বরিশালে ইজিবাইক শ্রমিকদের ৭ দফা দাবি
বরিশালে ব্যাটারিচালিত ইজিবাইকের (হলুদ অটোরিকশা) বৈধতাসহ সাত দফা দাবিতে বরিশাল সিটি করপোরেশনের মেয়রের কাছে স্মারকলিপি দিয়েছে বরিশাল মহানগর ব্যাটারিচালিত ইজিবাইক শ্রমিক সংগঠন।
বুধবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সংগঠনের সভাপতি মো. মোসারেফ গাজী ও সাধারণ সম্পাদক মো. লতিফ সিকদার লেদুর নেতৃত্বে কালিবাড়ি রোড সংলগ্ন রাখাল বাবুর পুকুর পারে দুই শতাধিক শ্রমিক জড়ো হন। পরে মিছিল নিয়ে নগরীর সদর রোড হয়ে বরিশাল সিটি করপোরেশনে স্মারকলিপি দেন তারা।
সাত দফা দাবি হলো-
১. ইজিবাইকের বৈধতা দিতে হবে।
২. সব ইজিবাইকের গাড়িচালকদের ড্রাইভিং লাইসেন্স দিতে হবে।
৩. ইজিবাইক আটক করা যাবে না।
৪. এর জন্য কমপকক্ষে ১০টি স্ট্যান্ডের ব্যবস্থা করা।
৫. যাদের ইজিবাইকের লাইসেন্স নেই তাদের জন্য লাইসেন্সের ব্যবস্থা করা।
৬. বরিশাল মহানগরীতে প্রায় ৫০ হাজার অটোরিকশা শ্রমিক আছেন, তাদের অটোরিকশা চালিয়ে বাঁচার সুযোগ করে দেওয়া।
৭. এসব অটোরিকশা নিয়ে কোনো বিশৃঙ্খলা না করা।
এর আগে গত বুধবার (১৫ ডিসেম্বর) এসিড ব্যাটারিচালিত ইজিবাইক (অটোরিকশা) বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এগুলো আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। পরে আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
এসএন