শ্মশানের যায়গা দখল ও মন্দিরে ডাকাতি করেছে আ'লীগ: আব্দুস সালাম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম সালাম। ছবিঃ ঢাকাপ্রকাশ
শ্মশানের যায়গা দখল ও মন্দিরে ডাকাতি দিয়েছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম সালাম।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ নওযোয়ান মাঠে পৌর ও সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
আব্দুস সালাম বলেন, ‘আমরা হিন্দু বৌদ্ধ উপজাতি সবাই মিলে এ দেশটাকে স্বাধীন করেছি। আমরা এদেশে কোন ধর্ম বিভেদ করি না। আপনাদের নিয়ে রাজনীতি করছে আওয়ামী লীগ, বিএনপি দখলদারিতে বিশ্বাস করে না।’
হিন্দুদের উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘এই দেশটা আপনার। সীমান্ত অতিক্রম করে যখন ভারতে যাবেন। ওই দেশের হিন্দুরাই বলবে এটা তোমার দেশ না। তোমার দেশ বাংলাদেশ। তাই এই দেশে বুক ফুলিয়ে থাকবেন আপনারা।’
জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু,আমিনুল ইসলাম বেলাল, মামুনুর রহমান রিপন, শফিউল আজম রানা প্রমুখ।
পরে সন্ধ্যায় শহরের নওযোয়ান মাঠে সম্মেলন মঞ্চ থেকে নওগাঁ পৌর ও থানা বিএনপির নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। এতে নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি পদে দেওয়ান মোস্তাক আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে আ স ম আল কাফী তুহিন, সাংগঠনিক সম্পাদকের দুটি পদে খালেদ হাসান লিপ্ত ও রফিকুল ইসলাম সাবু, নওগাঁ পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান ও দিদারুল ইসলাম রতন, সাংগঠনিক দুটি পদে মহসিন আলী ও শহিদুল ইসলাম সাথি নির্বাচিত হয়েছেন।
