শিগগিরই গঠন করা হবে জাতীয় নাগরিক পার্টির যুব উইং

ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শিগগিরই তাদের যুব উইং গঠন করতে যাচ্ছে। এ লক্ষ্যে আগ্রহীদের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক (যুব উইং) আইনজীবী মো. তরিকুল ইসলাম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তরিকুল ইসলাম তার পোস্টে লিখেছেন, "শিগগিরই জাতীয় নাগরিক পার্টির যুব উইং গঠিত হচ্ছে। দেশ গঠনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনসিপি তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চায়।"
তিনি আরও জানান, "বাংলাদেশের যুবকদের সংগঠিত করতে এনসিপি এই উদ্যোগ নিয়েছে। যারা এই যাত্রায় যুক্ত হতে চান, তারা দলের কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করুন।"
জাতীয় নাগরিক পার্টির যুব উইং দেশের তরুণদের একত্রিত করে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করবে বলে জানান দলটির নেতা তরিকুল ইসলাম। তিনি বলেন, "সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।"
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, যুব উইং গঠনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরির পাশাপাশি জাতীয় রাজনীতিতে তরুণদের আরও সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
