বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ | ২১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

মিয়ানমার থেকে ফিরলেন ৫৬ বাংলাদেশি জেলে

ছবি: সংগৃহীত

মিয়ানমারের নৌবাহিনীর হাতে আটক হওয়ার দশ ঘণ্টা পর ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগরে মাছ ধরার সময় ছয়টি ট্রলারসহ তাদের আটক করেছিল মিয়ানমারের নৌবাহিনী।

বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

ভুক্তভোগী ট্রলার মালিকদের বরাতে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, বুধবার সকালে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সাগরে বাংলাদেশি জেলেরা মাছ ধরছিলেন। এ সময় ৬টি ট্রলার অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। এরপর মিয়ানমারের নৌবাহিনী তাদের আটক করে।

আটকের পর মিয়ানমার নৌবাহিনী ট্রলারগুলো থেকে মাছ, জাল ও খাবার ছিনিয়ে নেয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে ৫৬ জেলেকে ছেড়ে দেওয়া হয়। তবে ট্রলার ও জাল সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

বাংলাদেশি জেলেদের আটকের এই ঘটনা টেকনাফ উপকূলীয় এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের ঘটনা এড়াতে সীমান্তবর্তী জলসীমায় সতর্কতার সঙ্গে মাছ ধরতে হবে।

Header Ad
Header Ad

রাবিতে সভাপতি নিয়োগের নিয়ে দুই পক্ষের ধস্তাধস্তি

রাবিতে সভাপতি নিয়োগের নিয়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি। ছবি: ঢাকাপ্রকাশ

অন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগের আদেশ প্রত্যাহার এবং নিজ বিভাগ থেকে যোগ্যতার ভিত্তিতে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন শুরু করেন। পরে দুপুর সোয়া তিনটায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

কর্মসূচিতে বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফ রহমান বলেন, ‘আমাদের বিভাগে যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও প্রশাসন রাতের আধারে ফাইন্যান্স বিভাগের একজন শিক্ষককে বদলি করে সভাপতি নিয়োগ দিয়েছে। এতে রীতিমত আমাদের বিভাগের শিক্ষদের যোগ্যতার দিকে প্রশ্ন তোলা হচ্ছে। আমাদের নিজের বিভাগে যখন যোগ্য শিক্ষক রয়েছেন তাহলে কেন আমরা বাইরের বিভাগ থেকে সভাপতি নিব। আমাদের বিভাগের আগের সভাপতি, সেও অন্য বিভাগের ছিলেন। আমাদের কিছু না জানিয়ে তিনি চাকরি ছেড়ে বিদেশে চলে গিয়েছেন। আমরা আর অন্য বিভাগ থেকে সভাপতি চাই না।’

বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘অন্য বিভাগের শিক্ষককে আমরা সভাপতি হিসেবে চাই না। যারা আমাদের বিভাগকে ধারণ করে তাদের একজনকেই জেষ্ঠ্যতার ভিত্তিতে সভাপতি হিসেবে নিয়োগ চাই। আমরা দেখেছি বর্তমান উপাচার্য কীভাবে নিজের ইচ্ছামতো স্নাতক পাস ছাড়াই একজনকে প্রথম শ্রেণির চাকরিতে নিয়োগ দিয়েছেন। এতেই বোঝা যাচ্ছে, আমাদের বিভাগের সভাপতি কীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে নোংরা রাজনীতি আছে, যার শিকার আমরা বিভাগের শিক্ষার্থীরা।’

দুপুর সোয়া তিনটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব স্বাক্ষরিত এক প্রস্তাবনা শিক্ষার্থীদের জানান প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। তিনি বলেন, সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে বিষয়টির সুরাহা করা হবে। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত নব নিযুক্ত অধ্যাপক মোহাম্মদ জাহিদ হোসেন সভাপতির পদে যোগদান করবেন না।

এর আগে, দুপুরের দিকে প্রশাসনিক ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা নামাজ আদায় করতে প্রশাসনিক ভবনে থেকে বের হতে চাইলে, আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের বাঁধা দেন। এসময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন। ধস্তাধস্তির এক পর্যায়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদার অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন বলেন,‘ছাত্রদের বিভাগের বিষয়ে যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে আমরা কর্মকর্তা, কর্মচারীরা কোনোভাবেই সম্পৃক্ত না। আমরা রোজা রেখে, তাদের অনুরোধ করেছি, আমাদের নামাজ পড়ার জন্য আপনারা যেতে দেন। কিন্তু তারা আমাদের যেতে দেন নি। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য তারা এধরনের কাজ করেছে। আমাদের নামাজ পড়তে দেয় নি তারা। এই কাজের সাথে যারা জড়িত, তাদের সুবিচার না হওয়া পর্যন্ত পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সকল কাজ বন্ধ থাকবে।’ 

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক অফিস আদেশে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাহিদ হোসেনকে স্বপদে-স্ববেতনে ও প্রেষণে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে বদলি করা হয়।

যোগদানের তারিখ থেকে প্রচলিত বিধি অনুযায়ী আগামী তিন বছরের জন্য ওই বিভাগের সভাপতি নিয়োগ করা হয়। এ ছাড়া ওই বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদার-কে বিভাগের সভাপতির রুটিন দায়িত্ব থেকে অব্যাহিত দেওয়া হয় আদেশটিতে। আজকের কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ওই আদেশটি প্রত্যাহার করে নিজ বিভাগ থেকে যোগ্যতার ভিত্তিতে সভাপতি নিয়োগের দাবি জানিয়েছেন।

Header Ad
Header Ad

মিরপুরে মুশফিককে ‘গার্ড অব অনার’ দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব

মিরপুরে মুশফিককে ‘গার্ড অব অনার’ দিলেন তামিমরা। ছবি: সংগৃহীত

হঠাৎ করেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার রাতে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, আর ওয়ানডে ফরম্যাটে খেলবেন না। তার এই সিদ্ধান্তের পর থেকেই চলছে প্রশংসা, স্মৃতিচারণ ও আক্ষেপের সুর। বিদায়ী এই কিংবদন্তিকে সম্মান জানাতে মোহামেডান স্পোর্টিং ক্লাব দিয়েছে ‘গার্ড অব অনার’।

বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই ম্যাচেই মুশফিক পেয়েছেন বিশেষ সংবর্ধনা।

মোহামেডানের অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে তার সতীর্থরা ম্যাচ শুরুর আগে মুশফিককে ‘গার্ড অব অনার’ দেন। দলে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজসহ অন্য খেলোয়াড়রা করতালি দিয়ে স্বাগত জানান টাইগার ক্রিকেটের অন্যতম সেরা এই তারকাকে। কিপিং গ্লাভস পরে মাঠে প্রবেশ করেন মুশফিক, আর সতীর্থরা তাকে শ্রদ্ধা জানানোর জন্য দাঁড়িয়ে অভিবাদন জানান।

এর আগে বুধবার রাতে মুশফিক তার অবসরের ঘোষণা দিয়ে লেখেন, "আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই দীর্ঘ পথচলার জন্য। হয়তো বিশ্ব ক্রিকেটের মঞ্চে আমাদের অর্জন সীমিত ছিল, তবে আমি সবসময় শতভাগের বেশি চেষ্টা করেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।"

 

১৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে ওয়ানডেকে বিদায় বললেও টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন মুশফিক।

Header Ad
Header Ad

‘ভালোবাসার মানুষের’ বাহুডোরে পরীমণি, আলোচনায় শেখ সাদী

নায়িকা পরীমণি এবং সংগীতশিল্পী শেখ সাদী। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি তার ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন। সম্প্রতি, তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে দেখা গেছে একজন পুরুষের বাহুডোরে। ছবিটি দেখে তার ভক্তরা বিভিন্ন অনুমান করতে শুরু করেছেন। কিছুটা রহস্যময় এই ছবিটি প্রকাশ করে পরীমণি যেন নতুন প্রেমের ইঙ্গিত দিয়েছেন।

মঙ্গলবার (৫ মার্চ) রাতে পরীমণি এই ছবিটি শেয়ার করেন, যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

যার ক্যাপশনে তারিখ উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে।’ পরীর কথায়, ‘জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে...আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন…।’

নায়িকা পরীমণি এবং সংগীতশিল্পী শেখ সাদী। ছবি: সংগৃহীত

তবে, ছবিতে তার সঙ্গে থাকা পুরুষটির পরিচয় পরীমণি প্রকাশ করেননি, শুধু তার হাত দেখা গেছে। তবে, ভক্তরা মনে করছেন যে এই পুরুষটি হচ্ছেন সংগীতশিল্পী শেখ সাদী। তাদের অনুমানটি শক্তিশালী করার জন্য, তারা লক্ষ্য করেছেন যে, এই দুইজনের হাতঘড়ি মিল রয়েছে।

সম্প্রতি পরীমণি ও শেখ সাদীর মধ্যে প্রেমের গুঞ্জন উঠেছে, এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও একে অপরকে ঘিরে বিভিন্ন পোস্ট ও ইঙ্গিত দেখা যাচ্ছে। এমনকি পরীমণি নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন, “সাদী আমার জীবনে একটা জাদুর মতন। আমি যে কোনো সময় তার সঙ্গে নিজের অনুভূতিগুলো শেয়ার করতে পারি। তিনি আমার জীবনের আশীর্বাদ।”

এরপর, ৬ মার্চ, বৃহস্পতিবার, পরীমণি ছবিটি ফেসবুক থেকে সরিয়ে দিলেও, নিজের অ্যাকাউন্টে একটি গাঁদা ফুলের ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “গাঁদা ফুল ভুলে গাধা হয়ে গেছিলো ভাইইই....!” এই পোস্টটি আরও রহস্য সৃষ্টি করেছে।

এদিকে, নেটিজেনরা মনে করছেন পরীমণি এবং শেখ সাদী লুকিয়ে প্রেম করছেন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে আলোচনা তুঙ্গে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রাবিতে সভাপতি নিয়োগের নিয়ে দুই পক্ষের ধস্তাধস্তি
মিরপুরে মুশফিককে ‘গার্ড অব অনার’ দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব
‘ভালোবাসার মানুষের’ বাহুডোরে পরীমণি, আলোচনায় শেখ সাদী
আতিউর, বারাকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
কিশোরগঞ্জ বার নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়জয়কার
এনআইডি নির্বাচন কমিশনেই রাখা হোক: সিইসি
কুবি শাখা ছাত্রদলের উদ্যোগে নৈশপ্রহরীদের মাঝে সেহরি বিতরণ
পোশাক নিয়ে ঢাবি ছাত্রীকে হেনস্তা, কর্মচারী মোস্তফার জামিন
পুলিশ আইন প্রয়োগ করতে গিয়ে মানুষের আক্রমণের শিকার হচ্ছে: আইজিপি
২১ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় জামিন পেলেন লুৎফুজ্জামান বাবর
লন্ডনে জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা, ছেঁড়া হলো ভারতের পতাকা!
ভাষানটেকে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
রাষ্ট্র নাকি ব্যবসায়ী কার শক্তি বেশি দেখতে চান চট্টগ্রামের ডিসি
আ.লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: ড. ইউনূস
জাবিতে ‘হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের’ পরিচয়ধারী এক ভুয়া শিক্ষার্থী আটক
ভারতের পরবর্তী টার্গেট পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর
মিয়ানমার থেকে ফিরলেন ৫৬ বাংলাদেশি জেলে
রোজাদারের জন্য যেসব কাজ মাকরুহ
রাজধানীর ভাষানটেকে বস্তিতে আগুন
সাবেক এমপি এম এ মালেক গ্রেপ্তার