রবিবার, ২৩ মার্চ ২০২৫ | ৯ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

গাইবান্ধায় গাঁজাসহ আটক এএসআইকে কারাগারে প্রেরণ

গাইবান্ধায় গাঁজাসহ আটক এএসআইকে কারাগারে প্রেরণ। ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজাসহ পলাশবাড়ী থানায় কর্মরত এএস আই আনিছুর রহমান (৪০) নামের এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এঘটনায় পুলিশ কর্মকর্তা আনিছুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সে লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে এবং গাইবান্ধার পলাশবাড়ী থানায় কর্মরত ছিলেন।

এর আগে গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড় থেকে মোটর সাইকেলে করে গাজা নিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার এস আই মানিক রানা সঙ্গীয় ফোর্সসহ থানার চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান পরিচালনা করেন। এসময় পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি ১৬০ সি.সি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) থামিয়ে তল্লাশির সময় আনিসুর রহমানের কাছ থেকে প্যাকেট ও ব্যাগে রাখা সাড়ে ৯ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

সেই সাথে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত পুলিশ সদস্যের বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা বলেন, মাদকসহ গ্রেফতারকৃত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

Header Ad
Header Ad

জনগণের প্রত্যাশা পূরণে আসুন আলোচনা শুরু করি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বলেছেন, “আসুন আমরা আলোচনা শুরু করি। জনগণের প্রত্যাশা ও চাওয়া কীভাবে বাস্তবায়ন করা যায় তার সমাধান বের করি।”

রবিবার রাজধানীর বিজয়নগরে ফারস হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “পলাতক স্বৈরাচার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছিল, সেগুলো মেরামত করতে হবে। আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে দেশের জনগণ। প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের মাধ্যমে আমরা দেশের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।”

তিনি আরও বলেন, “জুলাই-আগস্টে জনতার অভ্যুত্থানে জনগণের সমর্থন ছিল বলেই শেখ হাসিনার মতো একজন মাফিয়াকে দেশ থেকে বিতাড়িত করা সম্ভব হয়েছে। জনগণ তাদের প্রত্যাশা অনুযায়ী একটি পরিবর্তন চেয়েছিল, যা রাজনৈতিক দলগুলোর সমর্থনে অর্জিত হয়েছে।”

তারেক রহমান আরও বলেন, “বিভিন্ন সময়ে গণতন্ত্র ব্যাহত হয়েছে। তবে সংস্কারের প্রশ্নে সবচেয়ে আগে আমরা কথা বলেছি। আমাদের রাজনীতির মূল লক্ষ্য জনগণের ইস্যুগুলোকে গুরুত্ব দিয়ে চিন্তা করা।”

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Header Ad
Header Ad

সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে : সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার সেনামালঞ্চে জুলাই আন্দোলনে আহতদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, “আহতদের মনোবল হারানোর কোনো কারণ নেই। আমরা সব সময় আপনাদের পাশে আছি। আহতদের পুনর্বাসনে সহায়তা করা হবে।”

সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত ৪২০০ জন জুলাই আন্দোলনের আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং এই সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান সেনাপ্রধান।

তিনি আরও বলেন, “আহতদের আর্থিক সহায়তা দিতে সেনাবাহিনী কাজ করছে। ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও এই সহায়তায় এগিয়ে এসেছে।”

জুলাই আন্দোলনে আহতদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা জাতির কৃতি সন্তান। আপনাদের পুনর্বাসনে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত থাকবে।”

Header Ad
Header Ad

ছাত্রনেতাদের ভুল ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান পাটোয়ারীর

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী ছাত্রনেতাদের ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন। রবিবার (২৩ মার্চ) এনসিপির সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, “আন্দোলন থেকে ছাত্রনেতারা রাজনীতিতে প্রবেশ করছেন, তাই এই সময়ের ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা উচিত।”

পাটোয়ারী আরও উল্লেখ করেন যে, সেনাবাহিনীর সঙ্গে হাসনাত-সারজিসদের বৈঠকের বিষয়ে আগে থেকেই এনসিপি জানতো।

যাত্রাবাড়ি জোন আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে সক্রিয় রাখার চেষ্টা চলছে। তৃণমূলের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যারা তৃণমূলের নির্বাচন চায় না, তারা ইনিয়ে-বিনিয়ে আওয়ামী লীগকে নতুন করে প্রতিষ্ঠিত করতে চায়।”

তিনি আরও বলেন, “আমরা সব দলের সঙ্গে ঐক্যবদ্ধ। আমাদের মাঝে বিভেদ তৈরির চেষ্টা করবেন না। যারা নির্বাচন চান, রাজনৈতিক দলগুলোকে বলব স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।”

সরকারের সংস্কার কার্যক্রমের বিষয়ে পাটোয়ারী বলেন, “সংস্কারের ক্ষেত্রে সরকারকে আরও দ্রুত গতিতে কাজ চালিয়ে নিতে হবে। নতুন মোড়কেও আমরা আওয়ামী লীগকে চাই না।”

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জনগণের প্রত্যাশা পূরণে আসুন আলোচনা শুরু করি: তারেক রহমান
সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে : সেনাপ্রধান
ছাত্রনেতাদের ভুল ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান পাটোয়ারীর
শিলংয়ে ঝামেলায় বিরক্ত বাংলাদেশ ফুটবল দল
আমাদের কথাবার্তায় সহনশীলতা দেখাতে হবে: রিজভী
ঢাকায় পতাকা উত্তোলনের মাধ্যমে পাকিস্তান দিবস উদযাপন
সৌদিতে ওমরাহযাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৬ জন
তালেবান নেতার মাথার বিনিময়ে কোটি ডলারের পুরস্কার বাতিল করল যুক্তরাষ্ট্র
রাজধানীতে ঈদের দিন আনন্দ মিছিল ও দিনব্যাপী মেলার আয়োজন
দেশের নাম পরিবর্তন করা উচিত বলে আমরা মনে করি না: সালাহউদ্দিন
জিএম কাদের ও স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ
হাসিনার মতোই একাত্তরে নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব : তাজউদ্দিনকন্যা শারমিন
২৫ মার্চ সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন
১০ শতাংশ দাম কমছে ইন্টারনেটের
দীর্ঘ ৮ দিনের ছুটির কবলে বেনাপোল স্থলবন্দর
প্রধান উপদেষ্টার চীন সফর হবে মাইলফলক : চীনা রাষ্ট্রদূত
পাওনা আদায়ে এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলছে ইসলামী ব্যাংক
সাগরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাতের সঙ্গে সারজিসের দ্বিমত
টয়লেটে বেশিক্ষণ থাকায় যাত্রীকে মারলেন পাইলট