আমাদের প্রত্যেকের হৃদয়ে বাস করে একটি করে ফিলিস্তিন: আজহারী (ভিডিও)

ছবি: সংগৃহীত
"আমাদের একেক জনের হৃদয়ে বাস করে একেকটা ফিলিস্তিন, একেকটা গাজা, একেকটা আল-কুদস।"—এই ভাষায় ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের অটুট ভালোবাসার কথা তুলে ধরেছেন ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির জনসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই অনুভবের কথা বলেন।
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই গণজমায়েতে সারা দেশ থেকে লাখো মানুষের ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। জনতার সেই ঢেউয়ের মাঝে দাঁড়িয়ে আজহারী বলেন, “এই জনসমুদ্র শুধু সমাবেশ নয়, এটি ফিলিস্তিন ও আল-আকসার প্রতি আমাদের হৃদয়ের স্পন্দন। ভৌগোলিকভাবে আমরা দূরে, কিন্তু আজকের এই উপস্থিতি বলে দিচ্ছে—আমাদের হৃদয় ঠিক সেখানে, যেখানে গুলিবিদ্ধ এক শিশু পড়ে আছে, যেখানে এক মা সন্তান হারানোর আহাজারি করছে।”
জনসভায় উপস্থিত ছিলেন ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
বক্তব্যের সময় আজহারী রণধ্বনির মতো স্লোগান তোলেন- “আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চাই!” “ফিলিস্তিন! ফিলিস্তিন! জিন্দাবাদ! জিন্দাবাদ!” “আল-কুদস! আল-কুদস! জিন্দাবাদ! জিন্দাবাদ!”
তার এই স্লোগানে সাড়া দেয় উপস্থিত লাখো মানুষ, উত্তাল হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। যেন ঢাকার বুকে জন্ম নেয় একখণ্ড ফিলিস্তিন—ব্যথিত, রক্তাক্ত, তবুও সংগ্রামী।
এই কর্মসূচি ঘিরে দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা একত্রিত হয়েছেন। ইসলামী চিন্তাবিদ থেকে শুরু করে কবি, শিল্পী, নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন এই গণজাগরণে।
উল্লেখ্য, ইসরায়েলের চলমান আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এই কর্মসূচির আয়োজন করা হয়। সারাদেশ থেকে হাজার হাজার মানুষ সকালে রাজধানীতে এসে জড়ো হন এই ঐতিহাসিক উদ্যানে।
