বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় ডলারের বড় পতন, রেকর্ড ছুঁয়েছে স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তীব্র আকার ধারণ করেছে। এর প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে। আজ শুক্রবার (১১ এপ্রিল) মার্কিন ডলারের দামে বড় ধরনের পতন দেখা গেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। বিবিসির খবরে বলা হয়েছে, বিনিয়োগকারীরা এখন নিরাপদ আশ্রয় হিসেবে সুইস ফ্রাঙ্ক ও স্বর্ণের দিকে ঝুঁকছেন।
চলতি সপ্তাহের শুরুতেই মার্কিন সরকারি বন্ডের দাম পড়ে যাওয়ার প্রবণতা দেখা দিয়েছিল, যা আবারও প্রকট হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, এই অনিশ্চয়তা বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঠেলে দিচ্ছে। ফলে, ইতিহাসে প্রথমবারের মতো প্রতি ট্রয় আউন্স (২.৬৭ ভরি) স্বর্ণের দাম ৩,২০০ মার্কিন ডলার ছাড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৮১ হাজার ৯৮ টাকা। অন্যদিকে, সুইস ফ্রাঙ্ক গত এক দশকের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছেছে।
বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের শুল্কযুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তবে তা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না—গোটা বৈশ্বিক অর্থনীতিতে এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। আন্তর্জাতিক শেয়ারবাজার ও মুদ্রাবাজারে এরই মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে রপ্তানিনির্ভর দেশগুলোতে মুদ্রা মানের তারতম্য বাণিজ্যকে জটিল করে তুলতে পারে।
ডলারের এই পতন আন্তর্জাতিক বাণিজ্যে মূল্যসূচক, আমদানি-রপ্তানি ব্যয় এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক ব্যবস্থাপনায় নতুন করে কৌশল নির্ধারণের প্রয়োজন দেখা দিতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
