ফাইনালে উঠে বিশ্বকাপ নিশ্চিত করল বাংলাদেশ-চাইনিজ তাইপে
দুই ফাইনালিস্ট পেয়ে গেছে বঙ্গবন্ধু কাপ কাবাডির মঞ্চ। শিরোপা লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। সোমবার সেমিফাইনালে জয় পেয়েছে দুই দল। এই জয়ে শুধু ফাইনাল নয়, বিশ্বকাপ ও এশিয়ান গেমসে খেলার টিকিটও কেটেছে বাবংলাদেশ এবং চাইনিজ তাইপে।
আন্তর্জাতিক কাবাডি আগেই ঘোষণা করেছিল বঙ্গবন্ধু কাপের সেরা দুই দল বিশ^কাপ ও এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। সেই হিসেবে টুর্নামেন্টের ফাইনালে উঠার মধ্য দিয়ে জোড়া মেগা ইভেন্টে খেলার নিশ্চয়তা পেল দুই দল।
শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে দিনের প্রথম সেমিতে থাইল্যান্ডকে ৪৫-২৬ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। তবে শুরুটা ভালো ছিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
প্রথমেই দুটি পয়েন্ট আদায় করে নেয় থাইবাহিনী। এরপর অতিথিদের প্রামোত সাইসিং রেইড দিতে গিয়ে ম্যাটের বাইরে চলে গেলে পয়েন্টের খাতা খোলে বাংলাদেশ।
খানিকবাদে ৪-৪ পয়েন্টে ম্যাচে সমতা টানে সাজুরাম গয়াতের শিষ্যরা। ১৪ মিনিটে প্রথমবারের মতো লিড নেয় বাংলাদেশ (৮-৭)। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। পরের মিনিটেই তুহিন তরফদারের রেইডে প্রথমবারের মতো থাইল্যান্ডকে অলআউট করে লোনা পায় বাংলাদেশ। এগিয়ে যায় ১৪-৮ পয়েন্টে। সবমিলে ১৭-১১ স্কোরলাইনে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর আরও বিধ্বংসী হয়ে ওঠে বাংলাদেশ। প্রথমার্ধের ভুলত্রুটি কাটিয়ে ওঠে অনেকটাই। ২৩ মিনিটে থাইদের অলআউট করে আবারও (২৪-১২)।
একপর্যায়ে বাংলাদেশ ২৯-১৬ পয়েন্টে এগিয়ে গেলেও টানা কয়েকবার ভুল খেলার খেসারত দেয়।
সুযোগ পেয়ে টানা ৫টি পয়েন্ট লাভ করে থাইল্যান্ড (২০-৩০)। এরপর কৌশলী খেলায় ধীরে ধীরে ব্যবধান বাড়ান তুহিনরা। এগিয়ে যায় ৩৭-২২। শেষ পর্যন্ত ৪৫-২৬ ব্যবধানে এগিয়ে থেকে টানা তৃতীয়বার বঙ্গবন্ধু কাপে শিরোপা লড়াই নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।
একই দিনে দ্বিতীয় সেমিতে ইরাককে ৫২-৪৪ পয়েন্টে হারিয়ে প্রথমবার টুর্নামেন্টে অংশ নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চাইনিজ তাইপে। আগামীকাল শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। ভলিবল স্টেডিয়ামে দুই দলের ফাইনাল শুরু হবে দুপুর ১২টা ১০ মিনিটে।
এমএমএ/