বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ | ২১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

‘ভালোবাসার মানুষের’ বাহুডোরে পরীমণি, আলোচনায় শেখ সাদী

নায়িকা পরীমণি এবং সংগীতশিল্পী শেখ সাদী। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি তার ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন। সম্প্রতি, তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে দেখা গেছে একজন পুরুষের বাহুডোরে। ছবিটি দেখে তার ভক্তরা বিভিন্ন অনুমান করতে শুরু করেছেন। কিছুটা রহস্যময় এই ছবিটি প্রকাশ করে পরীমণি যেন নতুন প্রেমের ইঙ্গিত দিয়েছেন।

মঙ্গলবার (৫ মার্চ) রাতে পরীমণি এই ছবিটি শেয়ার করেন, যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

যার ক্যাপশনে তারিখ উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে।’ পরীর কথায়, ‘জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে...আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন…।’

নায়িকা পরীমণি এবং সংগীতশিল্পী শেখ সাদী। ছবি: সংগৃহীত

তবে, ছবিতে তার সঙ্গে থাকা পুরুষটির পরিচয় পরীমণি প্রকাশ করেননি, শুধু তার হাত দেখা গেছে। তবে, ভক্তরা মনে করছেন যে এই পুরুষটি হচ্ছেন সংগীতশিল্পী শেখ সাদী। তাদের অনুমানটি শক্তিশালী করার জন্য, তারা লক্ষ্য করেছেন যে, এই দুইজনের হাতঘড়ি মিল রয়েছে।

সম্প্রতি পরীমণি ও শেখ সাদীর মধ্যে প্রেমের গুঞ্জন উঠেছে, এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও একে অপরকে ঘিরে বিভিন্ন পোস্ট ও ইঙ্গিত দেখা যাচ্ছে। এমনকি পরীমণি নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন, “সাদী আমার জীবনে একটা জাদুর মতন। আমি যে কোনো সময় তার সঙ্গে নিজের অনুভূতিগুলো শেয়ার করতে পারি। তিনি আমার জীবনের আশীর্বাদ।”

এরপর, ৬ মার্চ, বৃহস্পতিবার, পরীমণি ছবিটি ফেসবুক থেকে সরিয়ে দিলেও, নিজের অ্যাকাউন্টে একটি গাঁদা ফুলের ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “গাঁদা ফুল ভুলে গাধা হয়ে গেছিলো ভাইইই....!” এই পোস্টটি আরও রহস্য সৃষ্টি করেছে।

এদিকে, নেটিজেনরা মনে করছেন পরীমণি এবং শেখ সাদী লুকিয়ে প্রেম করছেন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে আলোচনা তুঙ্গে।

Header Ad
Header Ad

ভয়াবহ দাবানলের কবলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ২০ স্থানে ছড়িয়েছে আগুন (ভিডিও)

ভয়াবহ দাবানলের কবলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া এবার ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। দেশটির লাতাকিয়া অঞ্চলে ছড়িয়ে পড়া আগুন নিয়ে দীর্ঘ সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে স্বেচ্ছাসেবী সংস্থা ‘হোয়াইট হেলমেটস’। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসায় তেমন বড় ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

বুধবার (৫ মার্চ) মিডল ইস্ট মনিটর নামক সংবাদমাধ্যমে এই দাবানলের খবরটি প্রকাশিত হয়।

সিরিয়ার লাতাকিয়া অঞ্চলের পাহাড়ি এলাকায় আগুনের ভয়াবহ শিখা এবং ধোঁয়ার কুণ্ডলীতে আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। দাবানল নিয়ন্ত্রণে আসতে স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেটস দিনরাত এক করে কাজ করেছে। টানা সাত ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই প্রচেষ্টায়, একটি দল পাহাড়ের নিচ থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, অন্য একটি দল আগুনের ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করার কাজ চালায়।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০টি পৃথক স্থানে ছড়িয়ে পড়া আগুন সফলভাবে নিয়ন্ত্রণে এনেছে হোয়াইট হেলমেটস। তবে দাবানলের প্রকৃত কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এমন পরিস্থিতিতে, ফায়ার সার্ভিসের গাড়িগুলো রাতভর ফ্ল্যাশিং লাইট জ্বালিয়ে পাহাড়ি পথে টহল দিয়েছে। দমকল কর্মীরা জানিয়েছেন, জরুরি পরিস্থিতির মধ্যে কাজ করলেও পাহাড়ি পথ, তীব্র বাতাস এবং পানি সরবরাহের অভাব তাদের জন্য প্রধান চ্যালেঞ্জ ছিল।

স্থানীয়দের মতে, দাবানল যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যেত, তবে তা আশপাশের বসতিগুলোর দিকে ছড়িয়ে পড়তে পারত, যা একটি বড় বিপর্যয়ের সৃষ্টি করত।

Header Ad
Header Ad

নাগরিক পার্টি ছাড়লেন আবু হানিফ, ফিরে গেলেন গণ অধিকার পরিষদে

আবু হানিফ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন আবু হানিফ। দল ছাড়ার পর তিনি তার আগের রাজনৈতিক সংগঠন গণ অধিকার পরিষদে ফিরে গেছেন, যেখানে তিনি উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ বৃহস্পতিবার এনসিপির শীর্ষ নেতার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন আবু হানিফ। পদত্যাগের বিষয়ে তিনি বলেন, "আমি এনসিপি থেকে পদত্যাগ করে গণ অধিকার পরিষদের স্বপদে ফিরে এসেছি।"

আবু হানিফের ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, "গণ অধিকার পরিষদ যার হৃদয়ে, তারা কখনোই গণ অধিকার পরিষদ ছাড়া অন্য কোথাও থাকতে পারবে না।"

উল্লেখ্য, সম্প্রতি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এক টকশোতে দাবি করেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার দল বিলুপ্ত করে এনসিপিতে যোগ দিতে চান।

তবে, এ দাবি সম্পূর্ণ অসত্য বলে জানিয়েছেন নুরুল হক নুর ও তার দলের অন্যান্য নেতারা।

Header Ad
Header Ad

প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৬ মার্চ দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশে রওয়ানা দেবেন তিনি।

বৃহস্পতিবার (৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সফরকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ২৮ মার্চ ড. ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে।

চীনের হাইনান প্রদেশে আগামী ২৫ থেকে ২৮ মার্চ বাউ (বিওএও) ফোরাম ফর এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটিতে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন। এরপর বাংলাদেশ সবুজ সংকেত দিলে সফরটি চূড়ান্ত হয়।

এর আগে ২০ থেকে ২৪ জানুয়ারিতে প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সেই সফরের ধারাবাহিকতায় এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনে যাচ্ছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভয়াবহ দাবানলের কবলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ২০ স্থানে ছড়িয়েছে আগুন (ভিডিও)
নাগরিক পার্টি ছাড়লেন আবু হানিফ, ফিরে গেলেন গণ অধিকার পরিষদে
প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা
রোজায় বেড়েছে আনারসের চাহিদা, দ্রুত পাকাতে রাসায়নিক ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি
সন্তানের জন্য ‘ডন থ্রি’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন কিয়ারা
অস্থিরতার কারণে এ বছর নির্বাচন কঠিন হবে: রয়টার্সকে নাহিদ ইসলাম
চিকিৎসা শেষে বাসায় ফিরলেন মির্জা ফখরুল
বিয়ে বাড়িতে প্রবেশের আগমুহূর্তে বরের মৃত্যু
মুশফিক অযু ছাড়া ব্যাট-বল স্পর্শ করতেন না: মুশফিকের স্ত্রী
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের চেয়েও ভালো উন্নতি বাংলাদেশের
ছাত্র-জনতা কোথাও অভিযান চালাতে পারে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফ্রান্সে মুসলিম খেলোয়াড়দের রোজায় নিষেধাজ্ঞা
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আবরার ফাহাদসহ ৯ বিশিষ্ট ব্যক্তি
রাবিতে সভাপতি নিয়োগ নিয়ে দুই পক্ষের ধস্তাধস্তি
মিরপুরে মুশফিককে ‘গার্ড অব অনার’ দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব
‘ভালোবাসার মানুষের’ বাহুডোরে পরীমণি, আলোচনায় শেখ সাদী
আতিউর, বারাকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
কিশোরগঞ্জ বার নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়জয়কার
এনআইডি নির্বাচন কমিশনেই রাখা হোক: সিইসি
কুবি শাখা ছাত্রদলের উদ্যোগে নৈশপ্রহরীদের মাঝে সেহরি বিতরণ