বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ | ২১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

আজ চট্টগ্রামে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো চট্টগ্রামে।

রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীন সাংবাদিকদের বলেছেন, চট্টগ্রাম আওয়ামী লীগ ও সর্বস্তরের জনগণ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে চট্টগ্রাম মহানগর জনসমুদ্রে পরিণত হবে।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আরও বলেন, সমাবেশ থেকে চট্টগ্রাম আওয়ামী লীগ সাংগঠনিক শক্তি প্রদর্শন করবে এবং যে কোনো অপশক্তি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবগুলো উন্নয়নমূলক কাজ সম্পন্ন হলে চট্রগ্রাম বিশ্বমানের উন্নত নগরীতে পরিণত হবে। প্রধানমন্ত্রী বেশকিছু উন্নয়নমুলক কাজের উদ্বোধন এবং কিছু উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

মহামারি-কোভিড-১৯ এর কারণে প্রায় তিন বছর ঢাকার বাইরে গত ২৪ নভেম্বর যশোরে এক জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজকের জনসভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মী এবং সহযোগী সংগঠনগুলো চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে এবং মাইকিং ও ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে। শহরের বিভিন্ন সড়কে তোরণ নির্মাণ এবং প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ও পোস্টার টাঙানো হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আজকের জনসভাকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন এলাকার সড়কের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি ফুটপাত পরিষ্কার, রং করা, ফ্লাইওভারগুলো আলোকসজ্জিত করা হয়েছে।

আওয়ামী লীগ নেতারা বলছেন, প্রধানমন্ত্রী সাম্প্রতিক দলীয় ফোরামের সভাগুলোতে দলকে এখন থেকে আরও সময় দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন। আওয়ামী লীগ প্রধান দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনা করছেন। এরই অংশ হিসেবে গত ২৪ নভেম্বর যশোর স্টেডিয়ামে প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। যশোরের জনসভার মাধ্যমে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশব্যাপী নির্বাচনী প্রচারণা শুরু করেন। আগামী ৭ ডিসেম্বর কক্সবাজারে শেখ কামাল স্টেডিয়ামে শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে দলীয় সভায় ভাষণ দেবেন। এ সব জনসভায় দলীয় প্রধান আওয়ামী নেতা-কর্মী ও জনগণকে নতুন বার্তা দেবেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনব্যাপী সফরে আজ সকালে চট্টগ্রাম আসবেন এবং বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন।

তিনি সকালে ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সামরিক বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেবেন। দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী বাংলাশে মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুকাওয়াজ-২০২২ যোগ দেবেন।
তিনি সেখানে কুচকাওয়াজের সালাম গ্রহণ করবেন। সেখান থেকে দুপুরে হেলিকপ্টারে চট্টগ্রাম স্টেডিয়ামে আসবেন। স্টেডিয়াম থেকে গাড়িতে করে প্রধানমন্ত্রী পলোগ্রাউন্ডে জনসভায় যোগ দেবেন।

চট্টগ্রাম নগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি ১৬০ ফুট লম্বা নৌকার আদলে সভা মঞ্চ তৈরি করা হয়েছে পলোগ্রাউন্ড মাঠে। চট্টগ্রামের পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার স্থলকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

আরএ/

Header Ad
Header Ad

বিয়ে বাড়িতে প্রবেশের আগমুহূর্তে বরের মৃত্যু

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে বিয়ের জন্য কনের বাড়িতে যাওয়ার পথে মুন্না রাজগড় (২৭) নামে এক বরের মৃত্যু হয়েছে। বুধবার (৫ মার্চ) দিনগত রাতে উপজেলার মাধবপুর চা বাগান এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মুন্না রাজগড় জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী চা বাগানের গড় লাইন এলাকার আসুক গড়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি কমলগঞ্জের পাত্রখোলা চা-বাগানের নতুন লাইন এলাকায় বিয়ে করতে যাচ্ছিলেন। সাজানো গাড়িতে সেজেগুজে কনের বাড়ির পথে রওনা দেন মুন্না। প্রায় ৪০ কিলোমিটার পথ অতিক্রম করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলার পাত্রখোলা চা বাগানের নতুন লাইন এলাকার সম্পদ রাজগড়ের মেয়ে সুমি রাজগড়ের সঙ্গে মুন্নার বিয়ের কথা ছিল। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় দুই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাজেদুল কবীর জানান, "হাসপাতালে আনার পর তার পালস ও শ্বাসপ্রশ্বাস বন্ধ পাই। তারপরও নিশ্চিত হতে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।"

কমলগঞ্জ থানার পরিদর্শক শামিম আকিজ বলেন, "এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।"

Header Ad
Header Ad

মুশফিক অযু ছাড়া ব্যাট-বল স্পর্শ করতেন না: মুশফিকের স্ত্রী

মুশফিকুর রহিম ও তার স্ত্রী জান্নাতুল কেফায়েত মন্ডি। ছবি: সংগৃহীত

পঞ্চাশ ওভারের ক্রিকেটকে আচমকাই বিদায় বলে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের একজন মুশফিকুর রহিম। তার এমন সিদ্ধান্তের পর থেকেই সাবেক-বর্তমানদের কেউ করছেন স্মৃতিচারণ, কারও কণ্ঠে ঝড়ছে প্রশংসা। সেই তালিকায় যুক্ত হয়েছেন টাইগার ব্যাটারের স্ত্রী জান্নাতুল কেফায়েত মন্ডি। ফেসবুকে দীর্ঘ এক পোস্টে তিনি লিখেছেন, ওজু ছাড়া ব্যাটও ছুঁতেন না মুশফিক।

বৃহস্পতিবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মুশফিককে নিয়ে তার স্ত্রী লেখেন, 'আলহামদুলিল্লাহ, তোমার অসাধারণ ওয়ানডে ক্যারিয়ার কেটেছে। নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি, ভাঙা পাঁজর নিয়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে ২০টি পেইনকিলার নিয়েও খেলতে দেখেছি! তুমি কখনও নিজের জন্য খেলোনি, দলের জন্য এবং দেশপ্রেমের জন্য খেলেছো।'

মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কেফায়েত মন্ডির ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত

অযু ছাড়া মুশফিক ব্যাট-বল স্পর্শ করতেন না জানিয়ে তিনি আরও লেখেন, 'এমন একজন সৎ মানুষ পাওয়াটা আশীর্বাদ, যিনি অযু না করে কখনোই তার ব্যাট ও বল স্পর্শ করতেন না।'

অতিরিক্ত সমালোচনা না করার অনুরোধ করে মুশফিকের স্ত্রী আরও লেখেন, 'আমি বিশ্বের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে এমন পর্যায়ে সমালোচনা করবেন না যে, কাউকে আপনার জন্য প্রাথনার আসনে বসে কাঁদতে হয়। আমরাও মানুষ।'

Header Ad
Header Ad

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের চেয়েও ভালো উন্নতি বাংলাদেশের

ছবি: সংগৃহীত

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫-এ পাকিস্তান, ভারত এবং যুক্তরাষ্ট্রের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। নতুন সূচকে ৩.০৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৩৫তম, যা ২০২৪ সালে ছিল ৩২তম। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) মঙ্গলবার এই সূচক প্রকাশ করে। ২০২৪ সালের পরিস্থিতির ওপর ভিত্তি করে তৈরি করা এই সূচকে ১৬৩টি দেশের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

সূচকের শীর্ষে রয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো, যার স্কোর ৮.৫। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান (৮.৩) এবং তৃতীয় অবস্থানে আছে সিরিয়া (৮.০)। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ আফগানিস্তান, যা ৭.২ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে রয়েছে। এ ছাড়া প্রথম ১৫ দেশের মধ্যে রয়েছে মিয়ানমার (১১তম, ৬.৯ পয়েন্ট) ও ভারত (১৪তম, ৬.৪ পয়েন্ট)। বাংলাদেশে সন্ত্রাসবাদের ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকায় সূচকে দেশের অবস্থান উন্নতির দিকেই রয়েছে।

বাংলাদেশের ঠিক এক ধাপ ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র (৩.৫ স্কোর নিয়ে ৩৪তম অবস্থানে)। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা ও ভুটান, যাদের স্কোর ০। নেপালের অবস্থান ৬৮তম, স্কোর ১.১।

 

জিটিআই ২০২৫-এর প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, এবার বাংলাদেশের অবস্থান ৩৫তম। ছবি: জিটিআই

জিটিআই সূচকের সর্বোচ্চ স্কোর ১০, যেখানে ০ স্কোর মানে কোনো সন্ত্রাসবাদী প্রভাব নেই। স্কোর ২-এর মধ্যে হলে সন্ত্রাসবাদের প্রভাব ‘বেশ কম’, ২ থেকে ৪-এর মধ্যে হলে ‘কম’, ৪ থেকে ৬-এর মধ্যে হলে ‘মধ্যম’, ৬ থেকে ৮-এর মধ্যে হলে ‘বেশি’ এবং ৮ থেকে ১০-এর মধ্যে হলে ‘খুব বেশি’ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশ ৩.০৩ স্কোর নিয়ে ‘কম’ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে।

২০২৪ সালে চারটি ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য চারটি গোষ্ঠীকে দায়ী করা হয়েছে। এই গোষ্ঠীগুলো হলো— ইসলামিক স্টেট (আইএস), জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম), তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), আল-শাবাব

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদজনিত সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আফ্রিকার সাহেল অঞ্চল। বিশ্বে সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ এই অঞ্চলে মারা গেছে। এছাড়া ২০২৪ সালে বিশ্বে সংঘটিত সন্ত্রাসী হামলার ১৯ শতাংশই সাহেল অঞ্চলে ঘটেছে। বিশ্বের সবচেয়ে বেশি সন্ত্রাসবাদজনিত সহিংসতার শিকার শীর্ষ ১০ দেশের মধ্যে ৫টি দেশ সাহেল অঞ্চলের।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিয়ে বাড়িতে প্রবেশের আগমুহূর্তে বরের মৃত্যু
মুশফিক অযু ছাড়া ব্যাট-বল স্পর্শ করতেন না: মুশফিকের স্ত্রী
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের চেয়েও ভালো উন্নতি বাংলাদেশের
ছাত্র-জনতা কোথাও অভিযান চালাতে পারে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফ্রান্সে মুসলিম খেলোয়াড়দের রোজায় নিষেধাজ্ঞা
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আবরার ফাহাদসহ ৯ বিশিষ্ট ব্যক্তি
রাবিতে সভাপতি নিয়োগ নিয়ে দুই পক্ষের ধস্তাধস্তি
মিরপুরে মুশফিককে ‘গার্ড অব অনার’ দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব
‘ভালোবাসার মানুষের’ বাহুডোরে পরীমণি, আলোচনায় শেখ সাদী
আতিউর, বারাকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
কিশোরগঞ্জ বার নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়জয়কার
এনআইডি নির্বাচন কমিশনেই রাখা হোক: সিইসি
কুবি শাখা ছাত্রদলের উদ্যোগে নৈশপ্রহরীদের মাঝে সেহরি বিতরণ
পোশাক নিয়ে ঢাবি ছাত্রীকে হেনস্তা, কর্মচারী মোস্তফার জামিন
পুলিশ আইন প্রয়োগ করতে গিয়ে মানুষের আক্রমণের শিকার হচ্ছে: আইজিপি
২১ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় জামিন পেলেন লুৎফুজ্জামান বাবর
লন্ডনে জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা, ছেঁড়া হলো ভারতের পতাকা!
ভাষানটেকে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
রাষ্ট্র নাকি ব্যবসায়ী কার শক্তি বেশি দেখতে চান চট্টগ্রামের ডিসি
আ.লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: ড. ইউনূস