কাল হোয়াইট হাউজে বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু

ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামীকাল সোমবার (৭ এপ্রিল) ওয়াশিংটনে বৈঠকে বসছেন। শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, এ বৈঠকে শুল্ক নীতি, গাজা পরিস্থিতি, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে প্রতিরোধমূলক পদক্ষেপসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে।
সম্প্রতি ট্রাম্প প্রশাসন ইসরায়েলি আমদানির ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন তৈরি করেছে। এছাড়া গাজায় যুদ্ধবিরতি, সেখানে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং ইরানের পারমাণবিক হুমকি নিয়েও রয়েছে গভীর উদ্বেগ।
নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, তিনি গাজা থেকে জিম্মি মুক্তি, ইসরায়েল-তুরস্ক সম্পর্ক, ইরানের কার্যক্রম এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের পদক্ষেপ মোকাবিলাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যেই নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে। এ প্রেক্ষাপটেও বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
এছাড়া, সম্প্রতি বিশ্বের একাধিক দেশের ওপর আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই পটভূমিতে নেতানিয়াহু হতে যাচ্ছেন হোয়াইট হাউজ সফরকারী প্রথম বিদেশি নেতা। ট্রাম্প গত বৃহস্পতিবার বলেন, তিনি শিগগিরই নেতানিয়াহুর সফর আশা করছেন।
বৈঠকটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল। বিশ্লেষকরা মনে করছেন, এই আলোচনার মাধ্যমে ওয়াশিংটন-তেলআবিব সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারিত হতে পারে।
