ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল অনিশ্চিত
আসন্ন ঈদের আগে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার অনিশ্চিত। সেতুতে ক্যামেরা, আর্টিফিশিয়াল সিকিউরিটি এবং স্পিড গান বসানোর পর মোটরসাইকেলের বিষয়ে সিদ্ধান্ত হবে। এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
রবিবার (৩ জুলাই) মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব।
আনোয়ারুল ইসলাম বলেন, পদ্মা সেতুতে কাজ চলছে। ঈদের আগে এসব কাজ শেষ হবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, গত ২৫ জুন প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করেন। ২৬ জুন সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ওইদিন যেসব যানবাহন সেতু পারাপার হয় তার মধ্যে ৭৫ শতাংশ ছিল মোটরসাইকেল। তাছাড়া মোটরসাইকেল পারাপার হতে গিয়ে সেতুর দুই প্রান্তে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মোটরসাইকেল আরোহীররা সেতুতে নেমে ফটোসেশন করেন, আড্ডা দেন, সেলফি তুলেন। এমনকি কেউ কেউ সেতুর নাট খুলে টিকটিক করেন। কেউবা নাট খুলে ভিডিও ধারণ করে নেতিবাচক প্রচারণা চালান। এমনকি ২৬ জুন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন মারা যায়। এসব ঘটনার পর সেতু কর্তৃপক্ষ সেতুতে মোটরসাইকেল পারাপার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
এনএইচবি/আরএ/