‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান

‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করেন মাহমুদুর রহমান। ছবি: সংগৃহীত
ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার (১২ এপ্রিল) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল মঞ্চে দাঁড়িয়ে তিনি এই ঘোষণাপত্র পাঠ করেন।
ঘোষণাপত্রে মাহমুদুর রহমান বিশ্ব মুসলিম উম্মাহকে একত্রিত হয়ে ইসরায়েলের নির্মম আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রাম কেবল একটি জাতির নয়, বরং গোটা মুসলিম বিশ্বের আত্মার আহ্বান। এই বর্বরতা থামাতে হবে, এখনই।
অনুষ্ঠানের অংশ হিসেবে নির্যাতিত ফিলিস্তিনবাসীর জন্য বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়, যেটির নেতৃত্ব দেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। মোনাজাতে অংশ নেন লাখো উপস্থিত জনতা।
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় মিছিল নিয়ে মানুষের ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। বিভিন্ন ধর্ম-বর্ণ, সামাজিক শ্রেণি এবং রাজনৈতিক মতাদর্শের মানুষ এই কর্মসূচিতে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন। তরুণ, বৃদ্ধ, নারী—সবার কণ্ঠে ধ্বনিত হয় একটাই স্লোগান: “গাজা চাই স্বাধীনতা, ইসরায়েলের গণহত্যা বন্ধ কর।”
এই কর্মসূচিতে এক ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়—ফিলিস্তিনের অধিকার আদায়ের দাবিতে একই মঞ্চে দাঁড়ান বিএনপি, জামায়াত, এনসিপি, বিপ্লবী ও অন্যান্য দলের নেতাকর্মীরা। দলমত নির্বিশেষে এ আয়োজনে অংশগ্রহণ করেন কবি, লেখক, শিল্পী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ব্যক্তিরাও। একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন নাগরিক সংগঠন ও মানবাধিকারকর্মীরা।
সমাবেশে অংশ নেওয়া রাজনৈতিক নেতারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মিত্রদের আন্তর্জাতিক অপরাধ আদালতের আওতায় এনে বিচার করার দাবি জানান। তারা বলেন, ফিলিস্তিনে চলমান গণহত্যা নিঃশর্তভাবে বন্ধ করতে হবে, আর আন্তর্জাতিক সম্প্রদায়কে এর বিরুদ্ধে আরও কঠোর ভূমিকা নিতে হবে।
