‘ভালোবাসার মানুষের’ বাহুডোরে পরীমণি, আলোচনায় শেখ সাদী

নায়িকা পরীমণি এবং সংগীতশিল্পী শেখ সাদী। ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি তার ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন। সম্প্রতি, তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে দেখা গেছে একজন পুরুষের বাহুডোরে। ছবিটি দেখে তার ভক্তরা বিভিন্ন অনুমান করতে শুরু করেছেন। কিছুটা রহস্যময় এই ছবিটি প্রকাশ করে পরীমণি যেন নতুন প্রেমের ইঙ্গিত দিয়েছেন।
মঙ্গলবার (৫ মার্চ) রাতে পরীমণি এই ছবিটি শেয়ার করেন, যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
যার ক্যাপশনে তারিখ উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে।’ পরীর কথায়, ‘জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে...আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন…।’

তবে, ছবিতে তার সঙ্গে থাকা পুরুষটির পরিচয় পরীমণি প্রকাশ করেননি, শুধু তার হাত দেখা গেছে। তবে, ভক্তরা মনে করছেন যে এই পুরুষটি হচ্ছেন সংগীতশিল্পী শেখ সাদী। তাদের অনুমানটি শক্তিশালী করার জন্য, তারা লক্ষ্য করেছেন যে, এই দুইজনের হাতঘড়ি মিল রয়েছে।
সম্প্রতি পরীমণি ও শেখ সাদীর মধ্যে প্রেমের গুঞ্জন উঠেছে, এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও একে অপরকে ঘিরে বিভিন্ন পোস্ট ও ইঙ্গিত দেখা যাচ্ছে। এমনকি পরীমণি নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন, “সাদী আমার জীবনে একটা জাদুর মতন। আমি যে কোনো সময় তার সঙ্গে নিজের অনুভূতিগুলো শেয়ার করতে পারি। তিনি আমার জীবনের আশীর্বাদ।”
এরপর, ৬ মার্চ, বৃহস্পতিবার, পরীমণি ছবিটি ফেসবুক থেকে সরিয়ে দিলেও, নিজের অ্যাকাউন্টে একটি গাঁদা ফুলের ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “গাঁদা ফুল ভুলে গাধা হয়ে গেছিলো ভাইইই....!” এই পোস্টটি আরও রহস্য সৃষ্টি করেছে।
এদিকে, নেটিজেনরা মনে করছেন পরীমণি এবং শেখ সাদী লুকিয়ে প্রেম করছেন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে আলোচনা তুঙ্গে।
