স্বপ্ন পূরনের কাছাকাছি সালাহউদ্দিন
২০০৮ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব নেওয়ার পরের বছর কাজী সালাহউদ্দিন সাফেরও সভাপতির দায়িত্ব পালন গ্রহণ করেন। অদ্যাবধি তিনি দুই সংস্থারই দায়িত্ব পালন করে আসছেন।
সাফের সভাপতির দায়িত্ব পালন করার পর থেকেই তার মনে একটি সুপ্ত ইচ্ছে জাগ্রত হয় নিজ হাতে সাফের চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশ দলের হাতে তুলে দেবেন। এটি তিনি পুরুষ দলকে বুঝিয়েছেন। কিন্তু তার এ যাবৎকাল দায়িত্ব পালন কালে বাংলাদেশ দল ফাইনালেই যেতে পারেনি। ছেলেদের সেই আশা এবার মেয়েদের মাধ্যমে পূরণ হবার অবারিত সুযোগ সালাহউদ্দিনের সামনে।
আগামীকাল সোমবার ফাইনালে ম্বাগতিক নেপালকে হারালেই কাজী সালাহউদ্দিনের দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন হবে।
ছেলেরা স্বপ্ন পূরণের কাছাকাছি যেতে না পারলেও মেয়েরা কিন্তু এর আগে একবার গিয়েছিলেন। ২০১৬ সালে ভারতের শিলিগুড়ি আসরে বাংলাদেশ দল ফাইনালে উঠেছিল। কিন্তু সালাহউদ্দিন পারেননি নিজ দেশের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দিতে। ভারতের কাছে ফাইনালে ৩-১ গোলে হারলে, তার স্বপ্ন পূরণ অধরাই থেকে যায়।
এবারও কি কাজী সালাহউদ্দিনের স্বপ্ন পূরণ অধরা থেকে যাবে, না এসে ধরা দেবে। এবারের দল নিয়ে আশাবাদী হওয়াই যায়। গোটা আসরে দারুণ খেলে ফাইনাল পর্যন্ত উঠে এসেছেন সাবিনারা। নেপালও একইভাবে দারুণ খেলে শিরোপার শেষ প্রান্তে। দুই দলের যে দলই চ্যাম্পিয়ন হোক না কেন, ভারতের আধিপত্যে সেখানে ভাগ বসবে। আগের পাঁচ বারের প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। চারবার প্রতিপক্ষ ছিল নেপাল, একবার বাংলাদেশ।
ফাইনাল নিয়ে খুবেই টেনশনে আছেন কাজী সালাহউদ্দিন। এবারের দল নিয়ে অন্য অনেকের মতো তিনিও আশাবাদী। তারপরও মনের কোনে কালোমেঘ ভর করে যদি ছুটে যায়।
তিনি ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘বাংলাদেশ দলের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেব এটি আমার অনেক দিনের স্বপ্ন। ছেলেদের বা মেয়েদের দল বলে কিছু নেই। এখানে বাংলাদেশ খেলছে। কিন্তু খুবই ট্রেসে আছি। পারবে তো। আমি ফাইনাল নিয়ে খুব বেশি কথা বলতে পারব না। কাল ৯০ মিনিটের পর অনেক কথা বলব। আমি এই দল নিয়ে খুবই আশাবাদী।’
বাংলোদে-নেপাল দুই দলই নিজ নিজ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে আসে। পরে সেমিতে ঘায়েল করে প্রতিপক্ষকে। গ্রুপ পর্বে নেপাল ২ ম্যাচে ১০ গোল করে সেমিতে ভারতকে হারিয়েছিল ১-০ গোলে। বাংলাদেশ গ্রুপ পর্বে ৩ ম্যাচে ১২ গোল করে সেমিতে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছিল। দুই দলই এখন পর্যন্ত আসরে কোন গোল হজম করেনি।
এমপি/এমএমএ/