হাসিনা-খালেদাকে নিয়ে পদ্মা সেতু দেখতে চান জাফরুল্লাহ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, চিন্তা করেন প্রথমে আপনার (শেখ হাসিনা) গাড়ি তার পিছনে খালেদা জিয়ার, পিছনে তিনজন মুক্তিযোদ্ধা দাঁড়িয়ে থাকবে। আস্তে আস্তে যাব।
এখনো সময় আছে অন্য দিকে পয়সা খরচ না করে এক পূর্নিমা রাতে চলেন না যাই৷ এইটাই হবে বাংলাদেশ।
রবিবার (৩ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে 'হয়রানিমূলক মামলায় রাজবন্দি ও ধর্মীয় নেতাদের দীর্ঘ কারাবাস: নাগরিক সমাজের উদ্বেগ' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণ মতামত কেন্দ্র এই সভার আয়োজন করে।
আয়োজক সংগঠনের উদ্দেশে জাফরুল্লাহ বলেন, আপনাদের উপর আমার রাগ আছে। আপনারা এখানে ঘরের মধ্যে বসে মিটিং করেন। আমরা বেশ কয়েক বার বলেছি-চলেন না, হাজার দশেক লোক নিয়ে হাইকোর্ট ঘেরাও করি। আমার প্রস্তাব হচ্ছে দুই দিনের মধ্যে সবার জামিন না হলে আমরা সবাই ঘেরাও করে থাকব। ওদের মুক্তি না হলে হাইকোর্টে ঈদের জামাত হবে না। আমরাই ওইখানে মাঠ দখল করে বসে থাকব।
সরকারের উদ্দেশে তিনি বলেন, আজকে আমাদের একটা মাত্র দাবি দুই দিনের মধ্যে আলেমসহ সকল রাজনৈতিক কর্মীসহ খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। হাজি সেলিমকে প্যারালালে মুক্তি দিতে পারেন কিন্তু খালেদা জিয়াকে পদ্মা সেতু দেখতে দিতে পারেন না।
'জিনিসপত্রের যে দাম বেড়েছে ১০ তারিখ কি আমরা ঈদ করতে পারব? কিছুলোক করবে কিন্তু বেশিরভাগ লোকের হাসি আসবে না। '
গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, এখনো আপনাদের সুযোগ আছে। সুষ্ঠু নির্বাচন দিন, সকল রাজনৈতিক দলকে নিয়ে বসুন। সকল আলেম ওলামাদের ঈদের আগে মুক্তি দেন যেন তারা পরিবারের সঙ্গে ঈদে করতে পারে। তা নাহলে আপনাদের এই জনগণ ক্ষমা করবে না।
এমএইচ/এমএমএ/