মোহাম্মদপুরে পুলিশের অভিযানে ছিনতাইকারী-চাঁদাবাজসহ গ্রেপ্তার ১০

পুলিশের অভিযানে ছিনতাইকারী-চাঁদাবাজসহ গ্রেপ্তার ১০। ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী, চাঁদাবাজ ও মাদক কারবারিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে দেশীয় অস্ত্র ও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- লিটন (২৭), জহিরুল (২০), রফিক (৩০), হানিফ (২৪), নুর হোসেন (২২), ইব্রাহিম (২৫), সাইদ (২৫), রুমান (২৫), পারভেজ (৩৫) ও সিয়াম (১৯)।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন চিহ্নিত মাদককারবারি, পেশাদার ছিনতাইকারী ও পরোয়ানাভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে ইতোমধ্যেই একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার এক কর্মকর্তা বলেন, অপরাধ দমনে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করবো।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
