৫ ডিসেম্বর নির্বাচন হলে ভালো হয়: আযম খান

বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। ছবি: ঢাকাপ্রকাশ
আগস্টের ৫ তারিখে স্বৈরাচার বা ফ্যাসিবাদ পতনের দিন। এই দিনটিকে ঐতিহাসিকভাবে সংরক্ষণে দেশের মানুষের জন্য আগামী ৫ সেপ্টেম্বর তফসিল ঘোষণা এবং ৫ ডিসেম্বর নির্বাচন হলে ভালো হয়। সেজন্য বিএনপিসহ রাজনৈতিক দলগুলো মানসিক এবং সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
আহমেদ আযম খান বলেন, আমরা যেমন ৫ আগস্ট ফ্যাসিবাদের পরাজয় ঘটিয়ে মুক্ত হয়েছি। তেমনি ৫ সেপ্টেম্বর যদি তফসিল ঘোষণা করা হয়- তাহলে দেশের মানুষ খুশি হবে। সেসময় আসতে এখনও প্রায় ৬ মাস বাকি রয়েছে। এরমধ্যেই প্রয়োজনীয় সংস্কার কাঠামোগুলো শেষ করা যাবে।
শনিবার (১ মার্চ) দুপুরে টাঙ্গাইলের বাসাইলের সাকসেস অ্যাকাডেমিক স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আযম বলেন, অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা, যেভাবে বিভিন্ন মাধ্যমে ডিসেম্বরে নির্বাচনের কথা বলা হচ্ছে- সে নির্বাচন হবে জাতীয় সংসদের নির্বাচন। সেই নির্বাচন ডিসেম্বরের মধ্যেই যাতে সম্পন্ন হয় সেজন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিগত তিনটি সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এবার ভোট দেওয়ার আশায় অপেক্ষা করছে।
নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে তিনি বলেন, নতুল দলকে স্বাগত জানানোর জন্য আমাদের দল থেকেও প্রতিনিধি গিয়েছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই দলসহ যে-সকল দল নির্বাচনে আসবে বা বাংলাদেশে প্রতিষ্ঠা হবে তাকেই আমরা স্বাগত জানাবো। তবে আমরা মনে করি সকল দল একত্র হয়ে আগাাম নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে।
তিনি আরও বলেন, দুই/একটি দল নির্বাচনের বিরোধিতা করছে। যারাই সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলছে- এতেই বোঝা যায় তারাই ষড়যন্ত্রের সাথে জড়িত। তারা মানুষের ভোটের অধিকারকে ভয় পায়।
এসময় কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ছানোয়ার খান নাঈমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুন আল জাহাঙ্গীর, সহ-সভাপতি সোরহাব হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নূরুল ইসলাম রবিন প্রমুখ।
