‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যাওয়ার পথে ২ মাইক্রোবাসের সংঘর্ষ, আহত ১২

টাঙ্গাইলের ধনবাড়ীতে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি: ঢাকাপ্রকাশ
মার্চ ফর গাজা কর্মসূচিতে ঢাকায় যাওয়ার পথে টাঙ্গাইলের ধনবাড়ীতে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের ১২ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সকালে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় এ ঘটনা ঘটে।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা সবাই জামালপুরের জেলার মাদারগঞ্জ উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য জামালপুরের মাদারগঞ্জ উপজেলা থেকে একটি মাইক্রোবাসে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলার একটি দল মাইক্রোবাসযোগে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে ধনবাড়ী বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ১২ জন যাত্রী আহত হন।
এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ১১ জনকে জামালপুর হাসপাতালে ভর্তি করে। তারমধ্যে গুরুতর আহত অবস্থায় এক জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে ইসলামী আন্দোলন মাদারগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা সফিকুল ইসলাম রয়েছেন।
এ ব্যাপারে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল্লাহ জানান, খবর পেয়ে দুর্ঘটনার কবলিত দুইটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে এবং আহতদের মধ্যে একজন গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।
