নারী সমাজ যাতে অবহেলা-নিপীড়নের শিকার না হয়: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শান্তি, নিরাপত্তা, মানবাধিকার এবং টেকসই উন্নয়নে বৈশ্বিক অগ্রগতির ক্ষেত্রে নারীর অধিকার অপরিহার্য শর্ত। নারী সমাজ যাতে অবহেলা, নির্যাতন ও নিপীড়নের শিকার না হয় এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখা জরুরি।
শুক্রবার (৭ মার্চ) রাতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
নারীদের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, “আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।”
তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবস বিশ্বব্যাপী নারীদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠা নিয়ে সচেতনতা সৃষ্টি করে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই দিবসের গুরুত্ব আরও বেশি, কারণ দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই নারীদের অগ্রগতি নিশ্চিত হলে সামগ্রিকভাবে জাতির উন্নয়ন ত্বরান্বিত হবে।
নারীর উন্নয়নে বিএনপির বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তারেক রহমান বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীর সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। এরপর বেগম খালেদা জিয়ার সরকার নারীদের শিক্ষার প্রসার ও ক্ষমতায়নের জন্য ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে।”
তিনি উল্লেখ করেন, বিএনপি সরকারের সময়ে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়, দরিদ্র জনগোষ্ঠীর জন্য শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করা হয় এবং পল্লী অঞ্চলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করা হয়। এছাড়া মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের জন্য দেশব্যাপী উপবৃত্তি কর্মসূচি চালু করা হয়, যা নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করেছে।
নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, “নারীদের শিক্ষা, প্রশিক্ষণ ও সমান সুযোগ নিশ্চিত করলে সমাজ ও রাষ্ট্র দ্রুত অগ্রসর হবে। পরিবর্তিত বিশ্বে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে আমাদের একযোগে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “নারীর সমতায়ন এখন বৈশ্বিক কর্মসূচির অন্যতম প্রধান এজেন্ডা হওয়া উচিত। আজকের এই শুভ দিনে আমি নারী সমাজের উন্নয়ন ও কল্যাণে আন্তরিকভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানাই। এবারের আন্তর্জাতিক নারী দিবসের মূল প্রতিপাদ্য ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন’ এর সফলতা কামনা করছি।”
