নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল, পুলিশের লাঠিচার্জ-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের হুঁশিয়ারিকে উপেক্ষা করে রাজধানীতে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর মিছিল করেছে। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মিছিলটি শুরু হয়, যার নেতৃত্বে ছিল সংগঠনটির নেতাকর্মীরা।
মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে। তবে এর আগে প্রায় ১৫ মিনিট নির্বিঘ্নে মিছিলটি চলতে থাকে। পরে পুলিশের টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ার পর মিছিলের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
কিন্তু তারা আবারও একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা করে, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরো কয়েক রাউন্ড টিয়ারশেল ছুড়ে তাদের প্রতিহত করে। এ সময় হিযবুত তাহরীরের কর্মীদের ইট-পাটকেল ছোঁড়ার দৃশ্যও দেখা যায়।
এ ঘটনার আগে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকলেও, হিযবুত তাহরীর তাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী “মুক্তির এক পথ, খিলাফত, খিলাফত” স্লোগানে মিছিল শুরু করে।
এটি ছিল দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসা হিযবুত তাহরীরের প্রকাশ্যে চলে আসা কর্মসূচির অংশ। গত ৫ আগস্ট থেকে সংগঠনটি আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে, যার মধ্যে মিছিল ও গোলটেবিল বৈঠকও অন্তর্ভুক্ত। সংগঠনটি চট্টগ্রামেও নানা কর্মসূচি পালন করেছে।
শুক্রবার, বায়তুল মোকাররমের উত্তর গেটে “মার্চ ফর খিলাফত” কর্মসূচির ডাক দেওয়া হয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়।
দেশের আইন অনুযায়ী নিষিদ্ধ সংগঠন হওয়ায়, হিযবুত তাহরীরের এসব কার্যক্রমে বাধা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিষেধাজ্ঞা জারি করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পল্টন মোড় থেকে বায়তুল মোকাররমের চারপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান নেয়।
