শনিবার, ৮ মার্চ ২০২৫ | ২২ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম ছিঁড়ে ফেললেন সাবেক সংসদ সদস্য

ছবি:সংগৃহীত

তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম ছিঁড়ে ফেলেছেন সাবেক সংসদ সদস্য (এমপি) এম এম শাহীন। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে কুলাউড়া উপজেলা সদরের মাগুরা গোশাগুল এলাকায় নিজ বাসায় ডাকা মতবিনিময় সভায় নেতাকর্মীদের উপস্থিতিতে দলটির ফরম ছিঁড়ে ফেলেন তিনি ।

এর আগে, মঙ্গলবার (২৮ নভেম্বর) তিনি তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে খবর চাউর হয়। ফলে তার ডাকা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন নেতাকর্মী।

মতবিনিময় সভায় তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম ছিঁড়ে টুকরো করেন এম এম শাহীন। সেসময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যে দলের মা নেই, বাপ নেই, ঠিকানা নেই... সেই দলে আমি যেতে চাইনি। কিন্তু কুলাউড়ার মানুষের স্বার্থে সেই দলের হয়ে নির্বাচন করতে চেয়েছিলাম। যেহেতু আপনারা সেটি চাননি, তাই আমি তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম ছিঁড়ে ফেললাম। আমি আর নির্বাচন করব না।

এ সময় নেতাকর্মীরা এম এম শাহীনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ করেন। নেতাকর্মীদের এ অনুরোধ তিনি বিবেচনা করবেন বলে আশ্বাস দেন।

জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে এম এম শাহীনের পক্ষে তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার নেতাকর্মীরা। পরে বুধবার তৃণমূল বিএনপির দলীয় মনোনয়নও পান তিনি। তবে মনোনয়ন ফরম ছিঁড়ে ফেলায় তার নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানা পত্রিকার সম্পাদক এম এম শাহীন এক সময় জাসদ ছাত্রলীগের কর্মী ছিলেন। ১৯৯৩ সালে নিউ ইয়র্ক ছেড়ে দেশে ফিরে বিএনপিতে যোগ দেন তিনি। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপির ধানের শীষ মার্কা নিয়ে এমপি নির্বাচিত হন।

২০০১ সালে চার দলীয় জোট গঠিত হলে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন জামায়াতকে ছেড়ে দেওয়া হয়। তখন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এম শাহীন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন। সেবার ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে ৬ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি এমপি নির্বাচিত হন। এর মাধ্যমে দেশব্যাপী আলোচনায় আসেন এম এম শাহীন।

২০০৭ সালের নির্বাচনে বিএনপি তাকে মনোনয়ন দিলে তিনি একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কিন্ত সেই নির্বাচন স্থগিত হয়ে ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হয়। দেশের শাসন ব্যবস্থা ফখরুদ্দিন-মঈনুদ্দিনের নিয়ন্ত্রণে চলে যায়। তখন মাইনাস টু ফরমুলা নিয়ে হাজির হয় সেই সরকার।

পরে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) গঠন করেন বিএনপির সাবেক নেতা ফেরদৌস আহমেদ কোরেশী। সেই দলের সভা-সমাবেশ করে ফের আলোচনায় আসেন এম এম শাহীন। ফলে বিএনপি থেকে বাদ পড়েন তিনি। পরে ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। পরবর্তী সময়ে ২০১৮ সালে বিকল্পধারার প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন।

Header Ad
Header Ad

নারী সমাজ যাতে অবহেলা-নিপীড়নের শিকার না হয়: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শান্তি, নিরাপত্তা, মানবাধিকার এবং টেকসই উন্নয়নে বৈশ্বিক অগ্রগতির ক্ষেত্রে নারীর অধিকার অপরিহার্য শর্ত। নারী সমাজ যাতে অবহেলা, নির্যাতন ও নিপীড়নের শিকার না হয় এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখা জরুরি।

শুক্রবার (৭ মার্চ) রাতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

নারীদের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, “আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।”

তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবস বিশ্বব্যাপী নারীদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠা নিয়ে সচেতনতা সৃষ্টি করে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই দিবসের গুরুত্ব আরও বেশি, কারণ দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই নারীদের অগ্রগতি নিশ্চিত হলে সামগ্রিকভাবে জাতির উন্নয়ন ত্বরান্বিত হবে।

নারীর উন্নয়নে বিএনপির বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তারেক রহমান বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীর সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। এরপর বেগম খালেদা জিয়ার সরকার নারীদের শিক্ষার প্রসার ও ক্ষমতায়নের জন্য ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে।”

তিনি উল্লেখ করেন, বিএনপি সরকারের সময়ে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়, দরিদ্র জনগোষ্ঠীর জন্য শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করা হয় এবং পল্লী অঞ্চলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করা হয়। এছাড়া মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের জন্য দেশব্যাপী উপবৃত্তি কর্মসূচি চালু করা হয়, যা নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করেছে।

নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, “নারীদের শিক্ষা, প্রশিক্ষণ ও সমান সুযোগ নিশ্চিত করলে সমাজ ও রাষ্ট্র দ্রুত অগ্রসর হবে। পরিবর্তিত বিশ্বে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে আমাদের একযোগে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “নারীর সমতায়ন এখন বৈশ্বিক কর্মসূচির অন্যতম প্রধান এজেন্ডা হওয়া উচিত। আজকের এই শুভ দিনে আমি নারী সমাজের উন্নয়ন ও কল্যাণে আন্তরিকভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানাই। এবারের আন্তর্জাতিক নারী দিবসের মূল প্রতিপাদ্য ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন’ এর সফলতা কামনা করছি।”

Header Ad
Header Ad

থালাপতি বিজয়ের ইফতার আয়োজন: রোজা রেখে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে নামাজে অংশগ্রহণ

জোসেফ বিজয় চন্দ্রশেখর। ছবি: সংগৃহীত

চেন্নাইয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেন দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়।

শুক্রবার তার দল তামিলাগা ভেত্ত্রি কাজাগাম (TVK)-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয় সাদা পোশাক ও টুপি পরিধান করে উপস্থিত হন এবং মুসলিম সম্প্রদায়ের সঙ্গে নামাজ আদায় করেন।

থালাপতি বিজয় এদিন পুরোদিন রোজা রেখেছিলেন এবং ইসলামী রীতি অনুযায়ী ইফতার ও নামাজে অংশগ্রহণ করেন। ইফতারটি YMCA গ্রাউন্ডস, রয়াপেট্টাহ-তে অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৩,০০০ মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। এছাড়া, ১৫টি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

 

বিজয়ের এই মানবিক উদ্যোগের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রাজনৈতিক ক্যারিয়ার শুরুর পর এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম তার নতুন ভূমিকারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

Header Ad
Header Ad

বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়ের এখন আর কোনো অস্তিত্ব নেই।

শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন আর আগের জায়গায় নেই। এটি থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে। তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে। ফলে বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয় এখন আর কার্যকর নেই। আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো, কেউ যদি এই পরিচয় ব্যবহার করে অপকর্ম করে, তাহলে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।”

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে, আজ থেকে আর ‘বৈষম্যবিরোধী’ বা ‘সমন্বয়ক’ পরিচয় ব্যবহার করা যাবে না। তবে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর বিদ্যমান অর্গানোগ্রাম অনুযায়ী সংগঠনটি স্বতন্ত্রভাবে পরিচালিত হতে পারবে, কারণ তাদের ব্যানার এখনো বিলুপ্ত করা হয়নি।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নারী সমাজ যাতে অবহেলা-নিপীড়নের শিকার না হয়: তারেক রহমান
থালাপতি বিজয়ের ইফতার আয়োজন: রোজা রেখে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে নামাজে অংশগ্রহণ
বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই: নাহিদ
বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন ও গণতান্ত্রিক সমাধানের পক্ষে ভারত
মাগুরায় ‘ধর্ষণের শিকার’ ৮ বছরের শিশুটি বেঁচে আছে: পুলিশ
ছাত্রশিবিরের ইফতার পার্টির অর্থের উৎস কোথায়: নাছির উদ্দিন
বিএনপি-জামায়াতসহ ৩২ দলের কাছে সংস্কার কমিশনের প্রতিবেদন
আশুলিয়ায় ঝুট গোডাউনে ভয়াবহ আগুন
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস
গাইবান্ধায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার
ভারতীয় চোরাকারবারিদের গুলিতে কানাইঘাট সীমান্তে বাংলাদেশি যুবক নিহত
সিরিয়ায় আসাদপন্থীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৭০ ছাড়িয়েছে
দেশে ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র
হামাসকে সমর্থনকারী শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র!
নির্বাচন নিয়ে গড়িমসি করলে সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে: রিজভী
তারেক রহমানের ১৯তম কারাবন্দি দিবস আজ
জাতীয় নাগরিক পার্টিকে ধনীরা অর্থ সহায়তা দিয়েছেন: নাহিদ ইসলাম
নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল, পুলিশের লাঠিচার্জ-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
১৬ মাস পর ব্রাজিল দলে ফিরে যা জানালেন নেইমার
মাগুরায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: মামলা না হলেও অভিযুক্ত হিটু মিয়া আটক