ঈদের দিন ফিলিস্তিনের পতাকা ওড়ানোর অভিযোগে ভারতে বিদ্যুৎ বিভাগের এক মুসলিম কর্মীকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। তারা এটিকে ‘রাষ্ট্র বিরোধী’ কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করেছে।
ভুক্তভোগী ওই ব্যক্তি বিদ্যুৎ দপ্তরের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। রাজ্যটির সাহারানপুরে কর্মরত ছিলেন তিনি। বরখাস্তকৃত ওই কর্মীর নাম সাকিব খান। রোববার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
উত্তর প্রদেশের বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সাকিব খান রাজ্যটির কৈলাসপুর পাওয়ার হাউসে কর্মরত ছিলেন। গত ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের নামাজের পরে তিনি ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন। ওই সংক্রান্ত একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।
বিদ্যুৎ বিভাগের এক্সিকিউটিভ সঞ্জীব কুমার ফিলিস্তিনের পতাকা ওড়ানোর ওই কাজকে “দেশবিরোধী” বলে উল্লেখ করেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, “বিষয়টি বিদ্যুৎ বিভাগের নজরে আসার পর, এটিকে একটি দেশবিরোধী কাজ হিসেবে বিবেচনা করা হয়। যে সংস্থার মাধ্যমে ওই ব্যক্তিকে কাজে নেওয়া হয়েছিল তাদেরকেও বিষয়টি জানানো হয়। ওই ঠিকাদার সংস্থাকে চিঠি দিয়ে সাকিব খানকে অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে।”
অন্যদিকে ঈদের দিনে সাহারানপুরে ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল করেছেন স্থানীয় জনতা। সেই মিছিলের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আটক করা হয়েছে ৮ জনকে।
পুলিশ সূত্রে খবর, আম্বালা ঈদগাহে নামাজের পরে কয়েকজন ফিলিস্তিনের পতাকা হাতে ফিলিস্তিনপন্থি স্লোগান দিয়েছিলেন।
সাহারানপুরের পুলিশ সুপার ব্যোম বিন্দল জানিয়েছেন, সেই দিনের ভিডিও ফুটেজ দেখে অন্যদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।