশে থাকা ১৫ হাজার টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে পাকস্থলি ওয়াশ করা হয়। পরে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বংশাল থানার গেটে ছিনতাইকারীদের দেহ তল্লাশি করার সময় ছুরিকাঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন উপপরিদর্শক (এসআই) এম রবি হাসান, এএসআই তাজুল ইসলাম, কনস্টেবল নজরুল ইসলাম, কনস্টেবল সজিব ও কনস্টেবল শফিকুল। এদের মধ্যে নজরুলের অবস্থা গুরুতর।

এ বিষয়ে জানতে চাইলে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ইমন ও জুয়েল নামে দুই ছিনতাইকারীকে হাতেনাতে ধরা হয়। গুলিস্তান ফুলবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশের গাড়িতে করে বংশাল থানার সামনে নিয়ে আসা হয়। থানার প্রবেশ গেটে গাড়ি থেকে নামিয়ে তাদের দেহ তল্লাশি করার সময় হঠাৎ ছিনতাইকারী ইমন সুইচ গিয়ার বের করে পাঁচ পুলিশকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে এসআই হাসান, এএসআই তাজুল ইসলাম, কনস্টেবল নজরুল, সজীব ও শফিকুল আহত হন। পাঁচ পুলিশ সদস্যের মধ্যে কনস্টেবল নজরুলের অবস্থা গুরুতর। তার পেটে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও বলেন, আটক ছিনতাইকারীরা মাদক সেবন করে এবং ওই সব এলাকায় ছিনতাই করে। তাদের গ্রুপের প্রধানকে ধরার জন্য পুলিশ অভিযান শুরু করেছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে ডিএমপি কমিশনার বলছেন, পুলিশকে চুরি-ছিনতাই ঠেকাতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

ছিনতাইয়ের ঘটনায় গেল কয়েক বছরের পুলিশের পরিসংখ্যান বলছে—২০২১ সালে ছিনতাইয়ের ঘটনায় ঢাকা মহানগরীতে মামলা হয় ১৪৫টি, ২০২০ সালে ১৭৬টি, ২০১৯ সালে ১৫৫টি, ২০১৮ সালে ২১৬টি, ২০১৭ সালে ১০৩টি, ২০১৬ সালে ১৩২টি, ২০১৫ সালে ২০৫টি ও ২০১৪ সালে ২৬৫টি মামলা দায়ের হয়। আর চলতি বছরের জানুয়ারিতে মামলা হয়েছে ১৩টি। এছাড়াও চলতি বছরের জানুয়ারি মাসে রাজধানীতে ছিনতাইয়ের মামলা হয়েছে ১০টি। তবে ফেব্রেুয়ারি ও মার্চ এর সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

ডিএমপি সূত্রে জানা গেছে, প্রায় ২ কোটি জনসংখ্যা অধ্যুষিত রাজধানী ঢাকায় সুযোগ পেলেই ছিনতাইকারী চক্র ছোঁ মেরে জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নগরীতে ছিনতাইয়ের অনেক ঘটনা ঘটে। পথে পথে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারী দলের সদস্যরা দিনে-দুপুরেও ছিনতাই করে। গত ২ মাসে হঠাৎ ছিনতাই চক্রের অপতৎপরতা বেড়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করেছে পুলিশ।

ওই সূত্রটি নিশ্চিত করে বলেন, রাজধানীতে ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে ওঠার কারণে আইন-শৃঙ্খলা বাহিনী যেন তাদের সঙ্গে পেরে উঠছে না। একের পর এক ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। দিন-রাতের যেকোনো সময়েই ছিনতাইয়ের শিকার হতে হচ্ছে তাদের। এসব ছিনতাইয়ের ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটছে।

রাজধানী ঢাকায় গত মাসে বেশ কয়েকটি দুর্ধর্ষ ছিনতাই সংঘটিত হয়েছে, যা খুবই ভয়ঙ্কর প্রকৃতির। আলিমুজ্জামান নামে এক ব্যবসায়ী সম্প্রতি ২৩ লাখ ৬০ হাজার টাকা নিয়ে আদাবর থেকে রিকশায় ধানমন্ডি যাচ্ছিলেন। রিকশাটি মোহাম্মদপুর সাত মসজিদ রোডের ব্যাংক এশিয়ার সামনে পৌঁছলে একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলে করে আসা ৩ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। তারা জোর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। পোশাক ও কাগজের ব্যবসায়ী আলিমুজ্জামান এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

ঢাকা মহানগরীর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের এক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ার পর থেকেই আমরা কাজ করছি।

জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) হাফিজ আল আসাদ বলেন, ছিনতাই চক্রের বিরুদ্ধে আমাদের পুলিশের বিভিন্ন অভিযান চলমান রয়েছে। এসব অপরাধ দমনে পুলিশ সবসময় সোচ্চার থেকে কাজ করছে। আজ ও থানার প্রবেশমুখে তল্লা‌শির সময় ছিনতাইকারীর, ছুরিকাঘাত ৫ পুলিশ আহত হয়েছে। সব কিছু মাথায় রেখে আমরা ছিনতাইকারীদের আইনের আওতায় আনতে কাজ করছি।

জানতে চাইলে ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, অনেক ছিনতাইয়ের ঘটনা ভুক্তভোগীরা পুলিশকে জানান না। কী কারণে এসব ছিনতাইয়ের ঘটনা ঘটছে তা প্রায় পুলিশের অজানা। তবে বেপরোয়া ছিনতাই রোধে আমরা কাজ করছি।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার জানিয়েছেন, সচেতন নাগরিকদের ছিনতাইয়ের ঘটনা অবশ্যই পুলিশকে জানানো উচিত। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ যথাযথ ব্যবস্থা না নিলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, সম্প্রতি আমরা কয়েকটি ছিনতাই চক্রকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। তারা দীর্ঘদিন ছিনতাই করত। তিনি বলেন, এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, র‍্যাব সব সময় বিভিন্ন অপরাধ দমনে তৎপর রয়েছে। আমরা ভিকটিমদের অভিযোগের ভিত্তিতে চুরি ছিনতাই ও এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে যথেষ্ট ভূমিকা পালন করে থাকি। তিনি বলেন, সম্প্রতি অনেক চুরি ছিনতাই চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি প্রধান) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেছেন, ছিনতাই প্রতিরোধে গোয়েন্দা পুলিশের প্রায় ৭০টির মতো টিম পুরো ঢাকা শহরে দায়িত্ব পালন করছে। এরপর ও ছিনতাই-চুরি হচ্ছে। তবে বেশিরভাগ মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। দুয়েকটি ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে। আমরা শীঘ্রই ছিনতাইকারীদের ধরতে অভিযান পরিচালনা করবো।

এ বিষয়ে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, ব্যস্ত শহরে ছিনতাই ঠেকানো একেবারে সম্ভব নয়। এজন্য নাগরিকদের সচেতন হতে হবে। সবাই সচেতন হলে এসব অপরাধ কমে আসবে।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলেন, রাজধানীসহ ঢাকার আশেপাশে হঠাৎ করে ছিনতাই বেড়ে যাওয়ায় মানুষ অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এসব ছিনতাইয়ের ঘটনায় প্রাণহানিও ঘটছে এবং মানুষ নিঃস্ব হচ্ছে। তিনি বলেন, ঘটনাগুলোর পেছনে অনেক কারণ রয়েছে। সেসব বিষয় চিহ্নিত করে কাজ করতে হবে। এবং এই বেপরোয়া ছিনতাইকারী চক্রদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলাবাহিনীর অভিযান চলমান রাখতে হবে তাহলে এসব অপরাধ কমে আসবে।

কেএম/কেএফ/

Header Ad
Header Ad

ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের জন্য সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, ভিসা প্রক্রিয়ায় জালিয়াতি করলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ হারাতে পারেন আবেদনকারীরা।

রোববার (১৩ এপ্রিল) মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই সতর্কবার্তা প্রদান করে।

পোস্টে বলা হয়, “ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর। কেউ যদি যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করতে গিয়ে মিথ্যা বলেন বা ভুয়া নথিপত্র জমা দেন, তবে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় তার ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে।”

 

এছাড়াও দূতাবাস জানায়, একবার ভিসা বাতিল হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা অভিবাসনের সুযোগ একেবারেই হারিয়ে যেতে পারে।

মার্কিন কর্তৃপক্ষ বাংলাদেশি আবেদনকারীদের সতর্কতার সঙ্গে এবং সততার ভিত্তিতে ভিসা আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

Header Ad
Header Ad

চার বিসিএস নিয়ে সিদ্ধান্ত জানাল পিএসসি, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি ৮ আগস্ট

ছবি: সংগৃহীত

৪৪তম, ৪৫তম, ৪৬তম এবং ৪৭তম বিসিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রবিবার এক বিজ্ঞপ্তিতে পিএসসি এসব সিদ্ধান্ত জানায় এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য থেকে পরীক্ষার্থীদের সাবধান থাকার অনুরোধ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়সমূহ আগামী ৮ থেকে ১৯ মে’র মধ্যে সম্পন্ন হবে। পদসংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষা সম্ভাব্য জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

একইসঙ্গে, চলমান ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় যেসব প্রার্থী ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাদের মৌখিক পরীক্ষা ২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত স্থগিত থাকবে। এসব স্থগিত মৌখিক পরীক্ষা ১৬ জুনের পর দ্রুততম সময়ে নেওয়া হবে, যার সংশোধিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য জুন মাসের মধ্যে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলও জুনের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, পূর্বঘোষিত ২৭ জুনের পরিবর্তে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৮ আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পিএসসি।

পিএসসি জানিয়েছে, বিভিন্ন বিসিএস পরীক্ষার সূচি নির্ধারণ ও গ্রহণের ক্ষেত্রে প্রশ্নপত্র মুদ্রণ, পরীক্ষা কেন্দ্র নির্ধারণসহ কয়েকটি কার্যক্রমে কমিশনকে অন্যান্য প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়, যা কিছুটা সময়সাপেক্ষ। এ কারণে কখনও কখনও তারিখ পরিবর্তনের প্রয়োজন পড়ে।

সবশেষে, পরীক্ষার্থীদের বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থেকে নিয়মিতভাবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (http://www.bpsc.gov.bd) থেকে তথ্য যাচাই করার অনুরোধ জানানো হয়েছে। শুধুমাত্র কমিশনের ওয়েবসাইটেই নির্ভরযোগ্য ও প্রামাণ্য তথ্য পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়।

Header Ad
Header Ad

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলা নববর্ষ উপলক্ষে দেশ-বিদেশের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

রোববার (১৩এপ্রিল) তার ফেসবুক পোস্টে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

তারেক রহমান লেখেন, আজ পহেলা বৈশাখ ১৪৩২, বাংলাদেশী জাতিসত্তার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ নববর্ষ উদযাপন। বাংলা নববর্ষ বাংলাদেশীদের হৃদয়ে তার প্রকাশ অনন্য ভিন্নরুপ। আমি এই উৎসবমূখর দিনে দেশ-বিদেশের সকল বাংলাদেশীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আবহমানকাল ধরে নানা রূপ ও বৈচিত্র নিয়ে জাতির জীবনে বার বার ঘুরে আসে পহেলা বৈশাখ। নববর্ষের উৎসবের সাথে যেন ভরে ওঠা প্রকৃতি ও প্রাণের যোগ আবহমানকাল ধরে বিদ্যমান। আমাদের হৃদয়ে সঞ্চারিত হয় স্বজাতির অতীত গৌরব ও ঐশ্বর্য। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সুদুর অতীতকাল ধরে নির্মিয়মান বিশালত্ব এক শক্ত ভিত্তি লাভ করে।

ঐতিহ্য, সংস্কৃতি ও মনুষ্যত্বের বাণী একত্রিত হয়ে গঠন করে এক সুগ্রন্থিত জাতি। জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জল উপাদান। প্রতি বছর নববর্ষ পেছনের আলোকের দীপ্তিতে উৎকর্ষতা ও অগ্রগতির পথে সামনের দিকে এগিয়ে যেতে প্রেরণা দেয়। এখন আমাদের প্রাণবন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের উদার দৃষ্টিভঙ্গির যে সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রবণতা রয়েছে তার ভিত্তিতে বহুমত ও পথের গণতান্ত্রিক ব্যবস্থার চিরস্থায়ী কাঠামো গড়ে তুলতে হবে।

নানা ঘটনা ও দূর্ঘটনার সাক্ষী ১৪৩১ সাল অতিক্রম করে ১৪৩২ সালের প্রভাতে অজানা কাল-প্রাঙ্গণের সীমানায় আমরা উপস্থিত হয়েছি। বিশ্বের বিভিন্ন স্থান ভেসে যাচ্ছে রক্তে-বিষ্ফোরণ। বিশ্বে শান্তি আনতে সমাধানহীন এক প্রহেলিকার মধ্যে থাকলে হবে না। স্বার্থ কখনো সমাধান নয়। আমরা নি:স্বার্থ সমাধান চাইলে রক্ত ঝরবে না, শান্তির জন্য অপেক্ষায় থাকতে হবে না।

আমাদের গত বছরের ক্লান্তি, হতাশা ও গ্লানিকে অতিক্রম করে নতুন উদ্যমে অগ্রসর হতে হবে। বাংলা সন-তারিখ আমাদের প্রাত্যহিক জীবন, দৈনন্দিন অর্থনৈতিক কর্মকান্ডের অপরিহার্য অনুষঙ্গ, তাই এটি জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, বিদগ্ধজনের মানসিক আশ্রয় ও মননের পরিচর্যার উৎসস্থল। সুপ্রাচীনকাল ধরে গড়ে ওঠা ভাষা ও কৃষ্টির নিবিড় বন্ধন ভেঙ্গে ফেলার জন্য বিদেশী আধিপত্যবাদী প্রভুরা সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের জন্য মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। আমাদের এ সম্পর্কেও সচেতন ও সদা জাগ্রত থাকতে হবে।

নববর্ষের প্রথম দিনে আমি সকলের কল্যাণ ও শান্তি কামনা করছি। বৈশাখের বহ্নিতাপে সমাজ থেকে মুছে যাক অসত্য, অন্যায়, অনাচার ও অশান্তি। চারিদিকে প্রবাহিত হোক শান্তির সুবাতাস, সুশীলা নদী, সমস্ত জগৎ হোক অমৃতময়।
১৪৩২ বাংলা সনের নতুন প্রভাতের প্রথম আলোতে আমি দেশবাসীকে আবারও জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভ নববর্ষ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র
চার বিসিএস নিয়ে সিদ্ধান্ত জানাল পিএসসি, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি ৮ আগস্ট
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
সরিয়ে দেওয়া হলো ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে
ঢাকা মেডিকেল ইন্টার্নদের নতুন সভাপতি ডা. মিশু, সম্পাদক ডা. নাদিম
হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ফলক উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
কারাগার থেকে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান 
দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
যুদ্ধবিরতি লঙ্ঘনের পর গাজায় ১৫৬৩ ফিলিস্তিনিকে হত্যা
আলোচিত ভন্ডপীর হেডাম বাবা গ্রেপ্তার
ঢাকায় ‘মার্চ ফর গাজা’ ইতিহাসের পাতায় লেখা থাকবে:ফিলিস্তিন রাষ্ট্রদূত
চারুকলায় ফের তৈরি হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’
শিল্পে গ্যাসের নতুন দরের ঘোষণা বিকেলে
গাজায় যুদ্ধ থামাতে নেতানিয়াহুকে চাপ দিলেন ট্রাম্প!
ভারত থেকে এলো আরও ৩৬ হাজার টন চাল
শাকিব জাতিকে কী শেখাল? বরবাদে কোকেন সেবনের দৃশ্য নিয়ে ক্ষুব্ধ ইকবাল
আম্পায়ারের প্রতি ‘আগ্রাসী’ আচরণ, নিষিদ্ধ তাওহীদ হৃদয়
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের লক্ষ্যে সংস্কার দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার
পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৯ কোটি ১৮ লাখ টাকা