আতিউর, বারাকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাত। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাতসহ মোট ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
নিষেধাজ্ঞার তালিকায় আতিউর রহমান ও আবুল বারাকাত ছাড়াও রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, সাবেক সহকারী পরিচালক ইসমত আরা বেগম, সাবেক পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুছ ছালাম আজাদসহ অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। এছাড়া, এননটেক্স গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুছ বাদল, মেসার্স সুপ্রভ স্পিনিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন ও পরিচালক মো. আবু তালহাসহ আরও কয়েকজন ব্যবসায়ীও রয়েছেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান, দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত ২৩ আসামির বিদেশ গমন নিষিদ্ধ করেন। দুদকের আবেদনে বলা হয়েছে, মামলাটি বর্তমানে তদন্তাধীন এবং গোপন সূত্রে জানা গেছে, আসামিরা বিদেশ পালানোর চেষ্টা করছেন। তারা পালিয়ে গেলে তদন্ত ব্যাহত হতে পারে, তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।
গত ২০ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক মো. নাজমুল হুসাইন এ মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে মিথ্যা রেকর্ড তৈরি করে ব্যাংকে বন্ধক দেওয়া জমিতে ভবন বা কারখানা না থাকা সত্ত্বেও সেখানে স্থাপনা দেখিয়ে অতিমূল্যায়ন করেন। এর মাধ্যমে তিন কোটি টাকার জমিকে ১৬০০ কোটি টাকার বেশি দেখিয়ে ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়। এই প্রক্রিয়ায় জনতা ব্যাংকের করপোরেট শাখা থেকে ২৯৭ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা আত্মসাৎ করা হয়।
দুদক এই মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে চার্জশিট দিলে আদালত পরবর্তী ব্যবস্থা নেবে।
