ভাষানটেকে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত
রাজধানীর ভাষানটেকের বিআরবি বস্তিতে লাগা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট একযোগে কাজ করে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। মাত্র ১৫ মিনিটের মধ্যে মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায় এবং প্রায় আধঘণ্টার প্রচেষ্টায় সকাল ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এছাড়া হতাহত বা ক্ষয়ক্ষতির ব্যাপারে ফায়ার সার্ভিস কোনো তথ্য দেয়নি। তবে আগুনে বস্তির বেশ কিছু ঘর পুড়ে গেছে বলে জানা গেছে।
এর আগে, গতকাল (৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে গাবতলীর ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহজাদপুর বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে।
দুই দিনের ব্যবধানে রাজধানীর দুটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
