এ বছর ৩৬ টাকায় ধান ও ৪৯ টাকায় চাল কিনবে সরকার

ফাইল ছবি
চলতি বোরো মৌসুমে সরকারি সংগ্রহে ৪ টাকা বেশি দামে ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল সংগ্রহ করা হবে, যার মধ্যে ৩ লাখ ৫০ হাজার টন ধান এবং ১৪ লাখ টন সেদ্ধ চাল অন্তর্ভুক্ত। ধান কেনা হবে প্রতি কেজি ৩৬ টাকায় এবং সেদ্ধ চাল প্রতি কেজি ৪৯ টাকায়। এছাড়া, ৩৬ টাকায় গমও কেনার পরিকল্পনা রয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
গত বছরের তুলনায় এবার কিছুটা বেশি দাম নির্ধারণ করা হয়েছে। গত বছর প্রতি কেজি বোরো ধান ছিল ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ চাল ৪৪ টাকায় কেনা হয়েছিল।
অর্থ উপদেষ্টা বলেন, বন্যা ও অতিবৃষ্টির কারণে ফসলের ক্ষতি হলেও সার ও চাল আমদানির মাধ্যমে পরিস্থিতি সামলানো সম্ভব হয়েছে, ফলে গত বছরের সংগ্রহের লক্ষ্যমাত্রা সফলভাবে পূর্ণ হয়েছে। তিনি জানান, এই বছরও ধান ও চাল সংগ্রহের প্রক্রিয়া যথাযথভাবে চলবে।
এছাড়া, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, সরকারি সংগ্রহ কার্যক্রম শুরু হবে আগামী ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত। কৃষি মন্ত্রণালয়ের প্রদত্ত উৎপাদন খরচের ভিত্তিতে দাম নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, হাওর অঞ্চলে ধান কাটা শুরু হয়ে গেছে এবং পয়লা বৈশাখ থেকে সংগ্রহ অভিযান পুরোদমে চলবে।
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আশা প্রকাশ করেছেন যে, নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে।
