১৫ কোটি বাজেটের ‘বরবাদ’-এ শাকিবের পারিশ্রমিক ১ কোটি ২০ লাখ টাকা

শাকিব খান। ছবি: সংগৃহীত
ঈদুল ফিতরের সময় ১২০টিরও বেশি হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা বরবাদ, যা মেহেদী হাসান হৃদয়ের প্রথম পরিচালনা। শাকিব খানের অভিনয়ের কারণে ছবিটি ব্যাপক সাফল্য অর্জন করছে এবং প্রায় প্রতিটি শোই হাউজফুল যাচ্ছে। বিশেষ করে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টারে প্রতিদিন ৬০-৭০টি শো চলছে এই ছবিটির।
প্রযোজক শাহরিন আক্তার সুমি বহুবার জানিয়েছিলেন যে ছবিটির বাজেট ১৫ থেকে ১৬ কোটি টাকা। কিন্তু ছবির বাজেটের পাশাপাশি প্রশ্ন উঠেছিল শাকিব খানের পারিশ্রমিক কত ছিল? সম্প্রতি এই বিষয়ে কথা বলেছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়।

দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃদয়। সেখানে উপস্থাপিকা শাকিব খানের পারিশ্রমিক জানতে চাইলে তিনি সরাসরি জানান, বরবাদ-এ শাকিব খানের পারিশ্রমিক ছিল ১ কোটি ২০ লাখ টাকা।
এর আগে, শাকিব খান সাধারণত ৩-৪ বছর আগেও ছবি প্রতি ৪০-৫০ লাখ টাকা পারিশ্রমিক নিতেন। তবে তার ২০১৮ সালের ছবি প্রিয়তমা ব্যাপক ব্যবসায়িক সাফল্য পাওয়ার পর শাকিব তার পারিশ্রমিক দ্বিগুণ করে ফেলেন। বর্তমানে শোনা যাচ্ছে, তিনি তার পরবর্তী ছবিগুলোর জন্য দেড় কোটি টাকা পারিশ্রমিক চাচ্ছেন। বিশেষভাবে, প্রযোজকরা এখন আর্থিকভাবে শাকিব খানকে পূর্ণ সমর্থন দিচ্ছেন, কারণ বর্তমানে তার নামই যেন ‘মানিব্যাক গ্যারান্টি’ হয়ে উঠেছে।
এছাড়া, পরিচালক হৃদয় আরও দাবি করেছেন যে বরবাদ সিনেমার বাজেট ১৫-১৬ কোটি টাকা। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্ট। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত এবং ইধিকা পাল।
বরবাদ ছবিটি ২০২৫ সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এখন পর্যন্ত ছবিটি দারুণ ব্যবসা করছে এবং দর্শকদের ব্যাপক প্রশংসা পাচ্ছে, বিশেষ করে শাকিব খানের অভিনয় তাকে আবারও প্রমাণ করেছে চলচ্চিত্র শিল্পের শীর্ষ তারকা হিসেবে।
