নেপালকে উড়িয়ে জয়ের হ্যাটট্রিক বাংলাদেশের
বঙ্গবন্ধু কাপ কাবাডিতে সাফল্যের ধারা বজায় রেখেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার (১৬ মার্চ) নেপালকে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। পেয়েছেন হ্যাটট্রিক জয়। এর আগে পোল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচে বিধ্বস্ত করে আর্জেন্টিনাকে।
আজ পল্টনের শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে দিনের তৃতীয় ম্যাচে নেপালকে ৪০-২৪ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের ম্যাচটিতে একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলে স্বাগতিকরা। দলের জয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন রাসেল হাসান।
নেপাল ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক ছিল বাংলাদেশের খেলোয়াড়রা। অল্প সময়েই এগিয়ে যায় ৯-০ করে ব্যবধানে। এরপর পয়েন্টের খাতা খুলে অতিথিরা। বিরতির আগ পর্যন্ত তাদের খাতায় যোগ হয় আর মাত্র ৮। বিপরীতে বাংলাদেশ ছিল দুর্বার। তারা যোগ করে আরও ১২ পয়েন্ট। ২১-৯ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে প্রতিপক্ষকে অলআউট করে একবার। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ অর্জন করে আরও ১৯ পয়েন্ট এবং নেপালের খাতায় যোগ হয় ১৩ পয়েন্ট। তাতে শেষতক দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে সাজুরাম গয়াতের শিষ্যরা।
টানা তিন ম্যাচ জেতায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। অপরদিকে, তিন ম্যাচের দুটি হেরে শেষ চারে যাওয়াটা অনেক কঠিন হয়ে গেল নেপালের জন্য। বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল ১৭ মার্চ। প্রতিপক্ষ ইংল্যান্ড। দুই দলের লড়াই শুরু হবে দুপুর ২টায়।
এসজি