সাতক্ষীরায় নদীতে ভেসে আসা ডলফিনের মৃত্যু
সাতক্ষীরার বেতনা নদীতে ভেসে আসা একটি ডলফিন জেলেদের মাছ ধরার জালে জড়িয়ে মারা গেছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বেতনা নদীতে বিশাল ওই ডলফিনটি ভাসতে দেখা যায়।
স্থানীয়দের ধারণা জেলেদের পেতে রাখা জালে জড়িয়ে ডলফিনটির মৃত্যু হয়েছে। নদীর জোয়ারে ভেসে আসা ডলফিনটি দেখতে পেয়ে স্থানীয়রা সেটি টেনে নদীর কিনারায় তোলে। বুধবার সকাল ১০টা পর্যন্ত ডলফিনটি স্থানীয় ধুলিহর ইউনিয়নের সুপারিঘাটা সেতুর নিচে ফেলা ছিল।
মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারিঘাটা সেতুর নিচে ডলফিনটিকে দেখতে পাওয়া যায়।
ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ভৈরব চন্দ্র বিশ্বাস জানান, বেতনা নদীতে কারেন্ট জাল পেতে মাছ ধরে জেলেরা। মঙ্গলবার কোনো এক সময় ডলফিনটির লম্বা মুখ মাছ ধরা জালে জড়িয়ে যায়। এতে ভাটার সময় এটি চরে আটকে যায়। এসময় জেলেরা টেনে উপরে তোলার কিছু সময় পর ডলফিনটি মারা যায়। ডলফিনটির ওজন প্রায় পাঁচ মণ।
স্থানীয় ইউপি সদস্য তপন কুমার শীল জানান, উৎসুক জনতা ডলফিনটি দেখতে আসছে। তবে, এটি থেকে এখন দুর্গন্ধ বের হচ্ছে। বুধবার সকাল ১০টা পর্যন্ত সেটি নদীর তীরে ছিল।
দুর্গন্ধ ঠেকাতে মাটি চাপা দেওয়া হবে। এদিকে, ডলফিন ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
বেতনা নদীর চরে মাঝে মাঝে আটকে যাচ্ছে ডলফিন। মাস চারেক আগে আশাশুনির গুনাকরকাটি এলাকায় মৃত একটি ডলফিনকে চরে পড়ে থাকতে দেখা যায়।
এসএন