মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | ২ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ে গাড়িচাপায় দু’জন নিহত, আহত ৬৮  

সন্দেহভাজন হামলাকারীর নাম তালেব এ (৫০)। ছবি: সংগৃহীত

জার্মানির ম্যাগডেবার্গ শহরের ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে গাড়িচাপায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে জানায় বিবিসির এক প্রতিবেদনে।

দেশটির কর্মকর্তারা এই ঘটনাকে আন্তর্জাতিক হামলা হিসেবে উল্লেখ করেছেন। ঘটনাস্থল থেকে আটক চালককে হেফাজতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে তদন্তও শুরু হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

জার্মান পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃত ব্যক্তি সৌদি আরবের নাগরিক। ২০০৬ সালে থেকে তিনি জার্মানিতে বসবাস করছেন। সম্প্রতি তিনি বার্নবার্গে একজন চিকিৎসক হিসেবে কাজ করেছিলেন।

জার্মানির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি বলছে, সন্দেহভাজন হামলাকারীর নাম তালেব এ (৫০)। তিনি মনোরোগ বিশেষজ্ঞ।

রয়টার্সের খবরে বলা হয়েছে, সৌদি আরব এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়।

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ওলাফ শলৎজ ঘটনাস্থল পরিদর্শন করবেন।

দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার আগে গাড়িটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন চালক। এরপরেই ভিড়ের মধ্যে উঠিয়ে হামলা চালান তিনি।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সন্দেহভাজনকারী ব্যক্তি একাই এই হামলা চালিয়েছেন। এখন পর্যন্ত এমন কোনো তথ্য নেই যে এই হামলায় অন্য কেউ জড়িত আছে। তবে এই ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।

Header Ad
Header Ad

লিটারে ১৪ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম

ছবি: সংগৃহীত

বাজারে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা নির্ধারণ করেছে সরকার।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে এক পর্যালোচনা সভা শেষে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

তিনি জানান, বাজারে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল এখন থেকে ৯২২ টাকায় বিক্রি হবে। পাশাপাশি, খোলা পাম তেলের দামও প্রতি লিটার ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম অনতিবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

পর্যালোচনা সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ছবি: সংগৃহীত

সভায় জানানো হয়, ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিত করতে এরইমধ্যে দু’টি তেল কোম্পানি উৎপাদন শুরু করেছে। আরও ৬-৭টি প্রতিষ্ঠান দ্রুত উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে।

সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ছাড়াও বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতারা এবং সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

গতবার ২০২৩ সালের ৯ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর বেশ কিছুদিন দাম স্থির থাকলেও চলমান বাজার পরিস্থিতি ও আমদানি ব্যয় বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হলো।

এর আগে, গত ১৩ এপ্রিল রাতেই তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছিল। তবে সরকারি অনুমোদন না থাকায় তখন তা কার্যকর হয়নি।

Header Ad
Header Ad

মুজিব শতবর্ষে বিসিবির খরচ ৭ কোটি, দেখানো হয়েছে ২৫ কোটি!

ছবি: সংগৃহীত

মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠানে ব্যয়ের নামে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে হঠাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে দুদকের তিন সদস্যের একটি বিশেষ টিম মিরপুরের বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করে।

দুদকের সহকারী পরিচালক আল আমিন জানান, মুজিব শতবর্ষ উদযাপনের জন্য বরাদ্দ ছিল ১৫ কোটি টাকা। কিন্তু বিসিবি ব্যয় দেখিয়েছে প্রায় ২৫ কোটি টাকা। অভিযোগ রয়েছে, প্রকৃত ব্যয় হয়েছে মাত্র ৭ কোটির কিছু বেশি। অর্থাৎ প্রাথমিকভাবে প্রায় ১৯ কোটি টাকার আর্থিক অসঙ্গতি শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, “আমরা অভিযোগ পেয়েছি, এখানে প্রকৃত ব্যয়ের তুলনায় অনেক বেশি খরচ দেখানো হয়েছে। টিকিট বিক্রি থেকে যে ২ কোটি টাকা আয় হয়েছিল, সেটিও খরচের মধ্যে দেখানো হয়নি। অর্থাৎ মোট অনিয়মের পরিমাণ ২০ কোটি টাকা বা তারও বেশি হতে পারে।”

দুদক জানিয়েছে, এসব এখনো অভিযোগের পর্যায়ে রয়েছে। যথাযথ নথি যাচাই-বাছাই শেষে এনফোর্সমেন্ট ইউনিটে প্রতিবেদন দাখিল করা হবে। এরপর কমিশন পরবর্তী পদক্ষেপ ঠিক করবে।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী বলেন, “দুদকের তদন্ত কাজে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। প্রয়োজনীয় ডকুমেন্টস সরবরাহে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, মুজিব শতবর্ষ উপলক্ষে বিসিবি আয়োজন করেছিল বিশেষ কনসার্ট ও নানা অনুষ্ঠান। সেই আয়োজনে স্বচ্ছতা নিয়েই এখন প্রশ্ন উঠেছে, যা দেশের ক্রিকেট প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসেও প্রভাব ফেলতে পারে।

Header Ad
Header Ad

ইঞ্জিন-কোচ সংকটে বিপর্যস্ত রেল: সারাদেশে বন্ধ ৭৯টি ট্রেন

ছবি: সংগৃহীত

অধিক জনসংখ্যার বাংলাদেশে ট্রেন দীর্ঘদিন ধরেই সাশ্রয়ী, আরামদায়ক ও জনপ্রিয় গণপরিবহন। বিশেষ করে ঈদ বা বড় কোনো উৎসব সামনে এলেই যাত্রীচাপে ভরপুর হয়ে ওঠে রেলস্টেশনগুলো। কিন্তু চাহিদা বাড়লেও সেই অনুপাতে বাড়েনি রেলের সক্ষমতা। বরং ইঞ্জিন, কোচ ও জনবলের অভাবে বন্ধ হয়ে গেছে দেশের ৭৯টি ট্রেন।

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ২৭৫টি ট্রেন চলাচল করছে, যার মধ্যে আন্তঃনগর ১২০টি, কমিউটার ও মেইল ১২৮টি, কনটেইনার ট্রেন ৮টি এবং গুডস ট্রেন ১৯টি। অন্যদিকে বন্ধ রয়েছে ৭৯টি লোকাল, মিশ্র ও ডেমু ট্রেন। বন্ধ ট্রেনগুলোর মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরেই চলাচল না করা অনেক রুটের ট্রেন, আবার কিছু ট্রেন সাম্প্রতিক সময়েও ইঞ্জিন বা কোচ স্বল্পতার কারণে বন্ধ হয়েছে।

বয়স পেরিয়েছে ইঞ্জিনের, কমছে সক্ষমতা-

রেলের বহরে বর্তমানে ২৯৭টি ইঞ্জিন থাকলেও এর অর্ধেকের বেশি অর্থনৈতিক আয়ুষ্কাল পেরিয়ে গেছে। এর মধ্যে মিটারগেজ ইঞ্জিন ১৬৭টি ও ব্রডগেজ ইঞ্জিন ১৩০টি। ২০ বছর মেয়াদি আয়ের বিবেচনায় কেবল ১৪৭টি ইঞ্জিন এখনও কার্যক্ষম হিসেবে বিবেচিত। বাকি ১৫০টি ইঞ্জিনের মধ্যে ৮৪টির বয়স ৪০ বছর ছাড়িয়ে গেছে। এ অবস্থায় ট্রেন চালু রাখা দিন দিন কঠিন হয়ে পড়ছে।

যেসব ট্রেন এখন বন্ধ-

ইঞ্জিন ও কোচ সংকটে পূর্বাঞ্চলে বন্ধ রয়েছে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, আখাউড়া, লাকসাম, নোয়াখালী, ঢাকা ও নারায়ণগঞ্জ রুটের ৩৬টি ট্রেন। পশ্চিমাঞ্চলে বন্ধ আছে ৩৭টি ট্রেন, যেগুলোর মধ্যে বেশিরভাগ লোকাল ও মিশ্র ট্রেন। এর পাশাপাশি ভারতগামী বন্ধন, মৈত্রী ও মিতালি এক্সপ্রেসও দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে।

কিছু উল্লেখযোগ্য ট্রেন বন্ধের সময় ও কারণ-

ইঞ্জিন ও ক্রু সংকটে: ঈশা খাঁ এক্সপ্রেস, কুশিয়ারা এক্সপ্রেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিউটার।

আন্ডার রিপেয়ার: রংপুর ও পঞ্চগড় কমিউটার (ডেমু), নারায়ণগঞ্জ কমিউটার।

নাশকতার আশঙ্কায়: ঈশ্বরদী-রাজশাহী লোকাল (২০২৩ সালের ডিসেম্বর থেকে বন্ধ)।

যাত্রী সংকটে: চন্দনা/ভাঙ্গা কমিউটার (২০২৪ সালের আগস্টে বন্ধ)।

রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, "ইঞ্জিন কিনতে চাইলে সেটি দ্রুত হয় না। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। অর্থ পাওয়া গেলেও টেন্ডার, অর্ডার, আমদানি—সব মিলিয়ে ইঞ্জিন পেতে সময় লাগে ২-৩ বছর।" তিনি জানান, বর্তমানে মিটারগেজ ও ব্রডগেজ মিলিয়ে প্রায় ৯০টি নতুন ইঞ্জিনের প্রয়োজন রয়েছে। ইতোমধ্যে এডিবির অর্থায়নে ৩০টি মিটারগেজ ইঞ্জিন কেনার একটি প্রকল্প অনুমোদন পেয়েছে।

যোগাযোগ বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন, “রেলের সমস্যা দীর্ঘদিনের পরিকল্পনাহীনতা। মাস্টারপ্ল্যান থাকলেও বাস্তবায়নে গাফিলতি আছে। সময়মতো লোকবল নিয়োগ বা ইঞ্জিন কেনার উদ্যোগ নেয়া হয়নি। এখন রেললাইন বাড়ানো হচ্ছে, কিন্তু ইঞ্জিন-কোচ বা দক্ষ জনবল নেই। আউটসোর্সিংয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানো হচ্ছে, যা ভবিষ্যতে বড় দুর্ঘটনার কারণ হতে পারে।”

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

লিটারে ১৪ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
মুজিব শতবর্ষে বিসিবির খরচ ৭ কোটি, দেখানো হয়েছে ২৫ কোটি!
ইঞ্জিন-কোচ সংকটে বিপর্যস্ত রেল: সারাদেশে বন্ধ ৭৯টি ট্রেন
চাকরির প্রথম দিনেই দুর্ঘটনায় যুবকের মৃত্যু
দোহার উপজেলায় দুর্ধর্ষ ডাকাতি, ৩৩ ভরি স্বর্ণসহ ৫৫ লাখ টাকা লুট
হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান, আর্থিক হিসাবে অসঙ্গতির অভিযোগ
ভারতে ইসলামকে অবমাননা করে ‘জি বাংলা’ চ্যানেলে নতুন ধারাবাহিক
প্লট দুর্নীতি: হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মার্কিন পুরস্কার প্রত্যাখ্যান করায় উমামাকে ফিলিস্তিন রাষ্ট্রদূতের বিশেষ সম্মাননা
আজ ড্রোন আর লেজার শোতে ঝলমলে হবে ঢাকার আকাশ
রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি, গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা
মিয়ানমারে আটক ২০ বাংলাদেশি দেশে ফিরছেন
পহেলা বৈশাখে রাজধানীতে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
সন্ধ্যায় দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
বর্ষবরণ শোভাযাত্রায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’, প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’
পুরুষদের জন্য আসছে হরমোনবিহীন জন্মনিয়ন্ত্রণ পিল
স্বর্ণের দাম ভরিতে কমলো ১ হাজার ৩৮ টাকা
ভারতে ওয়াকফ আইন পাস হওয়ার পর প্রথম পদক্ষেপ: মধ্যপ্রদেশে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো মাদ্রাসা
পিএসএলে ৩ উইকেটের সঙ্গে ৩ রেকর্ডে নাম লেখালেন রিশাদ
আজ পহেলা বৈশাখ, নতুন চেতনায় বর্ষবরণের আয়োজন