বাংলাদেশসহ ১৩ দেশের নাগরিকদের জন্য সৌদি আরবের ভিসা নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত
পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৩টি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসায় নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, নিরাপত্তা, অতিরিক্ত ভিড় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়, এই নিষেধাজ্ঞা চলতি এপ্রিল মাসে কার্যকর হয়েছে এবং জুনের মাঝামাঝি পর্যন্ত বলবৎ থাকতে পারে। তবে যেসব বিদেশি নাগরিক ইতোমধ্যে ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবে অবস্থান করছেন, তাদের ১৩ এপ্রিলের মধ্যে দেশটি ত্যাগ করার অনুমতি রয়েছে। এরপর আর কেউ নতুন করে প্রবেশ করতে পারবেন না।
যেসব দেশ এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সেগুলো হলো: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।
সৌদি সরকারের পক্ষ থেকে পাকিস্তান সরকারকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট ওমরাহ ভিসাধারীদের আগামী ২৯ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগের আহ্বান জানানো হয়েছে।
সৌদি সরকার সতর্ক করে জানিয়েছে, কেউ যদি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে অবৈধভাবে সৌদি আরবে অবস্থান করে, তবে তার বিরুদ্ধে পরবর্তী পাঁচ বছরের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে।
এ সিদ্ধান্ত হজের সময় নিয়ন্ত্রণ বজায় রাখা এবং ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার অংশ হিসেবে নেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সাধারণত হজের আগে ভিসা ও প্রবেশ নিয়ে সৌদি আরব কঠোর নীতিমালা গ্রহণ করে থাকে, যাতে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়।
