ভারতে ওয়াকফ আইন পাস হওয়ার পর প্রথম পদক্ষেপ: মধ্যপ্রদেশে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো মাদ্রাসা

ছবি: সংগৃহীত
ভারতে সদ্য পাস হওয়া ওয়াকফ (Waqf) সংশোধনী আইনের পরই প্রথম বড় পদক্ষেপ হিসেবে বুলডোজার চালানো হলো একটি মাদ্রাসায়। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের পান্না জেলার বিডি কলোনিতে ৩০ বছর ধরে পরিচালিত একটি মাদ্রাসা ‘অবৈধ নির্মাণ’ অভিযোগে গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। যদিও প্রশাসনের দাবি, মাদ্রাসা পরিচালনা কমিটিই স্বেচ্ছায় এই ধ্বংস কার্য সম্পন্ন করেছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমিতে গড়ে ওঠা মাদ্রাসাটির বিরুদ্ধে প্রথম লিখিত অভিযোগ করেন এক মুসলিম ব্যক্তি। এরপর মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি বিষ্ণু দত্ত শর্মা বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে, মাদ্রাসা কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়। দীর্ঘ সময় ধরে একাধিক নোটিশ জারির পরও ব্যবস্থা না নেয়া হলেও, নতুন ওয়াকফ আইন পাস হওয়ার পর আইন প্রয়োগের কঠোর বার্তা পেয়ে মাদ্রাসা কমিটি নিজেরাই ধ্বংস প্রক্রিয়া শুরু করে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, শুরুতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের অনুমোদনে মাদ্রাসাটি চালু হলেও, পরবর্তীতে এটি পুরসভার আওতায় চলে আসে এবং তখন থেকেই নির্মাণটি ‘অবৈধ’ বলে ঘোষণা করা হয়। মামলাও চলছিল আদালতে। সম্প্রতি আইন অনুযায়ী এটি ভেঙে ফেলা অবশ্যম্ভাবী হয়ে পড়ে, ফলে মাদ্রাসা কমিটি নিজেরাই বুলডোজার এনে ভাঙচুর সম্পন্ন করে।
বিষ্ণু দত্ত শর্মা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, “ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে এই ধরনের অব্যবস্থাপনা ও অপব্যবহার রোধ করা সম্ভব হবে। এসব সম্পত্তি এখন সরাসরি সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে কাজে লাগানো হবে।” প্রশাসনের পক্ষ থেকে এটিকে একটি ‘আইনসম্মত ও প্রতীকী পদক্ষেপ’ বলে আখ্যায়িত করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
