চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে হেরে অবসরের ঘোষণা স্মিথের

স্টিভ স্মিথ। ছবি: সংগৃহীত
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের প্রথম সেমি-ফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। দলের এই বিদায়ের পর আরও একটি দুঃসংবাদ শুনতে হলো অজি ক্রিকেট সমর্থকদের। র্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পরের দিনই আকস্মিক ওয়ানডে থেকে অবসরে ঘোষণা দিয়েছেন স্টিভ স্মিথ।
স্টিভ স্মিথ ওডিআই ক্রিকেটে অস্ট্রেলিয়ার অন্যতম সফল এবং দীর্ঘস্থায়ী খেলোয়াড় হিসেবে বিদায় নিচ্ছেন। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি লেগ-স্পিন অলরাউন্ডার হিসেবে অভিষেক হওয়া স্মিথ ১৭০টি ওডিআই ম্যাচ খেলে করেছেন ৫৮০০ রান। ৪৩.২৮ গড়ে, ১২টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। ৩৪.৬৭ গড়ে ২৮টি উইকেটও নিয়েছেন তিনি।
তিনি ২০১৫ এবং ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ২০১৫ সালে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ওডিআই দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন। পরে অনেক সিরিজে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
স্মিথ ২০১৫ এবং ২০২১ সালে অস্ট্রেলিয়ান পুরুষ ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার এবং ২০১৫ সালে আইসিসি পুরুষ ওডিআই টিম অফ দ্য ইয়ার-এর সদস্য নির্বাচিত হন।
অবসর নিয়ে স্টিভ স্মিথ বলেন,‘এটি একটি অসাধারণ যাত্রা ছিল এবং আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’
তিনি আরো বলেন, ‘অনেক অসাধারণ সময় এবং সুন্দর স্মৃতি রয়েছে। দুটি বিশ্বকাপ জেতা ছিল একটি বড় অর্জন। এখন ২০২৭ সালের বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার একটি দারুণ সুযোগ, তাই মনে হয় এটি সরে যাওয়ার সঠিক সময়।’
