মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | ২ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

কুয়েতে ৪২ হাজার নাগরিকের নাগরিকত্ব বাতিল: রাতারাতি রাষ্ট্রহীন হয়ে পড়ার শঙ্কা

ছবি: সংগৃহীত

কুয়েত সরকার নতুন সংশোধনী অনুযায়ী প্রায় ৪২ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করেছে, যা দেশটির জন্য নীতিগতভাবে বড় পরিবর্তন। ডিসেম্বরে পাশ করা সংশোধনী অনুযায়ী, নৈতিক দুর্নীতি, রাষ্ট্রের নিরাপত্তার হুমকি, বা আমির ও ধর্মীয় ব্যক্তিত্বদের সমালোচনার কারণে নাগরিকত্ব বাতিল করা যাবে।

৮৪ বছর বয়সী আমির মিলাশ আল-আহমাদ আল-জাবের আল-সাবহ-এর শাসনামলে কুয়েতে গণতন্ত্রকে সীমিত করে কর্তৃত্ববাদী নীতি অনুসরণ করা হচ্ছে। তিনি গত বছরের মে মাসে সংসদ স্থগিত করেন এবং সংবিধান সংশোধনের ঘোষণা দেন। তার মতে, রাজনৈতিক অচলাবস্থা কুয়েতকে পঙ্গু করে রেখেছে।

নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতি সপ্তাহে বাতিলকৃত নাগরিকদের নাম প্রকাশ করা হচ্ছে। গত ৬ মার্চ একদিনেই ৪৬৪ জনের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। এর মধ্যে ১২ জনকে অবৈধভাবে দ্বৈত নাগরিকত্ব রাখার অভিযোগে এবং ৪৫১ জনকে জালিয়াতি ও প্রতারণার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।

কুয়েত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না। তাই নাগরিকত্ব অর্জনকারীদের তাদের আগের নাগরিকত্ব ত্যাগ করতে হয়। এতে বিশেষ করে কুয়েতি নাগরিককে বিয়ে করে নাগরিকত্ব পাওয়া নারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা এখন মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে রাষ্ট্রবিহীন অবস্থায় পড়েছেন।

কুয়েতি গবেষক ক্লেয়ার বেউগ্রা বলেন, "এই পদক্ষেপগুলোর গতি এবং আক্রান্ত মানুষের সংখ্যা কুয়েতের ইতিহাসে অভূতপূর্ব। সরকার এলোমেলোভাবে এগিয়ে যাচ্ছে।"

সরকারের এ পদক্ষেপের সমালোচনা করায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সংসদ সদস্যদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই দমনপীড়নের নিন্দা জানিয়েছে।

কুয়েতে এমন একাধিক নাগরিকত্বহীন জনগোষ্ঠী রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ‘বিডুন’ সম্প্রদায়। তারা বেশিরভাগই যাযাবর গোত্রের বংশধর, যারা কখনও প্রমাণ করতে পারেনি যে তারা কুয়েতি নাগরিক। তারা সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকারের বাইরে রয়ে গেছে।

বর্তমান পরিস্থিতিতে অনেক কুয়েতি নাগরিকই ভিন্ন দেশে চলে যাওয়ার পরিকল্পনা করছেন, কারণ নাগরিকত্ব বাতিলের হুমকি তাদের জীবনকে অনিশ্চিত করে তুলেছে।

Header Ad
Header Ad

ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ

ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপরাষ্ট্র মালদ্বীপ ইসরায়েলি নাগরিকদের জন্য নিজ দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে। ফিলিস্তিনিদের প্রতি ‘দৃঢ় সংহতি’ প্রকাশ করে মালদ্বীপ সরকার মঙ্গলবার (১৫ এপ্রিল) এই সিদ্ধান্ত ঘোষণা করে এবং এর সঙ্গে সঙ্গে এক আইনে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু স্বাক্ষর করেন।

সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, “ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংসতা ও গণহত্যা বন্ধের দাবিতে সরকারের এই কঠোর অবস্থান।” এতে আরও বলা হয়, মালদ্বীপ ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে।

মালদ্বীপ ১ হাজার ১৯২টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত একটি পর্যটননির্ভর দেশ, যেখানে বিলাসবহুল হোটেল-রিসোর্ট, সাদা বালির সৈকত এবং ফিরোজা লেগুনে ঘেরা মনোরম প্রকৃতি বিশ্বজুড়ে পরিচিত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে ভ্রমণ করেছেন ২ লাখ ১৪ হাজার বিদেশি পর্যটক। এর মধ্যে মাত্র ৫৯ জন ছিলেন ইসরায়েলি নাগরিক।

১৯৯০-এর দশকে মালদ্বীপ ইসরায়েলি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। ২০১০ সালে দেশটি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগও নেয়। তবে সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও জনমত গড়ে ওঠে মালদ্বীপে। এরই প্রেক্ষিতে বিরোধী রাজনৈতিক দলগুলো এবং সরকারের জোটসঙ্গীরাও ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধের দাবিতে চাপ সৃষ্টি করে আসছিল।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় শুরু হয় ইসরায়েলি অভিযান। ইসরায়েলি তথ্য অনুযায়ী ওই হামলায় ১ হাজার ২১৮ জন নিহত হন। আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রায় দেড় বছরে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৫০ হাজার ৯৮৩ জন ফিলিস্তিনি।

Header Ad
Header Ad

লিটারে ১৪ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম

ছবি: সংগৃহীত

বাজারে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা নির্ধারণ করেছে সরকার।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে এক পর্যালোচনা সভা শেষে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

তিনি জানান, বাজারে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল এখন থেকে ৯২২ টাকায় বিক্রি হবে। পাশাপাশি, খোলা পাম তেলের দামও প্রতি লিটার ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম অনতিবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

পর্যালোচনা সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ছবি: সংগৃহীত

সভায় জানানো হয়, ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিত করতে এরইমধ্যে দু’টি তেল কোম্পানি উৎপাদন শুরু করেছে। আরও ৬-৭টি প্রতিষ্ঠান দ্রুত উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে।

সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ছাড়াও বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতারা এবং সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

গতবার ২০২৩ সালের ৯ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর বেশ কিছুদিন দাম স্থির থাকলেও চলমান বাজার পরিস্থিতি ও আমদানি ব্যয় বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হলো।

এর আগে, গত ১৩ এপ্রিল রাতেই তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছিল। তবে সরকারি অনুমোদন না থাকায় তখন তা কার্যকর হয়নি।

Header Ad
Header Ad

মুজিব শতবর্ষে বিসিবির খরচ ৭ কোটি, দেখানো হয়েছে ২৫ কোটি!

ছবি: সংগৃহীত

মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠানে ব্যয়ের নামে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে হঠাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে দুদকের তিন সদস্যের একটি বিশেষ টিম মিরপুরের বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করে।

দুদকের সহকারী পরিচালক আল আমিন জানান, মুজিব শতবর্ষ উদযাপনের জন্য বরাদ্দ ছিল ১৫ কোটি টাকা। কিন্তু বিসিবি ব্যয় দেখিয়েছে প্রায় ২৫ কোটি টাকা। অভিযোগ রয়েছে, প্রকৃত ব্যয় হয়েছে মাত্র ৭ কোটির কিছু বেশি। অর্থাৎ প্রাথমিকভাবে প্রায় ১৯ কোটি টাকার আর্থিক অসঙ্গতি শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, “আমরা অভিযোগ পেয়েছি, এখানে প্রকৃত ব্যয়ের তুলনায় অনেক বেশি খরচ দেখানো হয়েছে। টিকিট বিক্রি থেকে যে ২ কোটি টাকা আয় হয়েছিল, সেটিও খরচের মধ্যে দেখানো হয়নি। অর্থাৎ মোট অনিয়মের পরিমাণ ২০ কোটি টাকা বা তারও বেশি হতে পারে।”

দুদক জানিয়েছে, এসব এখনো অভিযোগের পর্যায়ে রয়েছে। যথাযথ নথি যাচাই-বাছাই শেষে এনফোর্সমেন্ট ইউনিটে প্রতিবেদন দাখিল করা হবে। এরপর কমিশন পরবর্তী পদক্ষেপ ঠিক করবে।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী বলেন, “দুদকের তদন্ত কাজে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। প্রয়োজনীয় ডকুমেন্টস সরবরাহে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, মুজিব শতবর্ষ উপলক্ষে বিসিবি আয়োজন করেছিল বিশেষ কনসার্ট ও নানা অনুষ্ঠান। সেই আয়োজনে স্বচ্ছতা নিয়েই এখন প্রশ্ন উঠেছে, যা দেশের ক্রিকেট প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসেও প্রভাব ফেলতে পারে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ
লিটারে ১৪ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
মুজিব শতবর্ষে বিসিবির খরচ ৭ কোটি, দেখানো হয়েছে ২৫ কোটি!
ইঞ্জিন-কোচ সংকটে বিপর্যস্ত রেল: সারাদেশে বন্ধ ৭৯টি ট্রেন
চাকরির প্রথম দিনেই দুর্ঘটনায় যুবকের মৃত্যু
দোহার উপজেলায় দুর্ধর্ষ ডাকাতি, ৩৩ ভরি স্বর্ণসহ ৫৫ লাখ টাকা লুট
হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান, আর্থিক হিসাবে অসঙ্গতির অভিযোগ
ভারতে ইসলামকে অবমাননা করে ‘জি বাংলা’ চ্যানেলে নতুন ধারাবাহিক
প্লট দুর্নীতি: হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মার্কিন পুরস্কার প্রত্যাখ্যান করায় উমামাকে ফিলিস্তিন রাষ্ট্রদূতের বিশেষ সম্মাননা
আজ ড্রোন আর লেজার শোতে ঝলমলে হবে ঢাকার আকাশ
রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি, গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা
মিয়ানমারে আটক ২০ বাংলাদেশি দেশে ফিরছেন
পহেলা বৈশাখে রাজধানীতে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
সন্ধ্যায় দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
বর্ষবরণ শোভাযাত্রায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’, প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’
পুরুষদের জন্য আসছে হরমোনবিহীন জন্মনিয়ন্ত্রণ পিল
স্বর্ণের দাম ভরিতে কমলো ১ হাজার ৩৮ টাকা
ভারতে ওয়াকফ আইন পাস হওয়ার পর প্রথম পদক্ষেপ: মধ্যপ্রদেশে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো মাদ্রাসা
পিএসএলে ৩ উইকেটের সঙ্গে ৩ রেকর্ডে নাম লেখালেন রিশাদ