পর্তুগাল-মাল্টার ভিসা পাওয়া যাবে ঢাকা থেকেই: পররাষ্ট্রমন্ত্রী
পর্তুগাল ও মাল্টার কনস্যুলার টিম ঢাকায় এসে ভিসা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। আগামী দুই মাসের মধ্যে পর্তুগালের কনস্যুলার টিম ঢাকায় আসবে বলেও জানান তিনি।
রবিবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পর্তুগাল সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদেরে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, পর্তুগালকে অনুরোধ করেছি একটি কনস্যুলার টিম যেন ঢাকায় এসে ভিসা দেয়। তারা রাজি হয়েছেন। আগামী দুই মাসের একটি টিম আসবে।
পর্তুগালে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে ৫ হাজার ভিসার আবেদন রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ভিসার জন্য অপেক্ষা করছেন।
মাল্টার পররাষ্ট্রমন্ত্রীকেও ভিসা দেওয়ার জন্য ঢাকায় একটি কনস্যুলার টিম পাঠানোর অনুরোধ করেছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনিও প্রস্তাবে সাড়া দিয়েছেন। মাল্টায় যাওয়ার জন্য ৩ হাজার বাংলাদেশি আবেদন করেছেন।
পর্তুগাল ও মাল্টার ঢাকা মিশন না থাকায় দিল্লি থেকে ভিসা নিতে হয় জানিয়ে ড. মোমেন বলেন, এতে বাংলাদেশিদের ভোগান্তি হয়। সে কারণে ঢাকায় মিশন খুলতে অনুরোধ করেছি। আপাতত জরুরিভাবে কনস্যুলার টিম পাঠিয়ে ভিসা দেওয়ার আহ্বান জানিয়েছি।
আরইউ/এমএমএ/