বেড়েছে পরিবহনের ভাড়া, দুর্ভোগে যাত্রীরা
জ্বালানি তেলের বর্ধিত দামের সঙ্গে সমন্বয় করে বাড়ানো হয়েছে বাস ভাড়া। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সব মহানগরে প্রতি কিলোমিটারে বাসভাড়া ৩৫ পয়সা বাড়ানো হয়েছে। আর দূরপাল্লার বাসে বেড়েছে ৪০ পয়সা। রবিবার (৭ আগস্ট) থেকে এ নতুন ভাড়া কার্যকর হয়েছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির একদিন পরে বেড়েছে পরিবহনের এই ভাড়া। বাড়তি ভাড়ার কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় সংকটে পড়েছে মানুষ।
এসময় গাড়ি সংকটে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। যার ফলে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন।
রবিবার সকালে রাজধানীর, সায়েদাবাদ ধোলাইপাড়, শনিরআখড়া, যাত্রাবাড়ী, গুলিস্তান, ধানমন্ডি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সায়েদাবাদে কথা হয় বলাকা পরিবহনের যাত্রী মনির মিয়ার সঙ্গে। তিনি বলেন, বাড়তি ভাড়ার কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় আমার মতো মানুষ আর্থিক ভোগান্তিতে পড়েছে।
সায়েদাবাদ চোরাস্তায় কথা হয় নজরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, বাসের ভাড়া বৃদ্ধির কারণে চরম বিপাকে পড়েছি আমরা। আর কত কষ্ট করতে হবে সাধারণ মানুষকে।
রাজধানীর বেশ কিছু এলাকায় দেখা গেছে, গণপরিবহনের সংকটও রয়েছে অনেক জায়গায়। গাড়ি সংকটে অজুহাতে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। যার ফলে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকে একারণে ক্ষোভও প্রকাশ করেছেন।
চট্টগ্রাম রোড থেকে গুলিস্তান পর্যন্ত চলে মোল্লা পরিবহনের একটি বাস। এ বাসে উঠে দেখা গেছে, নির্ধারিত নতুন ভাড়ার চেয়ে পাঁচ টাকা করে বেশি নিচ্ছেন কনডাক্টর। এ নিয়ে সাধারণ যাত্রীদের সঙ্গে চালকের সহাকারীর কথা কাটাকাটিও হচ্ছে। তারপরও অনেক যাত্রী এটা মেনে নিচ্ছেন।
সবুজ নামে নামে এক যাত্রী বলেন, সরকার তেলের দাম বাড়ানোয় বাড়তি ভাড়া নিচ্ছেন পরিবহনকর্মীরা। আমি মাতুয়াইল থেকে উঠলাম, বলল গুলিস্তান পর্যন্ত ভাড়া ৩০ টাকা, যেখানে আগে ছিল ২০ টাকা। কী আর করা বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই যেতে হচ্ছে। আমরা সাধারণ মানুষ কষ্টে পড়ে গেছি। এভাবে আর কত চলবে? বেতন পাই কত টাকা। কিন্তু প্রতিনিয়ত খরচ বাড়ছেই। বেতন তো সেভাবে বাড়ছে না।
পরিবহনের সংকটের বিষয়ে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাজমা বেগম বলেন, কাজলা থেকে অন্য সময় সকাল সাড়ে ৮টার পর বের হই। কিন্তু বাস সংকটের কথা চিন্তা করে আজ ৮টায় বের হয়েছি। তবুও বাস পাচ্ছি না। একটা বাস এলে সবাই ঝাঁপিয়ে পড়ছে। আমি নারী, আমার তো আর সেভাবে ওঠা সম্ভব নয়। সেজন্য এক ঘণ্টা দাঁড়িয়েই আছি।
কেএম/এসএন