সোমবার, ৭ এপ্রিল ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

রাজধানীর গণপরিবহন সেবা

৫ কোটি টাকা জরিমানার বিধান রেখে আসছে নতুন আইন

সর্বোচ্চ পাঁচ কোটি টাকার জরিমানার বিধান রেখে গণপরিবহন সেবায় নতুন আইন আসছে। রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে বাস রুট ফ্রাঞ্চাইজ পদ্ধতিকে আইনি কাঠামোতে আনতে এই আইন করতে যাচ্ছে সরকার। এ জন্য ‘বাস পরিবহন সেবা পরিচালনা ও বিশেষ অধিকার (রুট ফ্রাঞ্চাইজ) আইন-২০২২’ নামে একটি আইন করতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে ওই আইনের খসড়া তৈরি করা হয়েছে। আইনটি তৈরি করছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

নতুন আইন অনুযায়ী ঢাকা মহানগর এলাকা এবং সংলগ্ন ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিগঞ্জ জেলাকে বাস রুট ফ্রাঞ্চাইজ এর আওতায় আনা হবে।

প্রস্তাবিত আইনের খসড়ায় বলা হয়েছে, এই আইনের অধীন কোনো বাস পরিবহন সেবা পরিচালনের জন্য ফ্রাঞ্চাইজপ্রাপ্ত না হলে কোনো ব্যক্তি ঢাকা মহানগর ও সংলগ্ন এলাকায় বাস সেবা পরিচালন করতে পারবেন না।

কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত বা স্বীকৃত ভাড়ার বিনিময়ে পরিচালিত যাত্রী পরিবহনের কাজে নিয়োজিত বাস পরিবহন সেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সরকার বা সরকারের পক্ষে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন বাস পরিচালন সেবা দেওয়া যাবে না।

বিমানবন্দর থেকে বা বিমানবন্দর অভিমুখি আন্তর্জাতিক যাত্রী পরিবহন কাজে নিয়োজিত বাস পরিবহন সেবা; কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত হোটেল বা পর্যটন পরিসেবার জন্য নিয়োজিত বাস সেবা; সরকার বা কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক বা কর্মচারী পরিবহন কাজে নিয়োজিত বাস পরিচালন সেবা; স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের মালিকানাধীন বা চুক্তিবদ্ধ ভাড়ার বিনিময়ে নাগরিক সেবা প্রদান কাজে নিয়োজিত বাস পরিচালন সেবা এবং এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কর্তৃপক্ষ কর্তৃক সময় অনুমোদিত অন্য কোনো বাস পরিবহন সেবা।

প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, প্রত্যেক পরিচালন কোম্পানি প্রতি বছর পরবর্তী বছরের জন্য একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করে সেটি অনুমোদনের জন্য কর্তৃপক্ষকে দেবে।

এই কর্মপরকিল্পনার মধ্যে থাকবে বাস রুট উন্নয়ন পরিকল্পনাসহ বাস পরিবহন সেবা প্রদানের বিস্তারিত বিবরণ এবং বাস চলাচলের ফ্রিকোয়েন্সি ও পরিবহন যান বারদ্দের বিবরণ; কর্মপরিকল্পনা বাস্তবায়নে পরিচালিত বাসের সংখ্যা ও বাসের ধরণ সম্পর্কিত বিবরণ; পুরাতন ও চলাচলের অনুপযোগী বাসের ফেইজ আউট কর্মসূচি; বাস রক্ষণাবেক্ষণ ও মেরামত; সম্ভাব্য আয় ও আর্থিক সক্ষমতা এবং কর্তৃপক্ষ কর্তৃক যাচিত প্রাসঙ্গিক অন্যান্য বিষয়াদি।

আইন অনুযায়ী, এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে কোনো পরিচালন কোম্পানি ব্যর্থ হলে উক্ত কোম্পানির বিরুদ্ধে আইনের ৩৩ ধারায় প্রশাসনিক জরিমানা করা হবে।

প্রস্তাবিত আইনের খসড়ায় ফ্রাঞ্চাইজ এর মেয়াদ, বর্ধিত মেয়াদ ও নবায়ন সম্পর্কে বলা হয়েছে, ফ্রাঞ্চাইজ প্রদানের মেয়াদ হবে প্রদানের তারিখ থেকে ১০ বছর। উক্ত মেয়াদের মধ্যে তফসিলে উল্লেখিত বাস রুট পরিবর্তন হলে মেয়াদ গণনার ক্ষেত্রে এটি বিবেচনায় নেওয়া হবে না।

ফ্রাঞ্চাইজ কোম্পানির আবেদনের ভিত্তিতে কর্তৃপক্ষ ক্রয় আইনের বিধান সাপেক্ষে ফ্রাঞ্চাইজ এর মেয়াদ অনধিক দুই বছর সময়ের জন্য নবায়ন করতে পারবে।

কোনো পরিচালন কোম্পানি তার ফ্রাঞ্চাইজ বা এর অংশ বিশেষ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া অন্য কোনো কোম্পানির কাছে হস্তান্তর করতে পারবে না।

তবে কোনো পরিচালন কোম্পানির আওতাভুক্ত ফ্রাঞ্চাইজ বা এর কোনো অংশ বিশেষ, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অপর ফ্রাঞ্চাইজ এর কাছে হস্তান্তর করা যাবে।

অবশ্য কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অন্য কোনো কোম্পানির কাছে কোনো ফাঞ্চাইজ বা এর কোনো অংশবিশেষ হস্তান্তর করা হলে সেটির আইনি ভিত্তি থাকবে না।

ফ্রাঞ্চাইজ এর অধিকার বা বাতিল বিষয়ে প্রস্তাবিত আইনের খসড়ায় বলা হয়েছে, কর্তৃপক্ষের কাছে যদি প্রতীয়মান হয় যে, এই আইনের বিধি বিধান বা ফ্রাঞ্চাইজ চুক্তির অধীন কোনো পরিচালন কোম্পানি বাস পরিবহন সেবা পরিচালনা করতে সম্পূর্ণ বা আংশিকভাবে বা আইনের অধীন আরোপিত প্রশাসনিক জরিমানা পরিশোধে ব্যর্থ হয় বা আইনের অধীন কোনো অপরাধে দন্ডিত হয় তা হলে কর্তৃপক্ষ পরিচালন কোম্পানিকে ফ্রাঞ্চাইজ চুক্তির প্রদত্ত অধিকার বাতিল বা প্রত্যাহার করতে পারবে।

তবে কোম্পানিকে যুক্তিসঙ্গত শুনানির সুযোগ দেওয়া ছাড়া কোনো ব্যবস্থা নেওয়া যাবে না।

ফ্রাঞ্চাইজের অধিকার প্রত্যাহার বা বাতিল করা হলে কর্তৃপক্ষ সরকারের পূর্বানুমোদনক্রমে বাস পরিবহন সেবায় নিয়োজিত বাস ও সংশ্লিষ্ট অস্থাবর সম্পত্তি অধিগ্রহণ করতে এবং অধিগ্রহণকৃত বাস ও অস্থাবর সম্পদ অপর কোনো ফ্রাঞ্চাইজ এর কাছে হস্তান্তর করতে পারবে।

প্রস্তাবিত আইনের তৃতীয় অধ্যায়ে বাস রুট ব্যবস্থাপনা বিষয়ে বলা হয়েছে সড়ক পরিবহন আইন ২০১৮ তে যাই থাকুক না কেন নতুন আইন অনুযায়ী বাস রুটসমূহ যে গুচ্ছ বাস রুট এলাকার জন্য প্রযোজ্য বা যে বাস রুটে এই আইন কার্যকর হবে সেই রুট এলাকায় বাস পরিবহন সেবা পরিচালন বিষয়ে উক্ত আইনের অধীন প্রদত্ত রুট পারমিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। ফাঞ্চাইজপ্রাপ্ত কোম্পানির বাস এই রুট এলাকায় পরিবহন সেবা পরিচালনার জন্য রুট পারমিটপ্রাপ্ত বলে গণ্য হবে।

প্রস্তাবিত আইনের সপ্তম অধ্যায়ে আইন ভঙ্গ করলে শাস্তি ও জরিমানার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে ফ্রাঞ্চাইজ চুক্তির কোনো শর্ত লঙ্ঘন করলে বা কোনো শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে বা চুক্তি দ্বারা নির্দিষ্টকৃত ফ্রাইঞ্চাইজ ছাড়া অন্য কোনো রুটে বাস পরিবহন সেবা প্রদান করলে কর্তৃপক্ষ আর্থিক ও প্রশাসিক জরিমানা আরোপ করতে পারবে।

এক্ষেত্রে প্রশাসনিক জরিমানার পরিমান হবে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা এবং সর্বনিম্ন পাঁচ লাখ টাকা। এই জরিমানা করার ক্ষেত্রে অবশ্যই অভিযোগের বিষয়ে অনুসন্ধান ও তদন্ত শেষে প্রশাসনিক জরিমানা আরোপ ও আপিলের পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হবে।

কোনো ফ্রাঞ্চাইজ জরিমানা পরিশোধে ব্যর্থ হলে পাবলিক ডিমান্ড রিকোভারি অ্যাক্ট ১৯১৩ (বেঙ্গল অ্যাক্ট নং ১১১ অভ ১৯১৩) এর অধীন সরকারি দাবি গণ্যে আদায়যোগ্য হবে।

প্রস্তাবিত এই আইনের বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম রবিবার (১৫ মে) রাতে ঢাকাপ্রকাশ’কে বলেন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এরকম একটি আইনের খসড়া তৈরি করেছে। এখন সেটির বিষয়ে বিভিন্ন পর্যায়ে স্টেকহোল্ডার মতামত নেওয়া হবে। তারপর আন্তঃমন্ত্রণালয় সভা হবে। এরপর একটি আইন করতে যেসব প্রক্রিয়া রয়েছে সেগুলো সম্পন্ন করে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

প্রসঙ্গত, বাস রুট ফ্রাঞ্চাইজ প্রবর্তনের জন্য ঢাকা মহানগরীর বাস রুট ও সার্ভিসগুলোকে প্রাথমিকভাবে নয়টি ক্লাস্টার, ২২টি কোম্পানি এবং ৪২টি রুটে পরিণত করা হবে।

এ সব রুটকে আরবান ও সাব-আরবান এই দুই ভাগে ভাগ করে ঢাকার বাইরের বাসগুলোকে শহরের ভেতরে প্রবেশ সীমিত করা হবে। একই সঙ্গে রুটের দৈর্ঘ্য যৌক্তিকভাবে কমিয়ে আনা হবে। এ জন্য নগরীর আবদুল্লাহপুর, কাঁচপুর, ঝিলমিলসহ বিভিন্ন পয়েন্টে ট্রান্সফার স্টেশন নির্মাণ করা হবে।

ঢাকা মহানগরী ও সংলগ্ন এলাকায় যাত্রী পরিবহন সেবার মানোন্নয়ন এবং বাস পরিবহনব্যবস্থা নিরাপদ, দ্রুতগামী, পরিকল্পিত, সুষ্ঠু ও আধুনিকীকরণের উদ্দেশেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এনএইচবি/আরএ/

Header Ad
Header Ad

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি

বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানও এ নোটিশ দিয়ে সংহতি জানিয়েছে গাজার পক্ষে। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি চলছে। গত রাতেই ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানও এ নোটিশ দিয়ে সংহতি জানিয়েছে গাজার পক্ষে।

রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় আর কলেজগুলোর সামনে বিক্ষোভ মিছিল করবে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও গাজায় হামলা বন্ধের দাবিতে একই কর্মসূচিতে সংহতি জানিয়ে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র শিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠন।

রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। একই ঘটনায় রাজধানীর বিজয় নগর এলাকায় বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। ইসরাইলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের উপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে তাদের স্লোগানে। এসময় সোমবার জেনারেল স্ট্রাইকে দেশবাসীকে অংশ নেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।

গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে আজকের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই গণহত্যার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ও।

Header Ad
Header Ad

যুদ্ধের মাঝে ট্রাম্পের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রে ছুটলেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নিরলস হামলা চালাচ্ছে ইসরায়েল। বর্বর ও নির্বিচার এই হামলার মধ্যেও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ভূখণ্ডটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গত কয়েক মাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালিয়েছে তারা।

একইসঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে দেওয়া হয়েছে সাধারণ ধর্মঘটের ডাক। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সাথে দেখা করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার হাঙ্গেরি থেকে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন বলে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে।

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথের মতে, নেতানিয়াহু সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে আলোচনা করবেন। এতে বলা হয়েছে, “গাজায় চলমান যুদ্ধ এবং হামাসের পক্ষ থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহার এবং যুদ্ধের অবসানের দাবির পরিপ্রেক্ষিতে উইটকফের উপস্থিতি ‘ইসরায়েলি বন্দি মুক্তির ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে’।”

সংবাদপত্রটি জানিয়েছে, নেতানিয়াহু এবং ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সিরিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সাথেও দেখা করবেন। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড মূলত ট্রাম্পের শুল্ক নীতির তত্ত্বাবধান করেন। গত বুধবার উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতির কারণে অন্যান্য দেশের সাথে ইসরায়েলের ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপের পর মার্কিন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বসতে চলেছেন নেতানিয়াহু।

পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে, রোববার রাতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী দুই দিন ধরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের সাথে তাড়াহুড়ো করে নির্ধারিত বৈঠক করবেন।

বৈঠকগুলোতে মূলত গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এবং জিম্মিদের বিষয়ে আলোচনা করা হবে, যাদের মধ্যে ৫৯ জন এখনও গাজায় বন্দি রয়েছেন। সেইসাথে ট্রাম্পের নতুন শুল্ক নীতি নিয়েও আলোচনার কথা রয়েছে। সফরের কথা ঘোষণা করার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে নেতানিয়াহু রোববার বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন।

এদিকে নেতানিয়াহুর এই সফর মঙ্গলবার পর্যন্ত স্থায়ী হওয়ার কথা থাকলেও ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, এই সফরের সময়সীমা বাড়ানো যেতে পারে। গত সপ্তাহে নেতানিয়াহু, ট্রাম্প এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের মধ্যে ত্রিপক্ষীয় কথোপকথনের পর এই সফরের পরিকল্পনা করা হয়েছিল বলে জানা গেছে।
টাইমস অব ইসরায়েল বলছে, স্ত্রী সারাকে নিয়ে ওয়াশিংটনে পৌঁছানোর পরেইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিমানবন্দর থেকে কাফেলা নিয়ে ব্লেয়ার হাউসের দিকে যান। সেখানে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সাথে তার দেখা করার কথা ছিল।

আনাতোলু বলছে, ইসরায়েলের প্রধান মিত্র দেশ যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর সফর এমন এক সময় এলো যখন তেল আবিব গাজা উপত্যকায় মারাত্মক আক্রমণ চালিয়ে যাচ্ছে। ২০০৩ সালের অক্টোবর থেকে নির্বিচার হামলায় অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় ৫০ হাজার ৭০০ মানুষ নিহত হয়েছেন।

গত সপ্তাহান্তে নেতানিয়াহু গাজায় আক্রমণ আরও বাড়ানোর ঘোষণা দেন। ফিলিস্তিনি এই ছিটমহল থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টাও চলছে।

Header Ad
Header Ad

রাজশাহীতে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত তিন, আহত অর্ধশত

ছবি: সংগৃহীত

রাজশাহীর খড়খড়িতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অর্ধশত বাস যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন- নাসিম মিজান ও জুয়েল।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দুটি বাস নিয়ে প্রয়াত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে পিরোজপুর যাচ্ছিলেন। রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় আরেকটি বাস এসে ধাক্কা দেয়। একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান।

স্থানীয় লোকজন ও দমকল বিভাগের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার জানান, নিহত তিনজনের মধ্যে ২ ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি
যুদ্ধের মাঝে ট্রাম্পের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রে ছুটলেন নেতানিয়াহু
রাজশাহীতে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত তিন, আহত অর্ধশত
পুরান ঢাকায় নাজিমউদ্দিন রোডে আগুন, নিহত ১
ইসরাইলি বসতিতে হামাসের মুহুর্মুহু রকেট হামলা (ভিডিও)
আমরা গাজায় আরও তীব্র হামলা চালাব: ইসরায়েলি প্রধানমন্ত্রী
নওগাঁয় আকাশ থেকে পড়ল বিরল আকৃতির শীলা, আতঙ্কিত এলাকাবাসী
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারাদেশে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক
বিয়ের গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে মারামারি, ভাঙল বিয়ে
গাজায় ইসরায়েলের গণহত্যায় ছাত্রদলের নিন্দা ও কর্মসূচি ঘোষণা
দপ্তর হারালেন স্থানীয় সরকার বিভাগের সচিব নিজাম উদ্দিন
বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক
শুল্ক নিয়ে ট্রাম্প ও মার্কিন প্রশাসনকে চিঠি দেবে বাংলাদেশ: প্রেস সচিব
দর্শনায় পূর্ণাঙ্গ স্থলবন্দর বাস্তবায়নে এডিবির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের পরিদর্শন
ফেসবুকে নির্বাচনের কথা লিখলে সংঘবদ্ধ গালি শুরু হয়ে যাচ্ছে: ইশরাক
গাজায় গণহত্যার প্রতিবাদ: ক্যাম্পাসে ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক
যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব সামাল দেওয়া কঠিন হবে না: অর্থ উপদেষ্টা
বিদেশি শীর্ষ বিনিয়োগকারীদের নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক বুধবার
এসএসএফের সাবেক ডিজি ও তার স্ত্রীর ফ্ল্যাট-জমি জব্দ, ৩৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ
আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ, ৯ জনের জামিন