দুঃখী দেশের তালিকায় বিশ্বে সপ্তম বাংলাদেশ
ফাইল ছবি
কোনো দেশ দুঃখী থাকতে চায় না। কিন্তু বিভিন্ন সমস্যায় জর্জরিত হওয়ার কারণে নাম উঠে দুঃখী দেশের তালিকায়। মার্কিন জরিপকারী সংস্থা গ্যালাপের নতুন একটি জরিপে ১২২টি দেশ দুঃখী দেশের তালিকায় উঠে এসেছে। তালিকায় সাতে রয়েছে বাংলাদেশের নাম।
'২০২২ গ্লোবাল ইমোশনস রিপোর্ট' শিরোনামের বৈশ্বিক এই জরিপে বাংলাদেশের স্কোর ৪৫। বিশ্বে দুঃখী দেশের তালিকায় সপ্তমস্থানে রয়েছে বাংলাদেশ। আর শীর্ষে রয়েছে আফগানিস্তান। দেশটির স্কোর ৫৯।
বিশ্বের ১২২টি দেশের ১ লাখ ২৭ হাজার মানুষের ওপর এই জরিপ চালানো হয়। জরিপে দেখা যায়, ২০২০ সালের তুলনায় গত বছর মানুষ বেশি মানসিক চাপে রয়েছেন। ২০২১ সালে তারা বেশি কষ্টে জীবন অতিবাহিত করেছেন।
শারীরিক জটিলতা, রাগান্বিত, মানসিক চাপ, বিষন্নতার বিষয়ে জরিপে অংশ নেওয়া মানুষদের প্রশ্ন করা হয়। বাংলাদেশে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত এই জরিপ করা হয়। এতে দেশের এক হাজার মানুষ অংশ নেয়।
সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে গ্যালাপের বৈশ্বিক ব্যবস্থাপনা অংশীদার জন ক্লিফটন বলেন, বর্তমান বিশ্ব এখন যুদ্ধ, মুদ্রাস্ফীতি ও বিরল মহামারিতে ভুগছে।
জরিপে অংশ নেওয়া ৪২ শতাংশ মানুষ জানিয়েছেন, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে তারা অনেক বেশি উদ্বেগের মধ্য দিয়ে গেছেন। যা ২০২০ সালের চেয়ে দুই শতাংশ বেশি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জরিপে অংশ নেওয়া ৩১ শতাংশ মানুষ শারীরিক জটিলতা, ২৮ শতাংশ মানুষ মানসিক অবসাদ ও ২৩ শতাংশ মানুষ রাগ অনুভব করেন।
এসজি/