গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ
এক ম্যাচ হাতে রেখেই বঙ্গবন্ধু কাপ কাবাডিতে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। অবশিষ্ট ম্যাচটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেরা খেলার বিষয়টি নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শনিবার ‘এ’ গ্রুপের ম্যাচে ৪৯-৩৩ পয়েন্টে হারিয়েছে স্বাগতিকরা।
পল্টনের শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে ইরাক ম্যাচে চোটের কারণে ছিলেন না দুই নির্ভরযোগ্য খেলোয়াড় রাসেল হাসান এবং রোমান হোসেন।
তবে প্রথম চার ম্যাচে না পারলেও চোটমুক্ত হয়ে আজকের ম্যাচে বাংলদেশ দলের হয়ে খেলতে নেমে ভরসা জোগান আরদুজ্জামান মুন্সী।
ম্যাচ শুরুর মাত্র ৬ মিনিটের মধ্যেই প্রতিপক্ষ ইরাককে অলআউট করে দেয় বাংলাদেশ। তখন ম্যাচর স্কোরলাইন (১০-১)। এরপর একইভাবে আধিপত্য বজায় রেখে খেলতে থাকে সাজুরাম গয়াতের শিষ্যরা। মুন্সী ও মিজানুরের রেইড থেকে দ্রুত কিছু পয়েন্ট আদায় করে নেয় স্বাগতিকরা।
ইরাকও চেষ্টা করে পয়েন্ট অর্জনের। কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আবারও ইরাককে অলআউট করে বাংলাদেশ। ২৮-১৩ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে খুব বেশি ভালো খেলতে পারেননি তুহিন তরফদাররা। এই অর্ধে তারা অর্জন করে মাত্র ২১ পয়েন্ট।
অপরদিকে, ইরাক বেশ ভালো খেলে ২০ পয়েন্ট আদায় করে নেয়। শেষের দিকে তারা টানা কয়েকটি পয়েন্ট অর্জন করে। তাতে বাংলাদেশের সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে পারেনি অতিথিরা।
এমএমএ/