দুদকের সাবেক অ্যাম্বাসেডর থেকে আসামি হতে যাচ্ছেন সাকিব!

দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং ক্রিকেটার সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
এক সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করা ক্রিকেট তারকা সাকিব আল হাসান এখন দুদকের আসামির তালিকায় আসতে যাচ্ছেন। তার বিরুদ্ধে বিভিন্ন ‘অনিয়ম এবং দুর্নীতির’ অভিযোগের তদন্ত চলছে, যা এখন অনুসন্ধান পর্যায়ে রয়েছে।
রোববার (৬ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেন, "আমাদের আশঙ্কা, সাকিব দুদকের আসামি হতে পারেন, তবে বিষয়টি এখনো তদন্তাধীন। অনুসন্ধানের পর বিস্তারিত জানানো যাবে।"
২০১৮ সালে সাকিব আল হাসানকে দুদক তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছিল। এ ছাড়াও তিনি হটলাইন-১০৬ উদ্বোধন অনুষ্ঠানে দুদকের সঙ্গে কাজ করেছিলেন। কিন্তু ২০২২ সালে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে তাকে আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর না রাখার সিদ্ধান্ত নেয় দুদক।
সাকিব আল হাসান ২০১৮ সালে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, কিন্তু ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়। এরপর সাকিবের বিরুদ্ধে নানা অভিযোগ উঠলে, ২০২২ সালের ২৮ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মিলহানুর রহমান নাওমী তার বিরুদ্ধে দুদকে আবেদন করেন।
এ আবেদনে সাকিবের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে- যেমন শেয়ারবাজার কেলেঙ্কারি, নিষিদ্ধ জুয়ার ব্যবসা, স্বর্ণ চোরাচালানে জড়িত থাকা, কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, ক্রিকেটে দুর্নীতি এবং নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপন করা।
এছাড়া, সাকিবের ব্যাংক হিসাব গত বছর ৮ নভেম্বর জব্দ করার কথা জানিয়েছিল আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। আরও গুরুতর বিষয় হলো, গত ৫ আগস্ট ঢাকার আদাবরে এক গুলিবিদ্ধ পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় সাকিবকে আসামি করা হয়েছে, এবং জাতীয় দলের বাইরে রাখার জন্য আইনি নোটিশও পাঠানো হয়েছে।
এদিকে, সাকিবের বিরুদ্ধে চলমান তদন্ত ও অভিযুক্ত নানা কেলেঙ্কারির মধ্যে, তার ভবিষ্যত কী হবে তা নিয়ে এখনো স্পষ্ট কোনো অবস্থান নেওয়া হয়নি।
